দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
পদার্থবিদ্যা (তাপ, প্রবাহী তড়িৎ ও তড়িৎচুম্বকত্ব, আধুনিক পদার্থবিদ্যা)
প্রশ্ন:১
1 A কাকে বলে ?
উত্তর:
কোনো পরিবাহীর যে-কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে 1 C তড়িৎ প্রবাহিত হলে ওই প্রবাহমাত্রাকে 1 A বলে।
প্রশ্ন:২
কোশের তড়িৎচালক বলের মান কোশের আকৃতির ওপর নির্ভর করে কি ?
উত্তর:
কোশের তড়িৎচালক বলের মান কোশের আকৃতির ওপর নির্ভর করে না।
প্রশ্ন:৩
বিভবপ্রভেদের ব্যাবহারিক একক কী ?
উত্তর:
বিভবপ্রভেদের ব্যাবহারিক একক volt (V)।
প্রশ্ন:৪
কী কী বিষয় অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীতে ওহমের সূত্র প্রযোজ্য হবে ?
উত্তর:
উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ, উপাদান অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীতে ওহমের সূত্র প্রযোজ্য হবে।
প্রশ্ন:৫
রোধের ব্যাবহারিক একক কী ?
উত্তর:
রোধের ব্যাবহারিক একক ohm (Ω)।
প্রশ্ন:৬
একটি সংকেত দ্বারা ওহমের সূত্র প্রকাশ করো।
উত্তর:
কোনো পরিবাহীর দুই প্রান্তে বিভবপ্রভেদ V, পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহমাত্রা I এবং পরিবাহীর রোধ R হলে, V=IR। এটি ওহমের সূত্রের সংকেত।
প্রশ্ন:৭
তড়িৎকোশের মধ্যে কোথায় তড়িৎচালক বল উৎপন্ন হয় ?
উত্তর:
কোশের তড়িৎচালক বল কোশের তড়িদ্দ্বার দুটি এবং সক্রিয় তরলের স্পৰ্শতলে উৎপন্ন হয়।
প্রশ্ন:৮
তড়িৎচালক বলের একক কী ?
উত্তর:
তড়িৎচালক বলের একক volt (V)।
প্রশ্ন:৯
1 Ω কাকে বলে ?
উত্তর:
কোনো পরিবাহীর দুই প্রান্তে 1 V বিভবপ্রভেদ প্রয়োগ করলে যদি পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎপ্রবাহমাত্রা 1 A হয়, তবে ওই পরিবাহীর রোধকে 1 Ω বলে।
প্রশ্ন:১০
1 V কাকে বলে ?
উত্তর:
কোনো পরিবাহীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে 1 C তড়িৎ পাঠাতে যদি 1 J কার্য করতে হয়, তবে ওই পরিবাহীর বিভবপ্রভেদকে 1 V বলে।
Comments
Post a Comment