🗿 হরপ্পা সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবনের বিস্তারিত পরিচয় হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবন সম্পর্কে জানার প্রধান উৎস হলো প্রত্নতাত্ত্বিক খননকার্যের ফলে প্রাপ্ত নগর পরিকল্পনা, সমাধিক্ষেত্র, মৃৎপাত্র, মূর্তি, অলংকার এবং অন্যান্য নিদর্শনসমূহ। এই নিদর্শনের ভিত্তিতে সমাজবিজ্ঞানীরা হরপ্পা সমাজের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি তুলে ধরেছেন:
[VSQ] পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয়(পরমাণুর গঠন, গ্যাসের ধর্ম, অ্যাভোগাড্রোর সূত্র) সেট–৯
পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয়
প্রশ্ন:১
যোজ্যতা ইলেকট্রন কাকে বলে ?
উত্তর:
পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষের যে সমস্ত ইলেকট্রন রাসায়নিক মিলনে অংশ নেয়, তাদের যোজ্যতা-ইলেকট্রন বলে।
প্রশ্ন:২
একটি পরমাণুর K কক্ষে 2 টি, L কক্ষে 8 টি এবং M কক্ষে 1 টি ইলেকট্রন আছে। পরমাণুটির পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা কত ? পরমাণুটির যোজ্যতা কত ? মৌলটির ভরসংখ্যা 23 হলে নিউট্রন সংখ্যা কত ? পরমাণুটি থেকে 1 টি ইলেকট্রন সরিয়ে নিলে পরমাণুটির কী পরিবর্তন হবে ?
উত্তর:
পরমাণুটির মোট ইলেকট্রন সংখ্যা= 2+8+1=11
∴ পরমাণুটির প্রোটন সংখ্যা=11; সুতরাং, পরমাণুটির পারমাণবিক সংখ্যা=11
যেহেতু পরমাণুটির সবচেয়ে বাইরের কক্ষে ইলেকট্রনের সংখ্যা 1 টি, অতএব পরমাণুটির যোজ্যতা=1।
পরমাণুটির নিউট্রন সংখ্যা=ভরসংখ্যা–প্রোটন সংখ্যা=23–11=12
পরমাণুটি থেকে 1 টি ইলেকট্রন সরিয়ে নিলে কেন্দ্রক-এ 1 টি প্রোটনের আধিক্যের জন্য পরমাণুটি 1 একক ধনাত্মক আধানবিশিষ্ট ক্যাটায়নে পরিণত হবে।
প্রশ্ন:৩
একটি পরমাণু X-কে X– আয়নে পরিণত করা হল। X-এর পরমাণু ক্রমাঙ্ক ও ভরসংখ্যা যথাক্রমে 17 ও 35 হলে X– আয়নের নিউট্রন ও ইলেকট্রনের সংখ্যা লেখো। এর কোন্ কক্ষে কটি ইলেকট্রন আছে ?
উত্তর:
X– আয়নের নিউট্রন সংখ্যা= 35–17 =18
X– আয়নের ইলেকট্রনের সংখ্যা= 17+1 =18 আয়নটির ইলেকট্রন বিন্যাস —K কক্ষপথে 2 টি, L কক্ষপথে 8 টি এবং M কক্ষপথে 8 টি।
প্রশ্ন:৪
আইসোটোপ নেই এরূপ দুটি মৌলের নাম করো।
উত্তর:
ফ্লুরিন এবং সোডিয়াম-এর আইসোটোপ নেই।
প্রশ্ন:৫
পরমাণুর মৌলিকত্ব কীসের ওপর নির্ভর করে ?
উত্তর:
পরমাণুর মৌলিকত্ব পারমাণবিক সংখ্যা অর্থাৎ নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যার ওপর নির্ভর করে।
প্রশ্ন:৬
ভরসংখ্যা কি ভগ্নাংশ হতে পারে ? যুক্তিসহ লেখো।
উত্তর:
পরমাণুর কেন্দ্রক-এ অবস্থিত প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাই হল ভরসংখ্যা। প্রোটন এবং নিউট্রনের সংখ্যা সর্বদা পূর্ণসংখ্যা হয়। তাই তাদের সমষ্টি, অর্থাৎ ভরসংখ্যা ভগ্নাংশ হতে পারে না।
প্রশ্ন:৭
ভরসংখ্যা A, পারমাণবিক সংখ্যা Z এবং নিউট্রন সংখ্যা N হলে এদের মধ্যে নির্ণায়ক সমীকরণটি লেখো।
উত্তর:
A=Z+N।
প্রশ্ন:৮
পারমাণবিক ভর একক কাকে বলে ? 1 amu=কত g?
উত্তর:
কোনো মৌলের একটি পরমাণুর প্রকৃত ভরকে যে এককে প্রকাশ করা হয়, তাকে পারমাণবিক ভর একক (amu) বলে। একটি কার্বন পরমাণুর (C¹²) ভরের 1/12 অংশকে এক পারমাণবিক ভর একক ধরা হয়।
1 amu=1.6603×10-²⁴g।
প্রশ্ন:৯
কোনো পরমাণুতে ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা যথাক্রমে 6 ও 8। পরমাণুটির ভরসংখ্যা কত ?
উত্তর:
পরমাণুটিতে প্রোটন সংখ্যা= ইলেকট্রন সংখ্যা= 6
∴ পরমাণুটির ভরসংখ্যা= প্রোটন সংখ্যা+নিউট্রন সংখ্যা= 6+8=14।
প্রশ্ন:১০
একটি পরমাণুর ভরসংখ্যা 23 এবং পরমাণু ক্রমাঙ্ক 11 হলে ওই পরমাণুর নিউট্রন সংখ্যা কত ?
উত্তর:
পরমাণুটির নিউট্রন সংখ্যা=23–11=12।
Comments
Post a Comment