ইতিহাসের উপাদান বলতে কী বোঝো? ইতিহাসের উপাদানগুলির শ্রেণিবিভাগ করো। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব বিস্তারিত আলোচনা করো। ১. ইতিহাসের উপাদান ইতিহাস হলো মানব সভ্যতার অগ্রগতির ধারাবাহিক বিবরণ। কিন্তু এই বিবরণ কল্পনাপ্রসূত নয়; এটি নির্ভর করে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণের ওপর। যে সমস্ত উৎস, সাক্ষ্য বা প্রমাণের ওপর ভিত্তি করে ঐতিহাসিকরা অতীত দিনের ঘটনাবলী পুনর্গঠন করেন, তাকেই 'ইতিহাসের উপাদান' (Sources of History) বলা হয়। উপাদান ছাড়া ইতিহাস রচনা করা অন্ধকারে ঢিল ছোঁড়ার শামিল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ বা আর. সি. মজুমদার সকলেই একমত যে, প্রাচীন ভারতের ইতিহাসের ক্ষেত্রে উপাদানের গুরুত্ব অপরিসীম। ২. ইতিহাসের উপাদানের শ্রেণিবিভাগ (Classification of Historical Sources) ইতিহাসের উপাদানগুলিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়— (ক) সাহিত্যিক উপাদান এবং (খ) প্রত্নতাত্ত্বিক উপাদান। তবে আধুনিক যুগে এর সাথে আরও কিছু বিষয় যুক্ত হয়েছে। নিচে এর বিস্তারিত দেওয়া হলো: ক) সাহিত্যিক উপাদান (Literary Sources):...
পদার্থবিদ্যা (তাপ, প্রবাহী তড়িৎ ও তড়িৎচুম্বকত্ব, আধুনিক পদার্থবিদ্যা)
প্রশ্ন:১
বস্তুতে তাপ প্রয়োগের ফলে বৈদ্যুতিক শক্তি সৃষ্টি করা যায় কি ?
উত্তর:
দুটি ভিন্ন ধাতুর তারের দু-প্রান্ত জোড়া লাগিয়ে দু-প্রান্তে উন্নতার ব্যবধান সৃষ্টি করলে তার যুগ্মের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয়।
প্রশ্ন:২
নিউক্লীয় সংযোজন ও বিভাজন—উভয় প্রক্রিয়ায় শক্তি উৎপাদিত হয় যে সূত্র অনুসারে, সেটির আবিষ্কারকের নামসহ সূত্রটি উল্লেখ করো।
উত্তর:
নিউক্লিয় বিভাজন ও সংযোজন উভয় প্রক্রিয়ায় শক্তি উৎপাদিত হয় ভরের ঘাটতির ফলে। বিজ্ঞানী আইনস্টাইনের ভর-শক্তির তুল্যতা নীতি E=mc² সূত্রানুসারে উৎপাদিত হয়। এখানে, m=ঘাটতি ভরের পরিমাণ এবং c=আলোর বেগ।
প্রশ্ন:৩
ধাতবপৃষ্ঠ থেকে বেরিয়ে আসার জন্য একটি ইলেকট্রনের যে ন্যূনতম শক্তির প্রয়োজন তাকে ওই ধাতুর কী বলা হয় ?
উত্তর:
কার্য-অপেক্ষক।
প্রশ্ন:৪
ডায়োড প্লেট কী থেকে নির্গত ইলেকট্রন গ্রহণ করে?
উত্তর:
ডায়োড প্লেট ক্যাথোড থেকে নির্গত ইলেকট্রন গ্রহণ করে।
প্রশ্ন:৫
নিউক্লিয় বিভাজনের ফলে উৎপন্ন শক্তিকে মানবকল্যাণে কাজে লাগাতে সাহায্য করছে যে যন্ত্রটি তার নাম কী ?
উত্তর:
যন্ত্রটির নাম নিউক্লিয়ার রি-অ্যাকটর বা পারমাণবিক চুল্লি।
প্রশ্ন:৬
বস্তুর জলসম=?
উত্তর:
বস্তুর জলসম=ভর×আপেক্ষিক তাপ।
প্রশ্ন:৭
1 cal তাপ উৎপন্ন করতে কী পরিমাণ কার্য সম্পন্ন করতে হবে ?
উত্তর:
1 cal তাপ উৎপন্ন করতে 4.2×10⁷ erg বা 4.2 J কার্য সম্পন্ন করতে হবে।
প্রশ্ন:৮
সূর্য ও নক্ষত্রের অভ্যন্তরে কী ধরনের নিউক্লীয় বিক্রিয়া ঘটছে ?
উত্তর:
সূর্য ও নক্ষত্রের অভ্যন্তরে নিউক্লীয় সংযোজন প্রক্রিয়া ঘটছে।
প্রশ্ন:৯
ক্যালোরিমিটারের সাহায্যে কী পরিমাপ করা যায় ?
উত্তর:
ক্যালোরিমিটারের সাহায্যে বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ পরিমাপ করা যায়।
প্রশ্ন:১০
তাপ প্রয়োগে ধাতব পদার্থ থেকে নিঃসৃত ইলেকট্রনগুলিকে বলা কী হয় ?
উত্তর:
তাপীয় আয়ন।
Comments
Post a Comment