বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো: (প্রতিটি প্রশ্নের মান-1) UNIT 1. পরিবেশের জন্য ভাবনা 1.1 ভৌতবিজ্ঞান ও পরিবেশ Q1. গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন্ গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? (মাধ্যমিক ২০১৮) (a) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (b) CH4 (মিথেন) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) H₂O বাম্প। Q 2. প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? (মাধ্যমিক ২০২০) (a) NO (নাইট্রোজেন মনোক্সাইড) (b) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) CFC (ক্লোরোফ্লুরোকার্বন)
[VSQ] পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয়(পরমাণুর গঠন, গ্যাসের ধর্ম, অ্যাভোগাড্রোর সূত্র) সেট–৬
পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয়
প্রশ্ন:১
আর্গন গ্যাসের পারমাণবিকতা কত ?
উত্তর:
আর্গন গ্যাসের পারমাণবিকতা 1।
প্রশ্ন:২
1 mol অক্সিজেনের ওজন কত ?
উত্তর:
1 mol অক্সিজেনের ওজন 32 g।
প্রশ্ন:৩
পরমাণুবাদের জনক কোন্ বিজ্ঞানী ?
উত্তর:
পরমাণুবাদের জনক হলেন বিজ্ঞানী ডালটন।
প্রশ্ন:৪
প্রমাণ উষ্ণতা ও চাপে কোনো গ্যাসের মোলার আয়তন কত ?
উত্তর:
প্রমাণ উষ্ণতা ও চাপে কোনো গ্যাসের মোলার আয়তন 22.4 L।
প্রশ্ন:৫
পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণাকে কী বলে ?
উত্তর:
পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণাকে পরমাণু বলে।
প্রশ্ন:৬
1g.mol জলের ওজন কত ?
উত্তর:
1g.mol জলের ওজন 18 g।
প্রশ্ন:৭
অক্সিজেন ও ওজোন গ্যাসের পারমাণবিকতা কত ?
উত্তর:
অক্সিজেন গ্যাসের পারমাণবিকতা 2 এবং ওজোন গ্যাসের পারমাণবিকতা 3।
প্রশ্ন:৮
রাসায়নিক বিক্রিয়ায় মৌলের পরমাণুগুলি কী অনুপাতে যুক্ত হয় ?
উত্তর:
রাসায়নিক বিক্রিয়ায় মৌলের পরমাণুগুলি পূর্ণসংখ্যার সরল অনুপাতে যুক্ত হয়।
প্রশ্ন:৯
পারমাণবিকতা 4 এরূপ একটি মৌলের নাম লেখো।
উত্তর:
ফসফরাসের পারমাণবিকতা 4।
প্রশ্ন:১০
অণুর ধারণা প্রথম দেন কোন্ বিজ্ঞানী ?
উত্তর:
বিজ্ঞানী অ্যাভোগাড্রো সর্বপ্রথম অণুর ধারণা দেন।
Comments
Post a Comment