দশম শ্রেণী-ভৌতবিজ্ঞান-পরিবেশের জন্য ভাবনা-ভৌতবিজ্ঞান ও পরিবেশ-এক নম্বরের প্রশ্ন বায়ুমণ্ডলের স্তর ও গঠন Q. বায়ুমণ্ডল কাকে বলে? Α. পৃথিবী পৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অদৃশ্য গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে. Q. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? Α. ৭৮.০৯%. Q. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? Α. ২০.৯৫%. Q. বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের শতকরা ভাগ কত? Α. ০.৯৩%. Q. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত? Α. ০.০৩%. Q. বায়ুর প্রকৃতি অনুসারে বায়ুমণ্ডলকে কটি স্তরে ভাগ করা যায়? Α. ছয়টি. Q. ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত? Α. প্রায় ১৬-১৮ কিমি. Q. উচ্চতা বাড়লে ট্রপোস্ফিয়ারে বায়ুর চাপের কী পরিবর্তন হয়? Α. বায়ুর চাপ কমে যায়. Q. ট্রপোপজ কাকে বলে? Α. ট্রপোস্ফিয়ারের উপরের দিকের স্থির উষ্ণতার অঞ্চলকে (১০-১৬ কিমি) ট্রপোপজ বলে. Q. স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত? Α. ২০ থেকে ৪৫ কিমি পর্যন...
পদার্থবিদ্যা (তাপ, প্রবাহী তড়িৎ ও তড়িৎচুম্বকত্ব, আধুনিক পদার্থবিদ্যা)
প্রশ্ন:১
1 A কাকে বলে ?
উত্তর:
কোনো পরিবাহীর যে-কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে 1 C তড়িৎ প্রবাহিত হলে ওই প্রবাহমাত্রাকে 1 A বলে।
প্রশ্ন:২
কোশের তড়িৎচালক বলের মান কোশের আকৃতির ওপর নির্ভর করে কি ?
উত্তর:
কোশের তড়িৎচালক বলের মান কোশের আকৃতির ওপর নির্ভর করে না।
প্রশ্ন:৩
বিভবপ্রভেদের ব্যাবহারিক একক কী ?
উত্তর:
বিভবপ্রভেদের ব্যাবহারিক একক volt (V)।
প্রশ্ন:৪
কী কী বিষয় অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীতে ওহমের সূত্র প্রযোজ্য হবে ?
উত্তর:
উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ, উপাদান অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীতে ওহমের সূত্র প্রযোজ্য হবে।
প্রশ্ন:৫
রোধের ব্যাবহারিক একক কী ?
উত্তর:
রোধের ব্যাবহারিক একক ohm (Ω)।
প্রশ্ন:৬
একটি সংকেত দ্বারা ওহমের সূত্র প্রকাশ করো।
উত্তর:
কোনো পরিবাহীর দুই প্রান্তে বিভবপ্রভেদ V, পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহমাত্রা I এবং পরিবাহীর রোধ R হলে, V=IR। এটি ওহমের সূত্রের সংকেত।
প্রশ্ন:৭
তড়িৎকোশের মধ্যে কোথায় তড়িৎচালক বল উৎপন্ন হয় ?
উত্তর:
কোশের তড়িৎচালক বল কোশের তড়িদ্দ্বার দুটি এবং সক্রিয় তরলের স্পৰ্শতলে উৎপন্ন হয়।
প্রশ্ন:৮
তড়িৎচালক বলের একক কী ?
উত্তর:
তড়িৎচালক বলের একক volt (V)।
প্রশ্ন:৯
1 Ω কাকে বলে ?
উত্তর:
কোনো পরিবাহীর দুই প্রান্তে 1 V বিভবপ্রভেদ প্রয়োগ করলে যদি পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎপ্রবাহমাত্রা 1 A হয়, তবে ওই পরিবাহীর রোধকে 1 Ω বলে।
প্রশ্ন:১০
1 V কাকে বলে ?
উত্তর:
কোনো পরিবাহীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে 1 C তড়িৎ পাঠাতে যদি 1 J কার্য করতে হয়, তবে ওই পরিবাহীর বিভবপ্রভেদকে 1 V বলে।
Comments
Post a Comment