মেহেরগড় সভ্যতার অবস্থান ও কালসীমা (Location and Chronology of the Mehrgarh Civilization)
পদার্থবিদ্যা (তাপ, প্রবাহী তড়িৎ ও তড়িৎচুম্বকত্ব, আধুনিক পদার্থবিদ্যা)
প্রশ্ন:১
আধানের ব্যাবহারিক একক লেখো।
উত্তর:
আধানের ব্যাবহারিক একক coulomb (C)।
প্রশ্ন:২
পরিবর্তী প্রবাহ (ac) কাকে বলে ?
উত্তর:
তড়িৎপ্রবাহ নির্দিষ্ট সময়ের ব্যবধানে বিপরীতমুখী হলে সেই প্রবাহকে পরিবর্তী প্রবাহ (ac) বলে।
প্রশ্ন:৩
তড়িৎবিভব ভেক্টর রাশি, না স্কেলার রাশি ?
উত্তর:
তড়িৎবিভব স্কেলার রাশি।
প্রশ্ন:৪
আধান ও প্রবাহমাত্রার মধ্যে সম্পর্ক কী ?
উত্তর:
আধান=প্রবাহমাত্রা×সময়।
প্রশ্ন:৫
তিনজন বিজ্ঞানীর নাম উল্লেখ করো, যাঁদের নাম তড়িৎবিজ্ঞানের তিনটি রাশির একক। ওই রাশিগুলির নাম লেখো।
উত্তর:
বিজ্ঞানী তিনজনের নাম হল—আন্দ্রে মেরি অ্যাম্পিয়ার, আলেসান্দ্রো ভোল্টা, জি এস ওহম। আন্দ্রে মেরি অ্যাম্পিয়ারের তড়িৎপ্রবাহমাত্রার একক অ্যাম্পিয়ার।
আলেসান্দ্রো ভোল্টার নামানুসারে বিভবপ্রভেদের একক ভোল্ট।
নামানুসারে জি এস ওহমের নামানুসারে রোধের একক।
প্রশ্ন:৬
সমপ্রবাহ (dc) কাকে বলে ?
উত্তর:
তড়িৎপ্রবাহ সবসময় একই দিকে হলে সেই প্রবাহকে সমপ্রবাহ (dc) বলে।
প্রশ্ন:৭
তড়িৎ-পরিবাহী ধাতব তারে তড়িদাধানের বাহক কোনগুলি ?
উত্তর:
তড়িৎ-পরিবাহী ধাতব তারে মুক্ত ইলেকট্রনগুলি হল তড়িদাধানের বাহক।
প্রশ্ন:৮
তড়িৎপ্রবাহমাত্রার ব্যাবহারিক একক কী ?
উত্তর:
তড়িৎপ্রবাহমাত্রার ব্যাবহারিক একক ampere (A)।
প্রশ্ন:৯
PQ পরিবাহীতে P থেকে Q-এর দিকে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে। ওই পরিবাহীতে তড়িৎপ্রবাহের দিক নির্দেশ করো।
উত্তর:
PQ পরিবাহীতে P থেকে Q-এর দিকে ইলেকট্রন প্রবাহিত হলে পরিবাহীতে তড়িৎপ্রবাহের দিক হল Q থেকে P-এর অভিমুখে।
প্রশ্ন:১০
তড়িৎপ্রবাহমাত্রা ভেক্টর রাশি, না স্কেলার রাশি ?
উত্তর:
তড়িৎপ্রবাহমাত্রা স্কেলার রাশি।
Comments
Post a Comment