Skip to main content

Posts

প্রস্তুতি শুরু করা যাক [খুব তাড়াতাড়ি আসছে]

WBSSC WBPSC WBPRB WBCS

সাম্প্রতিক পোস্ট

ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers )

ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী?          যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়।  প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা-  (১) প্রাচীন প্রস্তরযুগ,  (২) মধ্য প্রস্তরযুগ,  (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ:   প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ:   মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ:   এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.

পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষা বোর্ডসমূহ [খুব তাড়াতাড়ি আসছে]

WBBPE WBBSE WBCHSE WBMSC

[WBCS Special VSQs] Biology।।কোশের গঠন এবং কাজ।।সেট-৮

কোশের গঠন এবং কাজ প্রশ্ন:১ কোশের কোন্ অঙ্গাণুকে প্রােটিন ফ্যাক্টরি বলে ? উত্তর:  রাইবােজোমকে। প্রশ্ন:২ ক্লোরােপ্লাস্টের কোথায় ক্লোরােফিল থাকে ? উত্তর:  গ্রানায়। প্রশ্ন:৩ কোশে যখন ভিন্ন প্রকারের দুটি নিউক্লিয়াস থাকে তখন তাকে কী বলে ? উত্তর:  হেটারােক্যারিয়ন বলে।

[WBCS Special VSQs] Biology।।কোশের গঠন এবং কাজ।।সেট-৭

কোশের গঠন এবং কাজ প্রশ্ন:১ কোশ বিভাজনের কোন্ দশায় ক্রোমােজোমগুলি বেমের বিষুব অঞলে অবস্থান করে ? উত্তর:  মেটাফেজ দশায়। প্রশ্ন:২ কোন্ উপদশায় ক্রোমােজোমগুলি ‘বােকে’ আকৃতি ধারণ করে ? উত্তর:  প্রথম প্রফেজের লেপ্টোটিন উপদশায়। প্রশ্ন:৩ কোশ বিভাজনের কোন্ দশায় নিউক্লিওলাস বিলুপ্ত হয় এবং কোন্ দশায় তা ফিরে আসে ? উত্তর:  অন্তিম প্রফেজ দশায় নিউক্লিওলাস বিলুপ্ত হয় এবং টেলােফেজ দশায় নিউক্লিওলাস পুনরায় ফিরে আসে।

[WBCS Special VSQs] Biology।।কোশের গঠন এবং কাজ।।সেট-৬

কোশের গঠন এবং কাজ প্রশ্ন:১ কোশের কোথায় প্রােটিন সংশ্লেষ হয় ? উত্তর:  রাইবােজোমে। প্রশ্ন:২ কোন্ উদ্ভিদকোশ খালি চোখে দেখা যায় ? উত্তর:  অ্যাসিটাবুলেরিয়া (Acetabularia)। প্রশ্ন:৩ কোশপর্দার তরল মােজাইক মডেল কে আবিষ্কার করেন ? উত্তর:  সিঙ্গার ও নিকলসন।

[WBCS Special VSQs] Biology।।কোশের গঠন এবং কাজ।।সেট-৫

কোশের গঠন এবং কাজ প্রশ্ন:১ DNA-র আণবিক গঠনের মডেলকে কী বলে ? উত্তর:  ডাবল হেলিক্স মডেল। প্রশ্ন:২ একটি যৌগিক ফ্যাটের উদাহরণ দাও। উত্তর:  ফসফোলিপিড। প্রশ্ন:৩ DNA-র তিনটি হাইড্রোজেন বন্ড কোথায় থাকে ? উত্তর:  গুয়ানিন ও সাইটোসিনের মধ্যে।

[WBCS Special VSQs] Biology।।কোশের গঠন এবং কাজ।।সেট-৪

কোশের গঠন এবং কাজ প্রশ্ন:১ কোন্ কোশে একাধিক নিউক্লিয়াস থাকে এবং কোন্ কোশে মােটেই থাকে না ? উত্তর:  ওপালিনা, রাইজোপাস-এ একাধিক নিউক্লিয়াস থাকে। মানুষের পরিণত RBC-তে নিউক্লিয়াস থাকে না। প্রশ্ন:২ সেন্ট্রোমিয়ার কোথায় থাকে ? উত্তর:  ক্রোমােজোমে। প্রশ্ন:৩ সাইটোপ্লাজমে দলবদ্ধ রাইবােজোম, এটিকে এক কথায় কী বলা হয় ? উত্তর:  পলিরাইবােজোম।

[WBCS Special VSQs] Biology।।কোশের গঠন এবং কাজ।।সেট-৩

কোশের গঠন এবং কাজ প্রশ্ন:১ স্টার্চ ও সেলুলােজের সম্পূর্ণ হাইড্রোলাইসিস হলে কী কী উৎপন্ন হয় ? উত্তর:  α-গ্লুকোজ, β-গ্লুকোজ। প্রশ্ন:২ DNA-র দ্বিতন্ত্রী মডেল কোন্ বিজ্ঞানীদ্বয়ের আবিষ্কার ? উত্তর:  বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক। প্রশ্ন:৩ নন্-জেনেটিক RNA কতপ্রকারের হয় ? উত্তর:  তিন প্রকার, যথা— mRNA, tRNA, rRNA।

[WBCS Special VSQs] Biology।।কোশের গঠন এবং কাজ।।সেট-২

কোশের গঠন এবং কাজ প্রশ্ন:১ কোশপ্রাচীরের তিনটি স্তর কী কী ? উত্তর:  মধ্য ল্যামেলা, মুখ্য প্রাচীর ও গৌণ প্রাচীর। প্রশ্ন:২ কোন্ প্লাস্টিড উদ্ভিদের বর্ণগঠনে অংশ নেয় ? উত্তর:  ক্রোমােপ্লাস্টিড। প্রশ্ন:৩ মাইটোকন্ড্রিয়া কে আবিষ্কার করেন ? উত্তর:  বেন্ডা (1897)।

[WBCS Special VSQs] Biology।।কোশের গঠন এবং কাজ।।সেট-১

কোশের গঠন এবং কাজ প্রশ্ন:১ মূত্রে সুগার (গ্লুকোজ) আছে তা কোন্ পরীক্ষার দ্বারা জানা সম্ভব ? উত্তর:  বেনেডিক্ট টেস্ট। প্রশ্ন:২ সুক্রোজের হাইড্রোলিসিস ঘটালে কী কী উৎপন্ন হবে ? উত্তর:  গ্লুকোজ ও ফ্রুক্টোজ। প্রশ্ন:৩ দুটি হাইড্রক্সি অ্যামাইনাে অ্যাসিডের উদাহরণ দাও। উত্তর:  খ্রিওনিন, হাইড্রক্সিপ্রোলিন।

[WBCS Special MCQs] Biology।।কোশের গঠন এবং কাজ।।সেট-১৪

কোশের গঠন এবং কাজ প্রশ্ন:১ ‘মিয়ােসিস’ শব্দটির প্রবক্তা কে ? (a) স্লেইডন ও সােয়ান (b) ফারমার ও মরু (c) ফ্লেমিং ও ভিরচাউ (d) কোনোটিই নয় উত্তর: B প্রশ্ন:২ বেমতন্তুর রাসায়নিক প্রকৃতি হল— (a) মাইক্রোটিবিউলিন (b) ম্যাক্রোটিবিউলিন (c) টিবিউলিন (d) ওপরের সবকটি উত্তর: C

[WBCS Special MCQs] Biology।।কোশের গঠন এবং কাজ।।সেট-১৩

কোশের গঠন এবং কাজ প্রশ্ন:১ নীচের কোনটি অসত্য ম্যাচিং ? (a) সিন্থেসিস বিক্রিয়া—অ্যানাবলিজম  (b) ডি অ্যামাইনেশন বিক্রিয়া—ক্যাটাবলিজম (c) হাইড্রোলাইসিস—অ্যানাবলিজম (d) নিরুদন বিক্রিয়া—সংশ্লেষ বিক্রিয়া উত্তর: C প্রশ্ন:২ কোলেস্টেরল নীচের কোন্ গ্রুপের অন্তর্গত ? (a) স্টেরয়েড (b) ফসফোলিপিড (c) নিউট্রাল ফ্যাট (d) মােম উত্তর: A