পদার্থবিদ্যা (তাপ, প্রবাহী তড়িৎ ও তড়িৎচুম্বকত্ব, আধুনিক পদার্থবিদ্যা)
প্রশ্ন:১
কোনো তড়িৎ বর্তনীতে প্রবাহমাত্রা বাড়াতে বা কমাতে কোন যন্ত্র ব্যবহার করা হয় ?
উত্তর:
তড়িৎ বর্তনীতে প্রবাহমাত্রা বাড়াতে বা কমাতে রিওস্ট্যাট নামক যন্ত্র ব্যবহার করা হয়।
প্রশ্ন:২
রোধাঙ্ক কি পরিবাহীর দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ওপর নির্ভর করে ?
উত্তর:
রোধাঙ্ক পরিবাহীর দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ওপর নির্ভর করে না।
প্রশ্ন:৩
ভোল্টমিটার দিয়ে কী মাপা হয় ?
উত্তর:
ভোল্টমিটারের সাহায্যে তড়িৎ বর্তনীর যে-কোনো দুটি বিন্দুর মধ্যে বিভবপ্রভেদ মাপা হয়।
প্রশ্ন:৪
এমন একটি পদার্থের নাম লেখো যার উষ্ণতা বাড়লে রোধ কমে।
উত্তর:
উষ্ণতা বৃদ্ধিতে কার্বনের রোধ কমে।
প্রশ্ন:৫
একটি আদর্শ অ্যামিটারের রোধ কীরূপ হওয়া উচিত ?
উত্তর:
একটি আদর্শ অ্যামিটারের রোধ শূন্য হওয়া উচিত।
প্রশ্ন:৬
সমান প্রস্থচ্ছেদের একটি ছোটো ও একটি বড়ো তামার তারে একই বিভবপ্রভেদ যুক্ত করা হলে কোন্ তারে প্রবাহ বেশি হবে এবং কেন ?
উত্তর:
সমান প্রস্থচ্ছেদের একটি ছোটো ও একটি বড়ো তামার তারের মধ্যে ছোটো তারটির রোধ কম হওয়ায় (রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক) তার মধ্য দিয়ে বেশি তড়িৎপ্রবাহ যাবে।
প্রশ্ন:৭
রোধাঙ্কের মান কী কী বিষয়ের ওপর নির্ভর করে ?
উত্তর:
রোধাঙ্কের মান পরিবাহীর উপাদান ও উষ্ণতার ওপর নির্ভর করে।
প্রশ্ন:৮
প্রবাহমাত্রা মাপা হয় কোন্ যন্ত্রের সাহায্যে ?
উত্তর:
অ্যামিটারের সাহায্যে প্রবাহমাত্রা মাপা হয়।
প্রশ্ন:৯
রোধাঙ্কের একক কী ?
উত্তর:
রোধাঙ্কের CGS একক Ω.cm এবং SI একক Ω.m।
প্রশ্ন:১০
একটি আদর্শ ভোল্টমিটারের রোধ কীরূপ হওয়া ?
উত্তর:
একটি আদর্শ ভোল্টমিটারের রোধ অসীম মানের হওয়া উচিত।
Comments
Post a Comment