নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
[VSQ] পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয়(পরমাণুর গঠন, গ্যাসের ধর্ম, অ্যাভোগাড্রোর সূত্র) সেট–৭
পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয়
প্রশ্ন:১
একটি নিউট্রন একটি ইলেকট্রনের তুলনায় কতগুণ ভারী ?
উত্তর:
একটি নিউট্রন একটি ইলেকট্রনের তুলনায় 1839 গুণ ভারী।
প্রশ্ন:২
কোনো মৌলের পরমাণুতে উপস্থিত নিউট্রন ও প্রোটনের মোট সংখ্যাকে কী বলে ?
উত্তর:
কোনো মৌলের পরমাণুতে উপস্থিত নিউট্রন ও প্রোটনের মোট সংখ্যাকে ওই মৌলের ভরসংখ্যা বলে।
প্রশ্ন:৩
প্রোটনের তড়িদাধানের প্রকৃতি কী ?
উত্তর:
প্রোটন ধনাত্মক তড়িত্যুক্ত কণা।
প্রশ্ন:৪
ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের মধ্যে কোন্টি নিস্তড়িৎ ও কোন্টি আধানবাহী ?
উত্তর:
ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের মধ্যে নিউট্রন নিস্তড়িৎ এবং প্রোটন ধনাত্মক আধানবাহী এবং ইলেকট্রন ঋণাত্মক আধানবাহী।
প্রশ্ন:৫
একটি নিউট্রনের ভর কত ?
উত্তর:
একটি নিউট্রনের ভর= 1.6750×10-²⁴g।
প্রশ্ন:৬
একই মৌলের দ্বারা গঠিত পদার্থের প্রতিটি পরমাণুর কেন্দ্রক-এ কোন্ পরমাণু কণার সংখ্যা নির্দিষ্ট ?
উত্তর:
একই মৌলের দ্বারা গঠিত পদার্থের প্রতিটি পরমাণুর কেন্দ্রক-এ প্রোটন সংখ্যা নির্দিষ্ট।
প্রশ্ন:৭
নিউট্রনের আধানের পরিমাণ কত ?
উত্তর:
নিউট্রন নিস্তড়িৎ কণা। সুতরাং, এর আধানের পরিমাণ শূণ্য।
প্রশ্ন:৮
কোনো পরমাণুতে কেন্দ্ৰকীয় কণাগুলিকে একত্রে ধরে রেখেছে কোন্ বল ?
উত্তর:
পরমাণুতে কেন্দ্রকীয় কণাগুলিকে একত্রে ধরে রেখেছে নিউক্লিয় বল।
প্রশ্ন:৯
একটি প্রোটন একটি ইলেকট্রনের তুলনায় কতগুণ ভারী ?
উত্তর:
একটি প্রোটন একটি ইলেকট্রনের তুলনায় 1837 গুণ ভারী।
প্রশ্ন:১০
নিউট্রন কণা কে আবিষ্কার করেন ?
উত্তর:
বিজ্ঞানী জেমস্ স্যাডউইক নিউট্রন কণা আবিষ্কার করেন।
✸✸✸
✸✸✸
Comments
Post a Comment