ইতিহাসের উপাদান বলতে কী বোঝো? প্রত্নতাত্ত্বিক উপাদান কী? প্রাচীন ভারতের ইতিহাস রচনায় লিপির গুরুত্ব আলোচনা করো। ১. ইতিহাসের উপাদান (Definition of Historical Sources) অতীতের কোনো ঘটনা বা বিষয় সম্পর্কে সঠিক তথ্য বা প্রমাণ যেসব উৎস থেকে পাওয়া যায়, তাদের ইতিহাসের উপাদান বলা হয়। ঐতিহাসিকরা যেসব সাক্ষ্য-প্রমাণের ওপর ভিত্তি করে এবং যুক্তিনিষ্ঠ বিচার-বিশ্লেষণ করে ইতিহাস রচনা করেন, সেই ভিত্তিগুলিই হলো উপাদান। ২. প্রত্নতাত্ত্বিক উপাদান (Archaeological Sources) প্রাচীন মানুষের ব্যবহৃত দ্রব্যাদি, ধ্বংসাবশেষ বা মাটির নিচে চাপা পড়ে থাকা যেসব নিদর্শনের বিজ্ঞানসম্মত খননকার্যের ফলে প্রাপ্ত তথ্যাদি ইতিহাস রচনায় সাহায্য করে, তাদের প্রত্নতাত্ত্বিক উপাদান বলা হয়। উদাহরণ: (ক) লিপি বা লেখ, (খ) মুদ্রা, (গ) স্থাপত্য ও ভাস্কর্য, (ঘ) ধ্বংসাবশেষ (যেমন—হরপ্পা, মহেঞ্জোদারো)। ৩. প্রাচীন ভারতের ইতিহাস রচনায় লিপির গুরুত্ব প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির মধ্যে লিপি বা লেখ (Inscriptions) হলো...
পদার্থবিদ্যা (তাপ, প্রবাহী তড়িৎ ও তড়িৎচুম্বকত্ব, আধুনিক পদার্থবিদ্যা)
প্রশ্ন:১
সেলসিয়াস স্কেলে মানবদেহের স্বাভাবিক উষ্ণতা কত ?
উত্তর:
মানবদেহের স্বাভাবিক উষ্ণতা 36.9°C।
প্রশ্ন:২
পরম স্কেলে 27°C-এর পাঠ কত হবে ?
উত্তর:
পরম স্কেলে উষ্ণতার পাঠ=(273+27)=300K।
প্রশ্ন:৩
SI-তে তাপমাত্রার একক কী ?
উত্তর:
SI-তে তাপমাত্রার একক kelvin (K)।
প্রশ্ন:৪
কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ কী কী বিষয়ের ওপর নির্ভর করে ?
উত্তর:
কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ—(i) বস্তুর ভর, (ii) বস্তুর উপাদান ও (iii) বস্তুর উষ্ণতার ওপর নির্ভর করে।
প্রশ্ন:৫
ডাক্তারি থার্মোমিটারে উষ্ণতার মাপ সাধারণত কোন্ স্কেলে থাকে ?
উত্তর:
ডাক্তারি থার্মোমিটারে উষ্ণতার মাপের জন্য সাধারণত ফারেনহাইট স্কেল থাকে। তবে বর্তমানে ডাক্তারি থার্মোমিটারে সেলসিয়াস স্কেলও চালু হয়েছে।
প্রশ্ন:৬
তাপের SI এককের সঙ্গে cal-এর সম্পর্ক কী ?
উত্তর:
তাপের SI একক J; 1 cal=4.2 J।
প্রশ্ন:৭
সেলসিয়াস স্কেলের উষ্ণতার পাঠের সঙ্গে কেলভিন স্কেলের উষ্ণতার পাঠের কী সম্পর্ক ?
উত্তর:
কেলভিন স্কেলে কোনো উষ্ণতার পাঠ T K এবং সেলসিয়াস স্কেলে t° C হলে, T K = 273+t°C।
প্রশ্ন:৮
পারদ থার্মোমিটারের উষ্ণতামাপক ধর্ম কী ?
উত্তর:
পারদ থার্মোমিটারের উষ্ণতামাপক ধর্ম হল তাপমাত্রা বৃদ্ধিতে পারদের আয়তন প্রসারণ।
প্রশ্ন:৯
মানবদেহের স্বাভাবিক উষ্ণতা কত ?
উত্তর:
মানবদেহের স্বাভাবিক উষ্ণতা 98.4° F।
প্রশ্ন:১০
কোন্ উষ্ণতায় সেন্টিগ্রেড এবং ফারেনহাইট স্কেলের পাঠ একই হবে ?
উত্তর:
–40° উষ্ণতায় সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলের পাঠ একই হবে।
✸✸✸
✸✸✸
Comments
Post a Comment