নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
পদার্থবিদ্যা (তাপ, প্রবাহী তড়িৎ ও তড়িৎচুম্বকত্ব, আধুনিক পদার্থবিদ্যা)
প্রশ্ন:১
পরমাণুর কোন্ অংশ থেকে α ও β কণা নির্গত হয় ?
উত্তর:
পরমাণুর নিউক্লিয়াস থেকে α ও β কণা নির্গত হয়।
প্রশ্ন:২
α-কণা ও β-কণার মধ্যে কার গতিবেগ বেশি ?
উত্তর:
α-কণা অপেক্ষা β-কণার গতিবেগ বেশি।
প্রশ্ন:৩
X-রশ্মি উৎপাদন নলে উচ্চ গলনাঙ্কের টার্গেট রাখা হয় কেন ?
উত্তর:
ফিলামেন্ট থেকে নির্গত ইলেকট্রনগুলি টার্গেটের ওপর কেন্দ্রীভূত হওয়ায় প্রচুর তাপ উৎপন্ন হয়। এই তাপে টার্গেট যাতে গলে না যায়, সেজন্য টার্গেটটি উচ্চ গলনাঙ্কবিশিষ্ট ধাতু দিয়ে তৈরি হয়।
প্রশ্ন:৪
ভরের মানের নিম্নক্রমানুসারে α, β, γ রশ্মিগুলিকে সাজাও।
উত্তর:
প্রতিটি α–কণার ভর একটি প্রোটনের ভরের প্রায় চারগুণ (প্রায় 6.642×10-²⁴ g)। প্রতিটি β–কণার ভর একটি ইলেকট্রনের ভরের সমান (প্রায় 9.1×10-²⁸ g)।
γ-রশ্মি তড়িৎচুম্বকীয় বিকিরণ হওয়ায় এই রশ্মি ভরহীন।
অতএব, ভরের মানের নিম্নক্রমানুসারে— α–কণা>β–কণা>γ রশ্মি।
প্রশ্ন:৫
রেডিয়াম ও ইউরেনিয়ামের মধ্যে কার তেজস্ক্রিয়তা বেশি ?
উত্তর:
রেডিয়ামের তেজষ্ক্রিয়তা ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তার চেয়ে প্রায় 10 লক্ষ গুণ বেশি।
প্রশ্ন:৬
α–কণা ও β–কণার আধানের মানের অনুপাত কত ?
উত্তর:
α-কণার আধান/β-কণার আধান = 2 টি প্রোটনের আধান/1 টি প্রোটনের আধান = 2।
প্রশ্ন:৭
β কণার ভর ও আধান কত ?
উত্তর:
একটি β কণার ভর 9.1×10-²⁸ এবং আধানের মান 4.8×10-¹⁰ esu।
প্রশ্ন:৮
তেজস্ক্রিয় পদার্থ থেকে কত ধরনের রশ্মি নির্গত হয় ? তাদের নাম লেখো।
উত্তর:
তেজস্ক্রিয় পদার্থ থেকে তিন প্রকারের রশ্মি নির্গত হয়। এদের নাম হল—আলফা-রশ্মি (α); বিটা-রশ্মি (β) এবং গামা-রশ্মি (γ)।
প্রশ্ন:৯
α–কণার ভর ও আধান কত ?
উত্তর:
একটি α–কণার ভর 6.642×10-²⁴g এবং আধানের মান 9.6×10-¹⁰ esu।
প্রশ্ন:১০
তিনটি স্বাভাবিক তেজস্ক্রিয় মৌলের নাম লেখো।
উত্তর:
তিনটি স্বাভাবিক তেজস্ক্রিয় মৌল হল—ইউরেনিয়াম (U), রেডিয়াম (Ra), পোলোনিয়াম (Po)।
Comments
Post a Comment