নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
[VSQ] পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয়(পরমাণুর গঠন, গ্যাসের ধর্ম, অ্যাভোগাড্রোর সূত্র) সেট–৮
পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয়
প্রশ্ন:১
56g নাইট্রোজেন=কত g.mol নাইট্রোজেন ?
56g নাইট্রোজেন=কত g.mol নাইট্রোজেন ?
উত্তর:
আমরা জানি, 28 g N2=1 g.mol N2
∴ 56g নাইট্রোজেন= 2 g.mol নাইট্রোজেন।
আমরা জানি, 28 g N2=1 g.mol N2
∴ 56g নাইট্রোজেন= 2 g.mol নাইট্রোজেন।
প্রশ্ন:২
12g কার্বনে পরমাণুর সংখ্যা কত ?
12g কার্বনে পরমাণুর সংখ্যা কত ?
উত্তর:
কার্বনের পারমাণবিক গুরুত্ব 12।
∴ 12g কার্বনে পরমাণুর সংখ্যা 6.023×10²³।
কার্বনের পারমাণবিক গুরুত্ব 12।
∴ 12g কার্বনে পরমাণুর সংখ্যা 6.023×10²³।
প্রশ্ন:৩
4 mol অ্যামোনিয়া বলতে কত ওজনের অ্যামোনিয়াকে বোঝায় ?
4 mol অ্যামোনিয়া বলতে কত ওজনের অ্যামোনিয়াকে বোঝায় ?
উত্তর:
অ্যামোনিয়ার আণবিক গুরুত্ব=17
অর্থাৎ 1 mol অ্যামোনিয়ার ওজন=17g।
∴ 4 mol অ্যামোনিয়ার ওজন=17×4 = 68g।
অ্যামোনিয়ার আণবিক গুরুত্ব=17
অর্থাৎ 1 mol অ্যামোনিয়ার ওজন=17g।
∴ 4 mol অ্যামোনিয়ার ওজন=17×4 = 68g।
প্রশ্ন:৪
2g হাইড্রোজেনে অণুর সংখ্যা কত ?
2g হাইড্রোজেনে অণুর সংখ্যা কত ?
উত্তর:
হাইড্রোজেনের আণবিক গুরুত্ব 2।
∴ 2g হাইড্রোজেনে অণুর সংখ্যা 6.023×10²³।
হাইড্রোজেনের আণবিক গুরুত্ব 2।
∴ 2g হাইড্রোজেনে অণুর সংখ্যা 6.023×10²³।
প্রশ্ন:৫
6.023×10²³ সংখ্যক অ্যামোনিয়া অণুর ভর কত ?
6.023×10²³ সংখ্যক অ্যামোনিয়া অণুর ভর কত ?
উত্তর:
6.023×10²³ সংখ্যক অণু থাকে 1 mol NH3-তে।
আবার, 1 mol অ্যামোনিয়া=17g অ্যামোনিয়া
∴ 6.023×10²³ সংখ্যক NH3 অণুর ভর 17 g।
আবার, 1 mol অ্যামোনিয়া=17g অ্যামোনিয়া
∴ 6.023×10²³ সংখ্যক NH3 অণুর ভর 17 g।
প্রশ্ন:৬
কত গ্রাম অক্সিজেনে 6.023×10²³ সংখ্যক অণু আছে ? এই সংখ্যাকে কী বলে ?
কত গ্রাম অক্সিজেনে 6.023×10²³ সংখ্যক অণু আছে ? এই সংখ্যাকে কী বলে ?
উত্তর:
32g অক্সিজেনে 6.023×10²³ সংখ্যক অণু আছে। এই সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে।
প্রশ্ন:৭
64g O2 বলতে কত mol অক্সিজেন বোঝায় ?
64g O2 বলতে কত mol অক্সিজেন বোঝায় ?
উত্তর:
32g অক্সিজেন=1 mol অক্সিজেন
∴ 64g অক্সিজেন=2 mol অক্সিজেন।
∴ 64g অক্সিজেন=2 mol অক্সিজেন।
প্রশ্ন:৮
NTP তে 44.8 L CO2-এর ওজন কত ?
NTP তে 44.8 L CO2-এর ওজন কত ?
উত্তর:
আমরা জানি, NTP-তে 22.4 L CO2-এর ওজন=44 g।
∴ NTP-তে 44.8 L CO2-এর ওজন= 44x44.8 / 22.4=88g।
∴ NTP-তে 44.8 L CO2-এর ওজন= 44x44.8 / 22.4=88g।
প্রশ্ন:৯
NTP-তে 1 g.mol পরিমাণ যে-কোনো গ্যাসের আয়তন কত ?
NTP-তে 1 g.mol পরিমাণ যে-কোনো গ্যাসের আয়তন কত ?
উত্তর:
NTP-তে 1 g.mol পরিমাণ যে-কোনো গ্যাসের আয়তন 22.4 L।
প্রশ্ন:১০
1 g.atom ক্লোরিন বলতে কত ওজনের ক্লোরিনকে বোঝায় ?
1 g.atom ক্লোরিন বলতে কত ওজনের ক্লোরিনকে বোঝায় ?
উত্তর:
ক্লোরিনের পারমাণবিক গুরুত্ব 35.5। অতএব, 1 g.atom ক্লোরিন বলতে 35.5 g ক্লোরিন বোঝায়।
Comments
Post a Comment