ইতিহাসের উপাদান বলতে কী বোঝো? ইতিহাসের উপাদানগুলির শ্রেণিবিভাগ করো। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব বিস্তারিত আলোচনা করো। ১. ইতিহাসের উপাদান ইতিহাস হলো মানব সভ্যতার অগ্রগতির ধারাবাহিক বিবরণ। কিন্তু এই বিবরণ কল্পনাপ্রসূত নয়; এটি নির্ভর করে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণের ওপর। যে সমস্ত উৎস, সাক্ষ্য বা প্রমাণের ওপর ভিত্তি করে ঐতিহাসিকরা অতীত দিনের ঘটনাবলী পুনর্গঠন করেন, তাকেই 'ইতিহাসের উপাদান' (Sources of History) বলা হয়। উপাদান ছাড়া ইতিহাস রচনা করা অন্ধকারে ঢিল ছোঁড়ার শামিল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ বা আর. সি. মজুমদার সকলেই একমত যে, প্রাচীন ভারতের ইতিহাসের ক্ষেত্রে উপাদানের গুরুত্ব অপরিসীম। ২. ইতিহাসের উপাদানের শ্রেণিবিভাগ (Classification of Historical Sources) ইতিহাসের উপাদানগুলিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়— (ক) সাহিত্যিক উপাদান এবং (খ) প্রত্নতাত্ত্বিক উপাদান। তবে আধুনিক যুগে এর সাথে আরও কিছু বিষয় যুক্ত হয়েছে। নিচে এর বিস্তারিত দেওয়া হলো: ক) সাহিত্যিক উপাদান (Literary Sources):...
পদার্থবিদ্যা (তাপ, প্রবাহী তড়িৎ ও তড়িৎচুম্বকত্ব, আধুনিক পদার্থবিদ্যা)
প্রশ্ন:১
তাপ-আয়নিক ভাল্ভ বা ভ্যাকুয়াম টিউব কাকে বলে ?
উত্তর:
তাপ-আয়নিক নিঃসরণকে যে যন্ত্রে কাজে লাগানো হয়, তাকে তাপ-আয়নিক ভাল্ভ বা ভ্যাকুয়াম টিউব বলে।
প্রশ্ন:২
ডায়োডের একটি ব্যবহার লেখো।
উত্তর:
পরিবর্তী প্রবাহ (ac)-কে একমুখী বা সমপ্রবাহ (dc) করার কাজে একমুখীকারক হিসেবে ডায়োড ব্যবহৃত হয়।
প্রশ্ন:৩
তাপীয় আয়ন কাকে বলে ?
উত্তর:
তাপপ্রয়োগে কোনো ধাতব পদার্থের পৃষ্ঠতল থেকে যে ইলেকট্রন নিঃসৃত হয়, তাদেরকে তাপীয় আয়ন বলে।
প্রশ্ন:৪
X-রশ্মি কি চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় ?
উত্তর:
X-রশ্মি চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না, কারণ X-রশ্মি তড়িদাধানযুক্ত কণা নয়, তড়িৎচুম্বকীয় তরঙ্গ।
প্রশ্ন:৫
কোনো ধাতুর কার্য-অপেক্ষক বলতে কী বোঝ ?
উত্তর:
ধাতবপৃষ্ঠ থেকে বেরিয়ে আসার জন্য একটি ইলেকট্রনের যে ন্যূনতম শক্তির প্রয়োজন, তাকে ওই ধাতুর কার্য-অপেক্ষক বলে।
প্রশ্ন:৬
একমুখীকারক কী ?
উত্তর:
যে ব্যবস্থার সাহায্যে পরিবর্তী প্রবাহ (ac)-কে সমপ্রবাহ (dc), রূপান্তরিত করা যায় তাকে একমুখীকারক বলে।
প্রশ্ন:৭
ডায়োড ভাল্ভে তড়িৎপ্রবাহের উৎস কী ?
উত্তর:
ডায়োড ভাল্ভে তড়িৎপ্রবাহের উৎস হল ক্যাথোড বা ফিলামেন্ট।
প্রশ্ন:৮
একটি তাপীয় আয়নের আধান কত এবং কী প্রকৃতির ?
উত্তর:
একটি তাপীয় আয়নের আধানের মান 4.8×10-¹⁰ esu এবং এর আধানের প্রকৃতি ঋণাত্মক।
প্রশ্ন:৯
ডায়োড ভাল্ভে কয়টি তড়িদ্দ্বার থাকে ?
উত্তর:
ডায়োড ভাল্ভে দুটি তড়িদ্দ্বার থাকে।
প্রশ্ন:১০
একটি ক্যাথোড থেকে তাপ-আয়নিক নিঃসরণজনিত তড়িৎপ্রবাহ কী কী বিষয়ের ওপর নির্ভর করে, তা উল্লেখ করো।
উত্তর:
ক্যাথোড থেকে তাপ-আয়নিক নিঃসরণজনিত তড়িৎপ্রবাহ তিনটি বিষয়ের ওপর নির্ভর করে—
(a) ক্যাথোডের তাপমাত্রা,
(b) ক্যাথোডের প্রকৃতি (অর্থাৎ তার কার্য-অপেক্ষক) এবং
(c) ক্যাথোড ও অ্যানোডের মধ্যে বিভবপ্রভেদ।
Comments
Post a Comment