বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
পদার্থবিদ্যা (তাপ, প্রবাহী তড়িৎ ও তড়িৎচুম্বকত্ব, আধুনিক পদার্থবিদ্যা)
প্রশ্ন:১
এক বালতি গরম জলে একটুকরো বরফ ফেললে তাপ কোন্দিকে প্রবাহিত হবে ? কোন্ সময় তাপের প্রবাহ বন্ধ হয়ে যাবে ?
উত্তর:
এক বালতি গরম জলে একটুকরো বরফ ফেললে তাপ জল থেকে বরফের দিকে প্রবাহিত হবে। বরফগলা জল এবং বালতির গরম জলের উষ্ণতা সমান হয়ে গেলে তাপপ্রবাহ বন্ধ হয়ে যাবে।
প্রশ্ন:২
ফারেনহাইট স্কেলের ঊর্ধ্বস্থিরাঙ্ক এবং নিম্নস্থিরাঙ্ক কত ?
উত্তর:
ফারেনহাইট স্কেলের ঊর্ধ্বস্থিরাঙ্ক 212°F এবং নিম্নস্থিরাঙ্ক 32°F।
প্রশ্ন:৩
থার্মোমিটারের প্রাথমিক অন্তর কাকে বলে ?
উত্তর:
থার্মোমিটারের নিম্নস্থিরাঙ্ক এবং ঊর্ধ্বস্থিরাঙ্কের মধ্যবর্তী উষ্ণতার ব্যবধানকে প্রাথমিক অন্তর বলে।
প্রশ্ন:৪
0°C এবং 0°F-এর মধ্যে কোন্টি কম ?
উত্তর:
0°C এবং 0°F-এর মধ্যে 0°F কম।
প্রশ্ন:৫
তাপ গ্রহণ বা বর্জন করলে বস্তুর অণুগুলির কী পরিবর্তন হয় বলো।
উত্তর:
তাপ গ্রহণ করলে বস্তুর অণুগুলির গতিশক্তি বাড়ে এবং তাপ বর্জন করলে অণুগুলির গতিশক্তি কমে।
প্রশ্ন:৬
সেলসিয়াস স্কেলের ঊর্ধ্বস্থিরাঙ্ক এবং নিম্নস্থিরাঙ্ক কত ?
উত্তর:
সেলসিয়াস স্কেলের ঊর্ধ্বস্থিরাঙ্ক 100°C এবং নিম্নস্থিরাঙ্ক 0°C।
প্রশ্ন:৭
দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে রাখলে কোন্ বস্তু থেকে কোন্ বস্তুতে তাপ সঞ্চালিত হবে ?
উত্তর:
দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে থাকলে বেশি উষ্ণতাবিশিষ্ট বস্তুটি থেকে কম উষ্ণতাবিশিষ্ট বস্তুটিতে তাপ সঞ্চালিত হবে।
প্রশ্ন:৮
সেলসিয়াস স্কেলের প্রাথমিক অন্তর কত ভাগে বিভক্ত ?
উত্তর:
সেলসিয়াস স্কেলের প্রাথমিক অন্তর সমান 100 ভাগে বিভক্ত।
প্রশ্ন:৯
ফারেনহাইট স্কেলের প্রাথমিক অন্তর কত ভাগে বিভক্ত ?
উত্তর:
ফারেনহাইট স্কেলের প্রাথমিক অন্তর সমান 180 ভাগে বিভক্ত।
প্রশ্ন:১০
এক বালতি ঠান্ডা জলে একটুকরো উত্তপ্ত লোহা ফেললে তাপ কোন্দিকে প্রবাহিত হবে ? কোন্ সময় তাপপ্রবাহ বন্ধ হবে ?
উত্তর:
এক বালতি ঠান্ডা জলে একটুকরো উত্তপ্ত লোহা ফেললে লোহা থেকে জলে তাপ যাবে। যখন লোহা এবং জলের উষ্ণতা সমান হবে, তখন তাপপ্রবাহ বন্ধ হবে।
Comments
Post a Comment