পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
প্রশ্নঃ১
মৃত্তিকাকে উর্বর কে করে ?
উঃ
জৈব পদার্থ ।
প্রশ্নঃ২
Solum শব্দের অর্থ কি ?
উঃ
Solum ল্যাটিন শব্দ । যার অর্থ মাটি ভূমি বা একখণ্ড জমি ।
প্রশ্নঃ৩
পডসল শব্দের অর্থ কি ?
উঃ
অন্তঃস্তরের ছাই ।
প্রশ্নঃ৪
CFC কি ?
উঃ
CFC একটি গ্রীণ হাউস গ্যাস ।
প্রশ্নঃ৫
ধোঁয়াশার কিভাবে সৃষ্টি হয় ?
উঃ
ধোঁয়া এবং কুয়াশার মিশ্রনে ।
প্রশ্নঃ৬
ওজোন গহ্বর সৃষ্টি কোথায় হয়েছে ?
উঃ
আন্টার্কটিকা মহাদেশে ।
প্রশ্নঃ৭
গ্রীণ হাউস এর প্রভাবের ফল কি ?
উঃ
বিশ্ব উষ্ণায়ন ।
প্রশ্নঃ৮
হেপাটাইটিস রােগ কিভাবে হয় ?
উঃ
জল বাহিত হয়ে ।
প্রশ্নঃ৯
CFC কোথায় ব্যবহার করা হয় ?
উঃ
রেফ্রিজারেটরে ।
প্রশ্নঃ১০
Stock Home ( স্টকহােম ) সম্মেলন কবে হয়েছিল ?
উঃ
1972 সালে ।


Comments
Post a Comment