বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
![]() |
| www.solve.org.in |
দিন ০৭ এর অঙ্ক গুলির জন্য এখানে ক্লিক করুন।
প্রশ্ন ১
9545 থেকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
প্রশ্ন ২
768 এর ঠিক পরবর্তী পুর্নবর্গ সংখ্যা কোনটি?
প্রশ্ন ৩
4 এবং 16 এর মধ্য সমানুপাতি নির্ণয় করো।
প্রশ্ন ৪
তিনটি রাশির অনুপাত 3 : 4 : 7 হলে , রাশি তিনটির যোগফল ও শেষ রাশিটির অনুপাত নির্ণয় করো।
প্রশ্ন ৫
যদি x : y = 2 : 3, y : z = 4 : 3 হয়, তাহলে x : y : z = কত ?
প্রশ্ন ৬
একটি সিকি, একটি আধুলি এবং একটি টাকার মূল্যের মধ্যে ক্রমিক অনুপাত কত ?
প্রশ্ন ৭
রাম, শ্যাম ও যদুর মধ্যে 300 টাকা 5 : 3 : 7 অনুপাতে ভাগ করে দিলে কে কত পাবে ?
প্রশ্ন ৮
একটি ব্যাগে টাকা, 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 2 : 3 : 5 হলে তাদের মূল্যের অনুপাত কত ?
প্রশ্ন ৯
ক ও খ এর আয়ের অনুপাত 3 : 4 এবং ব্যয়ের অনুপাত 2 : 3 ; যদি ক ও খ প্রত্যেকে 120 টাকা সঞ্চয় করে, তবে তাদের প্রত্যেকের আয় কত?
প্রশ্ন ১০
A : B = 3 : 4 , B : C = 6 : 5 হলে A : C এর মান নির্ণয় করো।
দিন ০৯ এর অঙ্ক গুলির জন্য এখানে ক্লিক করুন

Comments
Post a Comment