ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
বাস্তব্যবিদ্যা ও পরিবেশ
প্রশ্ন:১
কার্বন চক্র কাকে বলে ?
উত্তর:
যে প্রক্রিয়ায় প্রকৃতির কার্বন ডাইঅক্সাইড গ্যাস রূপে পরিবেশ থেকে জীবদেহে এবং জীবদেহ থেকে পরিবেশে আবর্তিত হয়ে পরিবেশে কার্বনের সমতা বজায় রাখে, তাকে কার্বন চক্র বলে।
প্রশ্ন:২
ফসফরাস চক্র কাকে বলে ?
উত্তর:
যে পদ্ধতিতে ফসফরাস পরিবেশ থেকে জীবদেহে এবং জীবদেহ থেকে পরিবেশে আবর্তিত হয়ে পরিবেশে ফসফরাসের সমতা বজায় রাখে, তাকে ফসফরাস চক্র বলা হয়।
প্রশ্ন:৩
নাইট্রোজেন চক্র কাকে বলে ?
উত্তর:
যে পদ্ধতিতে বায়ুর নাইট্রোজেন মাটিতে এবং মাটির নাইট্রোজেন বায়ুতে আবর্তিত হয়ে পরিবেশে নাইট্রোজেনের সমতা বজায় রাখে, তাকে নাইট্রোজেন চক্র বলে।
প্রশ্ন:৪
বাস্তুতান্ত্রিক কর্মসাধন কী ?
উত্তর:
বাস্তুতন্ত্রের যেসকল উৎপাদিত দ্রব্যের প্রাকৃতিক নান্দনিক এবং অর্থনৈতিক মূল্য আছে, তাদের বাস্তুতান্ত্রিক কর্মসাধন বলা হয়।
প্রশ্ন:৫
পুষ্টিচক্র কাকে বলে ?
উত্তর:
যে বিশেষ চক্রাকার পথে পরিপোষকগুলি পরিবেশ থেকে উদ্ভিদদেহে, উদ্ভিদ দেহ থেকে প্রাণীদেহে এবং পুনরায় পরিবেশে ফিরে গিয়ে উপাদানগুলির সাম্যতা বজায় রাখে, তাকেই পুষ্টিচক্র বলে।
প্রশ্ন:৬
অ্যালোজেনিক পর্যায়ক্রম কাকে বলে ?
উত্তর:
বাহ্যিক পরিবেশের প্রভাবের ফলেই যখন একটি উদ্ভিদ সম্প্রদায় পরবর্তী উদ্ভিদ সম্প্রদায়ের দ্বারা প্রতিস্থাপিত হয়, তাকে অ্যালোজেনিক পর্যায়ক্রম বলে।
প্রশ্ন:৭
আবর্তন ভাণ্ডার কী ?
উত্তর:
যেসব রাসায়নিক বস্তু জীবদের প্রয়োজনীয় এবং সর্বদা জীবদেহ থেকে প্রকৃতির মধ্যে বিনিময়ের মাধ্যমে আবর্তিত হচ্ছে, তাদের আবর্তন ভাণ্ডার বলে।
প্রশ্ন:৮
উৎপাদন কী ?
উত্তর:
যেকোনো পুষ্টিস্তরে প্রতি একক এরিয়াতে প্রতি এককসময়ে জৈব পদার্থে বা বায়োমাসে যে শক্তি সংশ্লেষিত হয়, তার হারকে উৎপাদন বলে।
প্রশ্ন:৯
সালফার চক্র কী ?
উত্তর:
যে চক্রাকার পথে সালফার পরিবেশ থেকে জীবদেহে এবং জীবদেহ থেকে পরিবেশে চক্রাকার আবর্তনের মাধ্যমে পরিবেশে সালফারের সমতা বজায় রাখে, তাকে সালফার চক্র বলে।
প্রশ্ন:১০
অক্সিজেন চক্র কী ?
উত্তর:
যে চক্রাকার পদ্ধতিতে পরিবেশের অক্সিজেন দহন ও শ্বসনের জন্য ব্যবহৃত হয় এবং সালোকসংশ্লেষকালে অক্সিজেন উৎপন্ন হয়ে পরিবেশে অক্সিজেনের পরিমাণের সমতা বজায় রাখে, তাকেই অক্সিজেন চক্র বলা হয়।
Comments
Post a Comment