দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
পদার্থবিদ্যা (তাপ, প্রবাহী তড়িৎ ও তড়িৎচুম্বকত্ব, আধুনিক পদার্থবিদ্যা)
প্রশ্ন:১
বস্তুতে তাপ প্রয়োগের ফলে বৈদ্যুতিক শক্তি সৃষ্টি করা যায় কি ?
উত্তর:
দুটি ভিন্ন ধাতুর তারের দু-প্রান্ত জোড়া লাগিয়ে দু-প্রান্তে উন্নতার ব্যবধান সৃষ্টি করলে তার যুগ্মের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয়।
প্রশ্ন:২
নিউক্লীয় সংযোজন ও বিভাজন—উভয় প্রক্রিয়ায় শক্তি উৎপাদিত হয় যে সূত্র অনুসারে, সেটির আবিষ্কারকের নামসহ সূত্রটি উল্লেখ করো।
উত্তর:
নিউক্লিয় বিভাজন ও সংযোজন উভয় প্রক্রিয়ায় শক্তি উৎপাদিত হয় ভরের ঘাটতির ফলে। বিজ্ঞানী আইনস্টাইনের ভর-শক্তির তুল্যতা নীতি E=mc² সূত্রানুসারে উৎপাদিত হয়। এখানে, m=ঘাটতি ভরের পরিমাণ এবং c=আলোর বেগ।
প্রশ্ন:৩
ধাতবপৃষ্ঠ থেকে বেরিয়ে আসার জন্য একটি ইলেকট্রনের যে ন্যূনতম শক্তির প্রয়োজন তাকে ওই ধাতুর কী বলা হয় ?
উত্তর:
কার্য-অপেক্ষক।
প্রশ্ন:৪
ডায়োড প্লেট কী থেকে নির্গত ইলেকট্রন গ্রহণ করে?
উত্তর:
ডায়োড প্লেট ক্যাথোড থেকে নির্গত ইলেকট্রন গ্রহণ করে।
প্রশ্ন:৫
নিউক্লিয় বিভাজনের ফলে উৎপন্ন শক্তিকে মানবকল্যাণে কাজে লাগাতে সাহায্য করছে যে যন্ত্রটি তার নাম কী ?
উত্তর:
যন্ত্রটির নাম নিউক্লিয়ার রি-অ্যাকটর বা পারমাণবিক চুল্লি।
প্রশ্ন:৬
বস্তুর জলসম=?
উত্তর:
বস্তুর জলসম=ভর×আপেক্ষিক তাপ।
প্রশ্ন:৭
1 cal তাপ উৎপন্ন করতে কী পরিমাণ কার্য সম্পন্ন করতে হবে ?
উত্তর:
1 cal তাপ উৎপন্ন করতে 4.2×10⁷ erg বা 4.2 J কার্য সম্পন্ন করতে হবে।
প্রশ্ন:৮
সূর্য ও নক্ষত্রের অভ্যন্তরে কী ধরনের নিউক্লীয় বিক্রিয়া ঘটছে ?
উত্তর:
সূর্য ও নক্ষত্রের অভ্যন্তরে নিউক্লীয় সংযোজন প্রক্রিয়া ঘটছে।
প্রশ্ন:৯
ক্যালোরিমিটারের সাহায্যে কী পরিমাপ করা যায় ?
উত্তর:
ক্যালোরিমিটারের সাহায্যে বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ পরিমাপ করা যায়।
প্রশ্ন:১০
তাপ প্রয়োগে ধাতব পদার্থ থেকে নিঃসৃত ইলেকট্রনগুলিকে বলা কী হয় ?
উত্তর:
তাপীয় আয়ন।
Comments
Post a Comment