বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো: (প্রতিটি প্রশ্নের মান-1) UNIT 1. পরিবেশের জন্য ভাবনা 1.1 ভৌতবিজ্ঞান ও পরিবেশ Q1. গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন্ গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? (মাধ্যমিক ২০১৮) (a) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (b) CH4 (মিথেন) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) H₂O বাম্প। Q 2. প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? (মাধ্যমিক ২০২০) (a) NO (নাইট্রোজেন মনোক্সাইড) (b) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) CFC (ক্লোরোফ্লুরোকার্বন)
পদার্থবিদ্যা (তাপ, প্রবাহী তড়িৎ ও তড়িৎচুম্বকত্ব, আধুনিক পদার্থবিদ্যা)
প্রশ্ন:১
সেলসিয়াস স্কেলে মানবদেহের স্বাভাবিক উষ্ণতা কত ?
উত্তর:
মানবদেহের স্বাভাবিক উষ্ণতা 36.9°C।
প্রশ্ন:২
পরম স্কেলে 27°C-এর পাঠ কত হবে ?
উত্তর:
পরম স্কেলে উষ্ণতার পাঠ=(273+27)=300K।
প্রশ্ন:৩
SI-তে তাপমাত্রার একক কী ?
উত্তর:
SI-তে তাপমাত্রার একক kelvin (K)।
প্রশ্ন:৪
কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ কী কী বিষয়ের ওপর নির্ভর করে ?
উত্তর:
কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ—(i) বস্তুর ভর, (ii) বস্তুর উপাদান ও (iii) বস্তুর উষ্ণতার ওপর নির্ভর করে।
প্রশ্ন:৫
ডাক্তারি থার্মোমিটারে উষ্ণতার মাপ সাধারণত কোন্ স্কেলে থাকে ?
উত্তর:
ডাক্তারি থার্মোমিটারে উষ্ণতার মাপের জন্য সাধারণত ফারেনহাইট স্কেল থাকে। তবে বর্তমানে ডাক্তারি থার্মোমিটারে সেলসিয়াস স্কেলও চালু হয়েছে।
প্রশ্ন:৬
তাপের SI এককের সঙ্গে cal-এর সম্পর্ক কী ?
উত্তর:
তাপের SI একক J; 1 cal=4.2 J।
প্রশ্ন:৭
সেলসিয়াস স্কেলের উষ্ণতার পাঠের সঙ্গে কেলভিন স্কেলের উষ্ণতার পাঠের কী সম্পর্ক ?
উত্তর:
কেলভিন স্কেলে কোনো উষ্ণতার পাঠ T K এবং সেলসিয়াস স্কেলে t° C হলে, T K = 273+t°C।
প্রশ্ন:৮
পারদ থার্মোমিটারের উষ্ণতামাপক ধর্ম কী ?
উত্তর:
পারদ থার্মোমিটারের উষ্ণতামাপক ধর্ম হল তাপমাত্রা বৃদ্ধিতে পারদের আয়তন প্রসারণ।
প্রশ্ন:৯
মানবদেহের স্বাভাবিক উষ্ণতা কত ?
উত্তর:
মানবদেহের স্বাভাবিক উষ্ণতা 98.4° F।
প্রশ্ন:১০
কোন্ উষ্ণতায় সেন্টিগ্রেড এবং ফারেনহাইট স্কেলের পাঠ একই হবে ?
উত্তর:
–40° উষ্ণতায় সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলের পাঠ একই হবে।
✸✸✸
✸✸✸
Comments
Post a Comment