শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি 🗇 "নারীর প্রেম পুরুষের কাছে শুধু আশ্রয়, কিন্তু পুরুষের প্রেম নারীর কাছে জীবন।" 🗇 "সংসারে কেউ কাউকে ভালোবাসে না, শুধু ভালোবাসার অভিনয় করে।" 🗇 "যে জন ভালোবাসে, সে জন জানে ভালোবাসার মূল্য।" 🗇 "পুরুষের মনস্তত্ত্বই এই, তারা যাকে বেশি ভালোবাসে, তাকেই বেশি কষ্ট দেয়।" 🗇 "স্নেহ ভালোবাসার কাঙাল, তাই দুর্বলকে সে বেশি টানে।"
[VSQ] পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয়(পরমাণুর গঠন, গ্যাসের ধর্ম, অ্যাভোগাড্রোর সূত্র) সেট–৭
পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয়
প্রশ্ন:১
একটি নিউট্রন একটি ইলেকট্রনের তুলনায় কতগুণ ভারী ?
উত্তর:
একটি নিউট্রন একটি ইলেকট্রনের তুলনায় 1839 গুণ ভারী।
প্রশ্ন:২
কোনো মৌলের পরমাণুতে উপস্থিত নিউট্রন ও প্রোটনের মোট সংখ্যাকে কী বলে ?
উত্তর:
কোনো মৌলের পরমাণুতে উপস্থিত নিউট্রন ও প্রোটনের মোট সংখ্যাকে ওই মৌলের ভরসংখ্যা বলে।
প্রশ্ন:৩
প্রোটনের তড়িদাধানের প্রকৃতি কী ?
উত্তর:
প্রোটন ধনাত্মক তড়িত্যুক্ত কণা।
প্রশ্ন:৪
ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের মধ্যে কোন্টি নিস্তড়িৎ ও কোন্টি আধানবাহী ?
উত্তর:
ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের মধ্যে নিউট্রন নিস্তড়িৎ এবং প্রোটন ধনাত্মক আধানবাহী এবং ইলেকট্রন ঋণাত্মক আধানবাহী।
প্রশ্ন:৫
একটি নিউট্রনের ভর কত ?
উত্তর:
একটি নিউট্রনের ভর= 1.6750×10-²⁴g।
প্রশ্ন:৬
একই মৌলের দ্বারা গঠিত পদার্থের প্রতিটি পরমাণুর কেন্দ্রক-এ কোন্ পরমাণু কণার সংখ্যা নির্দিষ্ট ?
উত্তর:
একই মৌলের দ্বারা গঠিত পদার্থের প্রতিটি পরমাণুর কেন্দ্রক-এ প্রোটন সংখ্যা নির্দিষ্ট।
প্রশ্ন:৭
নিউট্রনের আধানের পরিমাণ কত ?
উত্তর:
নিউট্রন নিস্তড়িৎ কণা। সুতরাং, এর আধানের পরিমাণ শূণ্য।
প্রশ্ন:৮
কোনো পরমাণুতে কেন্দ্ৰকীয় কণাগুলিকে একত্রে ধরে রেখেছে কোন্ বল ?
উত্তর:
পরমাণুতে কেন্দ্রকীয় কণাগুলিকে একত্রে ধরে রেখেছে নিউক্লিয় বল।
প্রশ্ন:৯
একটি প্রোটন একটি ইলেকট্রনের তুলনায় কতগুণ ভারী ?
উত্তর:
একটি প্রোটন একটি ইলেকট্রনের তুলনায় 1837 গুণ ভারী।
প্রশ্ন:১০
নিউট্রন কণা কে আবিষ্কার করেন ?
উত্তর:
বিজ্ঞানী জেমস্ স্যাডউইক নিউট্রন কণা আবিষ্কার করেন।
✸✸✸
✸✸✸
Comments
Post a Comment