ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
পদার্থবিদ্যা (তাপ, প্রবাহী তড়িৎ ও তড়িৎচুম্বকত্ব, আধুনিক পদার্থবিদ্যা)
প্রশ্ন:১
1 A কাকে বলে ?
উত্তর:
কোনো পরিবাহীর যে-কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে 1 C তড়িৎ প্রবাহিত হলে ওই প্রবাহমাত্রাকে 1 A বলে।
প্রশ্ন:২
কোশের তড়িৎচালক বলের মান কোশের আকৃতির ওপর নির্ভর করে কি ?
উত্তর:
কোশের তড়িৎচালক বলের মান কোশের আকৃতির ওপর নির্ভর করে না।
প্রশ্ন:৩
বিভবপ্রভেদের ব্যাবহারিক একক কী ?
উত্তর:
বিভবপ্রভেদের ব্যাবহারিক একক volt (V)।
প্রশ্ন:৪
কী কী বিষয় অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীতে ওহমের সূত্র প্রযোজ্য হবে ?
উত্তর:
উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ, উপাদান অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীতে ওহমের সূত্র প্রযোজ্য হবে।
প্রশ্ন:৫
রোধের ব্যাবহারিক একক কী ?
উত্তর:
রোধের ব্যাবহারিক একক ohm (Ω)।
প্রশ্ন:৬
একটি সংকেত দ্বারা ওহমের সূত্র প্রকাশ করো।
উত্তর:
কোনো পরিবাহীর দুই প্রান্তে বিভবপ্রভেদ V, পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহমাত্রা I এবং পরিবাহীর রোধ R হলে, V=IR। এটি ওহমের সূত্রের সংকেত।
প্রশ্ন:৭
তড়িৎকোশের মধ্যে কোথায় তড়িৎচালক বল উৎপন্ন হয় ?
উত্তর:
কোশের তড়িৎচালক বল কোশের তড়িদ্দ্বার দুটি এবং সক্রিয় তরলের স্পৰ্শতলে উৎপন্ন হয়।
প্রশ্ন:৮
তড়িৎচালক বলের একক কী ?
উত্তর:
তড়িৎচালক বলের একক volt (V)।
প্রশ্ন:৯
1 Ω কাকে বলে ?
উত্তর:
কোনো পরিবাহীর দুই প্রান্তে 1 V বিভবপ্রভেদ প্রয়োগ করলে যদি পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎপ্রবাহমাত্রা 1 A হয়, তবে ওই পরিবাহীর রোধকে 1 Ω বলে।
প্রশ্ন:১০
1 V কাকে বলে ?
উত্তর:
কোনো পরিবাহীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে 1 C তড়িৎ পাঠাতে যদি 1 J কার্য করতে হয়, তবে ওই পরিবাহীর বিভবপ্রভেদকে 1 V বলে।
Comments
Post a Comment