দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
[VSQ] পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয়(পরমাণুর গঠন, গ্যাসের ধর্ম, অ্যাভোগাড্রোর সূত্র) সেট–৬
পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয়
প্রশ্ন:১
আর্গন গ্যাসের পারমাণবিকতা কত ?
উত্তর:
আর্গন গ্যাসের পারমাণবিকতা 1।
প্রশ্ন:২
1 mol অক্সিজেনের ওজন কত ?
উত্তর:
1 mol অক্সিজেনের ওজন 32 g।
প্রশ্ন:৩
পরমাণুবাদের জনক কোন্ বিজ্ঞানী ?
উত্তর:
পরমাণুবাদের জনক হলেন বিজ্ঞানী ডালটন।
প্রশ্ন:৪
প্রমাণ উষ্ণতা ও চাপে কোনো গ্যাসের মোলার আয়তন কত ?
উত্তর:
প্রমাণ উষ্ণতা ও চাপে কোনো গ্যাসের মোলার আয়তন 22.4 L।
প্রশ্ন:৫
পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণাকে কী বলে ?
উত্তর:
পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণাকে পরমাণু বলে।
প্রশ্ন:৬
1g.mol জলের ওজন কত ?
উত্তর:
1g.mol জলের ওজন 18 g।
প্রশ্ন:৭
অক্সিজেন ও ওজোন গ্যাসের পারমাণবিকতা কত ?
উত্তর:
অক্সিজেন গ্যাসের পারমাণবিকতা 2 এবং ওজোন গ্যাসের পারমাণবিকতা 3।
প্রশ্ন:৮
রাসায়নিক বিক্রিয়ায় মৌলের পরমাণুগুলি কী অনুপাতে যুক্ত হয় ?
উত্তর:
রাসায়নিক বিক্রিয়ায় মৌলের পরমাণুগুলি পূর্ণসংখ্যার সরল অনুপাতে যুক্ত হয়।
প্রশ্ন:৯
পারমাণবিকতা 4 এরূপ একটি মৌলের নাম লেখো।
উত্তর:
ফসফরাসের পারমাণবিকতা 4।
প্রশ্ন:১০
অণুর ধারণা প্রথম দেন কোন্ বিজ্ঞানী ?
উত্তর:
বিজ্ঞানী অ্যাভোগাড্রো সর্বপ্রথম অণুর ধারণা দেন।
Comments
Post a Comment