বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
প্রশ্নঃ১
মৃত্তিকাকে উর্বর কে করে ?
উঃ
জৈব পদার্থ ।
প্রশ্নঃ২
Solum শব্দের অর্থ কি ?
উঃ
Solum ল্যাটিন শব্দ । যার অর্থ মাটি ভূমি বা একখণ্ড জমি ।
প্রশ্নঃ৩
পডসল শব্দের অর্থ কি ?
উঃ
অন্তঃস্তরের ছাই ।
প্রশ্নঃ৪
CFC কি ?
উঃ
CFC একটি গ্রীণ হাউস গ্যাস ।
প্রশ্নঃ৫
ধোঁয়াশার কিভাবে সৃষ্টি হয় ?
উঃ
ধোঁয়া এবং কুয়াশার মিশ্রনে ।
প্রশ্নঃ৬
ওজোন গহ্বর সৃষ্টি কোথায় হয়েছে ?
উঃ
আন্টার্কটিকা মহাদেশে ।
প্রশ্নঃ৭
গ্রীণ হাউস এর প্রভাবের ফল কি ?
উঃ
বিশ্ব উষ্ণায়ন ।
প্রশ্নঃ৮
হেপাটাইটিস রােগ কিভাবে হয় ?
উঃ
জল বাহিত হয়ে ।
প্রশ্নঃ৯
CFC কোথায় ব্যবহার করা হয় ?
উঃ
রেফ্রিজারেটরে ।
প্রশ্নঃ১০
Stock Home ( স্টকহােম ) সম্মেলন কবে হয়েছিল ?
উঃ
1972 সালে ।


Comments
Post a Comment