প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর ১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন? উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন। ২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে? উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে। ৩। 'নাডিক' নামে কারা পরিচিত? উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত। ৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি? উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।
[VSQ] পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয়(পরমাণুর গঠন, গ্যাসের ধর্ম, অ্যাভোগাড্রোর সূত্র) সেট–৬
পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয়
প্রশ্ন:১
আর্গন গ্যাসের পারমাণবিকতা কত ?
উত্তর:
আর্গন গ্যাসের পারমাণবিকতা 1।
প্রশ্ন:২
1 mol অক্সিজেনের ওজন কত ?
উত্তর:
1 mol অক্সিজেনের ওজন 32 g।
প্রশ্ন:৩
পরমাণুবাদের জনক কোন্ বিজ্ঞানী ?
উত্তর:
পরমাণুবাদের জনক হলেন বিজ্ঞানী ডালটন।
প্রশ্ন:৪
প্রমাণ উষ্ণতা ও চাপে কোনো গ্যাসের মোলার আয়তন কত ?
উত্তর:
প্রমাণ উষ্ণতা ও চাপে কোনো গ্যাসের মোলার আয়তন 22.4 L।
প্রশ্ন:৫
পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণাকে কী বলে ?
উত্তর:
পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণাকে পরমাণু বলে।
প্রশ্ন:৬
1g.mol জলের ওজন কত ?
উত্তর:
1g.mol জলের ওজন 18 g।
প্রশ্ন:৭
অক্সিজেন ও ওজোন গ্যাসের পারমাণবিকতা কত ?
উত্তর:
অক্সিজেন গ্যাসের পারমাণবিকতা 2 এবং ওজোন গ্যাসের পারমাণবিকতা 3।
প্রশ্ন:৮
রাসায়নিক বিক্রিয়ায় মৌলের পরমাণুগুলি কী অনুপাতে যুক্ত হয় ?
উত্তর:
রাসায়নিক বিক্রিয়ায় মৌলের পরমাণুগুলি পূর্ণসংখ্যার সরল অনুপাতে যুক্ত হয়।
প্রশ্ন:৯
পারমাণবিকতা 4 এরূপ একটি মৌলের নাম লেখো।
উত্তর:
ফসফরাসের পারমাণবিকতা 4।
প্রশ্ন:১০
অণুর ধারণা প্রথম দেন কোন্ বিজ্ঞানী ?
উত্তর:
বিজ্ঞানী অ্যাভোগাড্রো সর্বপ্রথম অণুর ধারণা দেন।
Comments
Post a Comment