দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
অষ্টদিগগজ গোষ্ঠীর পৃষ্ঠপোষক কে ছিলেন ?
উত্তর:
কৃষ্ণদেব রায়।
প্রশ্ন:২
বিখ্যাত পাকিস্তান প্রস্তাব গৃহীত হয় কবে ?
উত্তর:
লাহোর অধিবেশনে।
প্রশ্ন:৩
অল ইন্ডিয়া হরিজন সংঘ প্রতিষ্ঠা করেন কে ?
উত্তর:
মহাত্মা গান্ধী।
প্রশ্ন:৪
ওস্তাদ আলী আকবর খান যুক্ত—
উত্তর:
সরোদ বাদ্যযন্ত্রের সঙ্গে।
প্রশ্ন:৫
একক সময়ে বস্তুর সরণকে বলা হয় ?
উত্তর: বেগ।
প্রশ্ন:৬
নির্বাচন কমিশনের ক্ষমতা বর্ণিত রয়েছে—
উত্তর:
৩২৪ নং ধারায়।
প্রশ্ন:৭
খৈতান ট্রফি যুক্ত কীসের সাথে ?
উত্তর:
দাবা খেলার সঙ্গে।
প্রশ্ন:৮
বাংলার মুকুটহীন রাজা বলা হয় কাকে ?
উত্তর:
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে।
প্রশ্ন:৯
৫৪ তম জ্ঞানপীঠ পুরস্কার কে পেলেন ?
উত্তর:
সাহিত্যিক অমিতাভ ঘোষ।
প্রশ্ন:১০
নেতাজি সুভাষচন্দ্র বসু কবে ছদ্মবেশে গৃহত্যাগ করেন ?
উত্তর:
১৯৪১ সালে।
Comments
Post a Comment