নেতাজি সুভাষচন্দ্র বসুর অমর বাণী ও উক্তি ১. “তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।” (তাঁর সবচেয়ে বিখ্যাত উক্তি, যা প্রায়শই স্মরণ করা হয়) ২. “আলোচনার মাধ্যমে ইতিহাসের কোনো বাস্তব পরিবর্তন কখনোই অর্জিত হয়নি।” ৩. “স্বাধীনতা কেউ দেয় না, ছিনিয়ে নিতে হয়।” ৪. “আজ আমাদের একটাই আকাঙ্ক্ষা থাকা উচিত – মরার ইচ্ছা যাতে ভারত বাঁচতে পারে – একজন শহীদের মৃত্যুর মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা, যাতে শহীদের রক্তে স্বাধীনতার পথ প্রশস্ত করা যায়।” ৫. “আমাদের স্বাধীনতার মূল্য নিজের রক্ত দিয়ে দেওয়া আমাদের কর্তব্য।”
পদার্থবিদ্যা (তাপ, প্রবাহী তড়িৎ ও তড়িৎচুম্বকত্ব, আধুনিক পদার্থবিদ্যা)
প্রশ্ন:১
পরমাণুর কোন্ অংশ থেকে α ও β কণা নির্গত হয় ?
উত্তর:
পরমাণুর নিউক্লিয়াস থেকে α ও β কণা নির্গত হয়।
প্রশ্ন:২
α-কণা ও β-কণার মধ্যে কার গতিবেগ বেশি ?
উত্তর:
α-কণা অপেক্ষা β-কণার গতিবেগ বেশি।
প্রশ্ন:৩
X-রশ্মি উৎপাদন নলে উচ্চ গলনাঙ্কের টার্গেট রাখা হয় কেন ?
উত্তর:
ফিলামেন্ট থেকে নির্গত ইলেকট্রনগুলি টার্গেটের ওপর কেন্দ্রীভূত হওয়ায় প্রচুর তাপ উৎপন্ন হয়। এই তাপে টার্গেট যাতে গলে না যায়, সেজন্য টার্গেটটি উচ্চ গলনাঙ্কবিশিষ্ট ধাতু দিয়ে তৈরি হয়।
প্রশ্ন:৪
ভরের মানের নিম্নক্রমানুসারে α, β, γ রশ্মিগুলিকে সাজাও।
উত্তর:
প্রতিটি α–কণার ভর একটি প্রোটনের ভরের প্রায় চারগুণ (প্রায় 6.642×10-²⁴ g)। প্রতিটি β–কণার ভর একটি ইলেকট্রনের ভরের সমান (প্রায় 9.1×10-²⁸ g)।
γ-রশ্মি তড়িৎচুম্বকীয় বিকিরণ হওয়ায় এই রশ্মি ভরহীন।
অতএব, ভরের মানের নিম্নক্রমানুসারে— α–কণা>β–কণা>γ রশ্মি।
প্রশ্ন:৫
রেডিয়াম ও ইউরেনিয়ামের মধ্যে কার তেজস্ক্রিয়তা বেশি ?
উত্তর:
রেডিয়ামের তেজষ্ক্রিয়তা ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তার চেয়ে প্রায় 10 লক্ষ গুণ বেশি।
প্রশ্ন:৬
α–কণা ও β–কণার আধানের মানের অনুপাত কত ?
উত্তর:
α-কণার আধান/β-কণার আধান = 2 টি প্রোটনের আধান/1 টি প্রোটনের আধান = 2।
প্রশ্ন:৭
β কণার ভর ও আধান কত ?
উত্তর:
একটি β কণার ভর 9.1×10-²⁸ এবং আধানের মান 4.8×10-¹⁰ esu।
প্রশ্ন:৮
তেজস্ক্রিয় পদার্থ থেকে কত ধরনের রশ্মি নির্গত হয় ? তাদের নাম লেখো।
উত্তর:
তেজস্ক্রিয় পদার্থ থেকে তিন প্রকারের রশ্মি নির্গত হয়। এদের নাম হল—আলফা-রশ্মি (α); বিটা-রশ্মি (β) এবং গামা-রশ্মি (γ)।
প্রশ্ন:৯
α–কণার ভর ও আধান কত ?
উত্তর:
একটি α–কণার ভর 6.642×10-²⁴g এবং আধানের মান 9.6×10-¹⁰ esu।
প্রশ্ন:১০
তিনটি স্বাভাবিক তেজস্ক্রিয় মৌলের নাম লেখো।
উত্তর:
তিনটি স্বাভাবিক তেজস্ক্রিয় মৌল হল—ইউরেনিয়াম (U), রেডিয়াম (Ra), পোলোনিয়াম (Po)।
Comments
Post a Comment