দশম শ্রেণী-ভৌতবিজ্ঞান-পরিবেশের জন্য ভাবনা-ভৌতবিজ্ঞান ও পরিবেশ-এক নম্বরের প্রশ্ন বায়ুমণ্ডলের স্তর ও গঠন Q. বায়ুমণ্ডল কাকে বলে? Α. পৃথিবী পৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অদৃশ্য গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে. Q. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? Α. ৭৮.০৯%. Q. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? Α. ২০.৯৫%. Q. বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের শতকরা ভাগ কত? Α. ০.৯৩%. Q. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত? Α. ০.০৩%. Q. বায়ুর প্রকৃতি অনুসারে বায়ুমণ্ডলকে কটি স্তরে ভাগ করা যায়? Α. ছয়টি. Q. ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত? Α. প্রায় ১৬-১৮ কিমি. Q. উচ্চতা বাড়লে ট্রপোস্ফিয়ারে বায়ুর চাপের কী পরিবর্তন হয়? Α. বায়ুর চাপ কমে যায়. Q. ট্রপোপজ কাকে বলে? Α. ট্রপোস্ফিয়ারের উপরের দিকের স্থির উষ্ণতার অঞ্চলকে (১০-১৬ কিমি) ট্রপোপজ বলে. Q. স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত? Α. ২০ থেকে ৪৫ কিমি পর্যন...
[VSQ] পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয়(পরমাণুর গঠন, গ্যাসের ধর্ম, অ্যাভোগাড্রোর সূত্র) সেট–৯
পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয়
প্রশ্ন:১
যোজ্যতা ইলেকট্রন কাকে বলে ?
উত্তর:
পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষের যে সমস্ত ইলেকট্রন রাসায়নিক মিলনে অংশ নেয়, তাদের যোজ্যতা-ইলেকট্রন বলে।
প্রশ্ন:২
একটি পরমাণুর K কক্ষে 2 টি, L কক্ষে 8 টি এবং M কক্ষে 1 টি ইলেকট্রন আছে। পরমাণুটির পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা কত ? পরমাণুটির যোজ্যতা কত ? মৌলটির ভরসংখ্যা 23 হলে নিউট্রন সংখ্যা কত ? পরমাণুটি থেকে 1 টি ইলেকট্রন সরিয়ে নিলে পরমাণুটির কী পরিবর্তন হবে ?
উত্তর:
পরমাণুটির মোট ইলেকট্রন সংখ্যা= 2+8+1=11
∴ পরমাণুটির প্রোটন সংখ্যা=11; সুতরাং, পরমাণুটির পারমাণবিক সংখ্যা=11
যেহেতু পরমাণুটির সবচেয়ে বাইরের কক্ষে ইলেকট্রনের সংখ্যা 1 টি, অতএব পরমাণুটির যোজ্যতা=1।
পরমাণুটির নিউট্রন সংখ্যা=ভরসংখ্যা–প্রোটন সংখ্যা=23–11=12
পরমাণুটি থেকে 1 টি ইলেকট্রন সরিয়ে নিলে কেন্দ্রক-এ 1 টি প্রোটনের আধিক্যের জন্য পরমাণুটি 1 একক ধনাত্মক আধানবিশিষ্ট ক্যাটায়নে পরিণত হবে।
প্রশ্ন:৩
একটি পরমাণু X-কে X– আয়নে পরিণত করা হল। X-এর পরমাণু ক্রমাঙ্ক ও ভরসংখ্যা যথাক্রমে 17 ও 35 হলে X– আয়নের নিউট্রন ও ইলেকট্রনের সংখ্যা লেখো। এর কোন্ কক্ষে কটি ইলেকট্রন আছে ?
উত্তর:
X– আয়নের নিউট্রন সংখ্যা= 35–17 =18
X– আয়নের ইলেকট্রনের সংখ্যা= 17+1 =18 আয়নটির ইলেকট্রন বিন্যাস —K কক্ষপথে 2 টি, L কক্ষপথে 8 টি এবং M কক্ষপথে 8 টি।
প্রশ্ন:৪
আইসোটোপ নেই এরূপ দুটি মৌলের নাম করো।
উত্তর:
ফ্লুরিন এবং সোডিয়াম-এর আইসোটোপ নেই।
প্রশ্ন:৫
পরমাণুর মৌলিকত্ব কীসের ওপর নির্ভর করে ?
উত্তর:
পরমাণুর মৌলিকত্ব পারমাণবিক সংখ্যা অর্থাৎ নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যার ওপর নির্ভর করে।
প্রশ্ন:৬
ভরসংখ্যা কি ভগ্নাংশ হতে পারে ? যুক্তিসহ লেখো।
উত্তর:
পরমাণুর কেন্দ্রক-এ অবস্থিত প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাই হল ভরসংখ্যা। প্রোটন এবং নিউট্রনের সংখ্যা সর্বদা পূর্ণসংখ্যা হয়। তাই তাদের সমষ্টি, অর্থাৎ ভরসংখ্যা ভগ্নাংশ হতে পারে না।
প্রশ্ন:৭
ভরসংখ্যা A, পারমাণবিক সংখ্যা Z এবং নিউট্রন সংখ্যা N হলে এদের মধ্যে নির্ণায়ক সমীকরণটি লেখো।
উত্তর:
A=Z+N।
প্রশ্ন:৮
পারমাণবিক ভর একক কাকে বলে ? 1 amu=কত g?
উত্তর:
কোনো মৌলের একটি পরমাণুর প্রকৃত ভরকে যে এককে প্রকাশ করা হয়, তাকে পারমাণবিক ভর একক (amu) বলে। একটি কার্বন পরমাণুর (C¹²) ভরের 1/12 অংশকে এক পারমাণবিক ভর একক ধরা হয়।
1 amu=1.6603×10-²⁴g।
প্রশ্ন:৯
কোনো পরমাণুতে ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা যথাক্রমে 6 ও 8। পরমাণুটির ভরসংখ্যা কত ?
উত্তর:
পরমাণুটিতে প্রোটন সংখ্যা= ইলেকট্রন সংখ্যা= 6
∴ পরমাণুটির ভরসংখ্যা= প্রোটন সংখ্যা+নিউট্রন সংখ্যা= 6+8=14।
প্রশ্ন:১০
একটি পরমাণুর ভরসংখ্যা 23 এবং পরমাণু ক্রমাঙ্ক 11 হলে ওই পরমাণুর নিউট্রন সংখ্যা কত ?
উত্তর:
পরমাণুটির নিউট্রন সংখ্যা=23–11=12।
Comments
Post a Comment