ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
পদার্থবিদ্যা (তাপ, প্রবাহী তড়িৎ ও তড়িৎচুম্বকত্ব, আধুনিক পদার্থবিদ্যা)
প্রশ্ন:১
তাপ-আয়নিক ভাল্ভ বা ভ্যাকুয়াম টিউব কাকে বলে ?
উত্তর:
তাপ-আয়নিক নিঃসরণকে যে যন্ত্রে কাজে লাগানো হয়, তাকে তাপ-আয়নিক ভাল্ভ বা ভ্যাকুয়াম টিউব বলে।
প্রশ্ন:২
ডায়োডের একটি ব্যবহার লেখো।
উত্তর:
পরিবর্তী প্রবাহ (ac)-কে একমুখী বা সমপ্রবাহ (dc) করার কাজে একমুখীকারক হিসেবে ডায়োড ব্যবহৃত হয়।
প্রশ্ন:৩
তাপীয় আয়ন কাকে বলে ?
উত্তর:
তাপপ্রয়োগে কোনো ধাতব পদার্থের পৃষ্ঠতল থেকে যে ইলেকট্রন নিঃসৃত হয়, তাদেরকে তাপীয় আয়ন বলে।
প্রশ্ন:৪
X-রশ্মি কি চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় ?
উত্তর:
X-রশ্মি চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না, কারণ X-রশ্মি তড়িদাধানযুক্ত কণা নয়, তড়িৎচুম্বকীয় তরঙ্গ।
প্রশ্ন:৫
কোনো ধাতুর কার্য-অপেক্ষক বলতে কী বোঝ ?
উত্তর:
ধাতবপৃষ্ঠ থেকে বেরিয়ে আসার জন্য একটি ইলেকট্রনের যে ন্যূনতম শক্তির প্রয়োজন, তাকে ওই ধাতুর কার্য-অপেক্ষক বলে।
প্রশ্ন:৬
একমুখীকারক কী ?
উত্তর:
যে ব্যবস্থার সাহায্যে পরিবর্তী প্রবাহ (ac)-কে সমপ্রবাহ (dc), রূপান্তরিত করা যায় তাকে একমুখীকারক বলে।
প্রশ্ন:৭
ডায়োড ভাল্ভে তড়িৎপ্রবাহের উৎস কী ?
উত্তর:
ডায়োড ভাল্ভে তড়িৎপ্রবাহের উৎস হল ক্যাথোড বা ফিলামেন্ট।
প্রশ্ন:৮
একটি তাপীয় আয়নের আধান কত এবং কী প্রকৃতির ?
উত্তর:
একটি তাপীয় আয়নের আধানের মান 4.8×10-¹⁰ esu এবং এর আধানের প্রকৃতি ঋণাত্মক।
প্রশ্ন:৯
ডায়োড ভাল্ভে কয়টি তড়িদ্দ্বার থাকে ?
উত্তর:
ডায়োড ভাল্ভে দুটি তড়িদ্দ্বার থাকে।
প্রশ্ন:১০
একটি ক্যাথোড থেকে তাপ-আয়নিক নিঃসরণজনিত তড়িৎপ্রবাহ কী কী বিষয়ের ওপর নির্ভর করে, তা উল্লেখ করো।
উত্তর:
ক্যাথোড থেকে তাপ-আয়নিক নিঃসরণজনিত তড়িৎপ্রবাহ তিনটি বিষয়ের ওপর নির্ভর করে—
(a) ক্যাথোডের তাপমাত্রা,
(b) ক্যাথোডের প্রকৃতি (অর্থাৎ তার কার্য-অপেক্ষক) এবং
(c) ক্যাথোড ও অ্যানোডের মধ্যে বিভবপ্রভেদ।
Comments
Post a Comment