পদার্থবিদ্যা (তাপ, প্রবাহী তড়িৎ ও তড়িৎচুম্বকত্ব, আধুনিক পদার্থবিদ্যা)
প্রশ্ন:১
‘সিসার আপেক্ষিক তাপ 0.03’–এর অর্থ কী ?
উত্তর:
একক ভরের সিসার এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে 0.03 একক তাপ লাগবে। অথবা 1g সিসার উষ্ণতা 1°C বৃদ্ধি করতে 0.03 cal তাপ লাগবে।
প্রশ্ন:২
কোনো বস্তুর জলসম 20g বলতে কী বোঝ ?
উত্তর:
কোনো বস্তুর জলসম 20g–এর অর্থ ওই বস্তুর 1°C উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেই পরিমাণ তাপ 20g জলের উষ্ণতা 1°C বৃদ্ধি করতে পারে।
প্রশ্ন:৩
একই উষ্ণতায় 1g লোহা এবং 1g তামা কি একই পরিমাণ তাপ ধারণ করে ? ব্যাখ্যা করো।
উত্তর:
একই পরিমাণ তাপ ধারণ করে না। লোহা ও তামার আপেক্ষিক তাপের মান ভিন্ন হওয়ার জন্য এরূপ হয়।
প্রশ্ন:৪
ক্যালোরিমিতির নীতি কখন প্রযোজ্য হয় না ?
উত্তর:
(i) যে দুটি বস্তুর মধ্যে তাপের আদানপ্রদান হয়, তাদের থেকে তাপ যদি বাইরে চলে যায় অথবা বস্তু দুটিতে বাইরে থেকে তাপ আসে, তাহলে ক্যালোরিমিতির নীতি প্রযোজ্য হবে না।
(ii) বস্তুগুলির মধ্যে কোনোরূপ রাসায়নিক বিক্রিয়া ঘটলেও এই নীতি প্রযোজ্য হবে না।
প্রশ্ন:৫
তাপ যদি কারণ হয় তাহলে তাপমাত্রা তার কী হবে?
উত্তর:
তাপ যদি কারণ হয় তাহলে তাপমাত্রা তার ফল হবে।
প্রশ্ন:৬
একটি বস্তুর জলসম 20 g। বস্তুটির তাপগ্রাহিতা কত ?
উত্তর:
বস্তুটির জলসম 20 g হলে ওই বস্তুর তাপগ্রাহিতা হবে 20 cal।
প্রশ্ন:৭
বিশুদ্ধ জলের আপেক্ষিক তাপ কত ?
উত্তর:
বিশুদ্ধ জলের আপেক্ষিক তাপ CGS পদ্ধতিতে 1 cal.g-¹. °C-¹এবং SI পদ্ধতিতে 4200 J.kg-¹. K-¹।
প্রশ্ন:৮
কোনো বস্তুর তাপগ্রাহিতা 100 cal.°C-¹ হলে ওই বস্তুর জলসম কত ?
উত্তর:
কোনো বস্তুর তাপগ্রাহিতা 100 cal হলে ওই বস্তুর জলসম হবে 100 g।
প্রশ্ন:৯
একক ভরের বস্তুর তাপগ্রাহিতা কোন্ রাশির সমতুল্য ?
উত্তর:
একক ভরের বস্তুর তাপগ্রাহিতা বস্তুর আপেক্ষিক তাপের সমান।
প্রশ্ন:১০
সাধারণত তরল পদার্থের আপেক্ষিক তাপের চেয়ে কঠিন পদার্থের আপেক্ষিক তাপ বেশি, না কম ?
উত্তর:
সাধারণত তরল পদার্থের আপেক্ষিক তাপের চেয়ে কঠিন পদার্থের আপেক্ষিক তাপ কম।
Comments
Post a Comment