নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
পদার্থবিদ্যা (তাপ, প্রবাহী তড়িৎ ও তড়িৎচুম্বকত্ব, আধুনিক পদার্থবিদ্যা)
প্রশ্ন:১
বস্তুতে তাপ প্রয়োগের ফলে বৈদ্যুতিক শক্তি সৃষ্টি করা যায় কি ?
উত্তর:
দুটি ভিন্ন ধাতুর তারের দু-প্রান্ত জোড়া লাগিয়ে দু-প্রান্তে উন্নতার ব্যবধান সৃষ্টি করলে তার যুগ্মের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয়।
প্রশ্ন:২
নিউক্লীয় সংযোজন ও বিভাজন—উভয় প্রক্রিয়ায় শক্তি উৎপাদিত হয় যে সূত্র অনুসারে, সেটির আবিষ্কারকের নামসহ সূত্রটি উল্লেখ করো।
উত্তর:
নিউক্লিয় বিভাজন ও সংযোজন উভয় প্রক্রিয়ায় শক্তি উৎপাদিত হয় ভরের ঘাটতির ফলে। বিজ্ঞানী আইনস্টাইনের ভর-শক্তির তুল্যতা নীতি E=mc² সূত্রানুসারে উৎপাদিত হয়। এখানে, m=ঘাটতি ভরের পরিমাণ এবং c=আলোর বেগ।
প্রশ্ন:৩
ধাতবপৃষ্ঠ থেকে বেরিয়ে আসার জন্য একটি ইলেকট্রনের যে ন্যূনতম শক্তির প্রয়োজন তাকে ওই ধাতুর কী বলা হয় ?
উত্তর:
কার্য-অপেক্ষক।
প্রশ্ন:৪
ডায়োড প্লেট কী থেকে নির্গত ইলেকট্রন গ্রহণ করে?
উত্তর:
ডায়োড প্লেট ক্যাথোড থেকে নির্গত ইলেকট্রন গ্রহণ করে।
প্রশ্ন:৫
নিউক্লিয় বিভাজনের ফলে উৎপন্ন শক্তিকে মানবকল্যাণে কাজে লাগাতে সাহায্য করছে যে যন্ত্রটি তার নাম কী ?
উত্তর:
যন্ত্রটির নাম নিউক্লিয়ার রি-অ্যাকটর বা পারমাণবিক চুল্লি।
প্রশ্ন:৬
বস্তুর জলসম=?
উত্তর:
বস্তুর জলসম=ভর×আপেক্ষিক তাপ।
প্রশ্ন:৭
1 cal তাপ উৎপন্ন করতে কী পরিমাণ কার্য সম্পন্ন করতে হবে ?
উত্তর:
1 cal তাপ উৎপন্ন করতে 4.2×10⁷ erg বা 4.2 J কার্য সম্পন্ন করতে হবে।
প্রশ্ন:৮
সূর্য ও নক্ষত্রের অভ্যন্তরে কী ধরনের নিউক্লীয় বিক্রিয়া ঘটছে ?
উত্তর:
সূর্য ও নক্ষত্রের অভ্যন্তরে নিউক্লীয় সংযোজন প্রক্রিয়া ঘটছে।
প্রশ্ন:৯
ক্যালোরিমিটারের সাহায্যে কী পরিমাপ করা যায় ?
উত্তর:
ক্যালোরিমিটারের সাহায্যে বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ পরিমাপ করা যায়।
প্রশ্ন:১০
তাপ প্রয়োগে ধাতব পদার্থ থেকে নিঃসৃত ইলেকট্রনগুলিকে বলা কী হয় ?
উত্তর:
তাপীয় আয়ন।
Comments
Post a Comment