বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
[VSQ] পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয়(পরমাণুর গঠন, গ্যাসের ধর্ম, অ্যাভোগাড্রোর সূত্র) সেট–৭
পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয়
প্রশ্ন:১
একটি নিউট্রন একটি ইলেকট্রনের তুলনায় কতগুণ ভারী ?
উত্তর:
একটি নিউট্রন একটি ইলেকট্রনের তুলনায় 1839 গুণ ভারী।
প্রশ্ন:২
কোনো মৌলের পরমাণুতে উপস্থিত নিউট্রন ও প্রোটনের মোট সংখ্যাকে কী বলে ?
উত্তর:
কোনো মৌলের পরমাণুতে উপস্থিত নিউট্রন ও প্রোটনের মোট সংখ্যাকে ওই মৌলের ভরসংখ্যা বলে।
প্রশ্ন:৩
প্রোটনের তড়িদাধানের প্রকৃতি কী ?
উত্তর:
প্রোটন ধনাত্মক তড়িত্যুক্ত কণা।
প্রশ্ন:৪
ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের মধ্যে কোন্টি নিস্তড়িৎ ও কোন্টি আধানবাহী ?
উত্তর:
ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের মধ্যে নিউট্রন নিস্তড়িৎ এবং প্রোটন ধনাত্মক আধানবাহী এবং ইলেকট্রন ঋণাত্মক আধানবাহী।
প্রশ্ন:৫
একটি নিউট্রনের ভর কত ?
উত্তর:
একটি নিউট্রনের ভর= 1.6750×10-²⁴g।
প্রশ্ন:৬
একই মৌলের দ্বারা গঠিত পদার্থের প্রতিটি পরমাণুর কেন্দ্রক-এ কোন্ পরমাণু কণার সংখ্যা নির্দিষ্ট ?
উত্তর:
একই মৌলের দ্বারা গঠিত পদার্থের প্রতিটি পরমাণুর কেন্দ্রক-এ প্রোটন সংখ্যা নির্দিষ্ট।
প্রশ্ন:৭
নিউট্রনের আধানের পরিমাণ কত ?
উত্তর:
নিউট্রন নিস্তড়িৎ কণা। সুতরাং, এর আধানের পরিমাণ শূণ্য।
প্রশ্ন:৮
কোনো পরমাণুতে কেন্দ্ৰকীয় কণাগুলিকে একত্রে ধরে রেখেছে কোন্ বল ?
উত্তর:
পরমাণুতে কেন্দ্রকীয় কণাগুলিকে একত্রে ধরে রেখেছে নিউক্লিয় বল।
প্রশ্ন:৯
একটি প্রোটন একটি ইলেকট্রনের তুলনায় কতগুণ ভারী ?
উত্তর:
একটি প্রোটন একটি ইলেকট্রনের তুলনায় 1837 গুণ ভারী।
প্রশ্ন:১০
নিউট্রন কণা কে আবিষ্কার করেন ?
উত্তর:
বিজ্ঞানী জেমস্ স্যাডউইক নিউট্রন কণা আবিষ্কার করেন।
✸✸✸
✸✸✸
Comments
Post a Comment