পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
জীববিদ্যা ও মানবকল্যান
প্রশ্ন:১
কলাপালন কী ?
উত্তর:
যে পদ্ধতিতে পরীক্ষাগারে কাচের পাত্রে উপযুক্ত পুষ্টিমাধ্যমে উদ্ভিদের অন্তরিত কোশ, কলা বা অঙ্গের বৃদ্ধি বা পোষণ করা হয়, তাকে কলাপালন বলে।
প্রশ্ন:২
সংকরায়নের উদ্দেশ্যগুলি কী কী ?
উত্তর:
(i) একটি অপত্য উদ্ভিদে সবরকম উন্নত বৈশিষ্ট্যগুলির সমাবেশ ঘটানো;
(ii) অধিক মাত্রায় জিনগত প্রকরণ তৈরি করা;
(iii) হাইব্রিড ভিগর সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি করা।
প্রশ্ন:৩
নির্বাচন কাকে বলে ?
উত্তর:
কোনো একটি প্রজাতিভুক্ত উদ্ভিদ সম্প্রদায়ের মধ্যে থেকে ফিনোটাইপগত উন্নতমানের বা মিশ্র উদ্ভিদ সম্প্রদায় থেকে পছন্দমতো বৈশিষ্ট্যসম্পন্ন উদ্ভিদকে পৃথকভাবে সংগ্রহ করে তা থেকে নতুন একটি উন্নত প্রকারের উদ্ভব ঘটানোর বিশেষ পদ্ধতিকে নির্বাচন বলে।
প্রশ্ন:৪
ব্রিডিং হাপা ও হ্যাচিং হাপার মূল পার্থক্য কী ?
উত্তর:
(i) ব্রিডিং হাপায় মাছের প্রজনন ঘটানো হয়। এই হাপা অপেক্ষাকৃত বড়ো আকারের (3m×1.5m×1m) হয়। হ্যাচিং হাপায় ডিম ফোটানো হয়। এই হাপা অপেক্ষাকৃত ছোটো আকারের (2m×1m×1m) হয়।
(ii) ব্রিডিং হাপায় একটি ঘর থাকে এবং এর মুখটি ঢেকে রাখা হয়। হ্যাচিং হাপায় দুটি ঘর থাকে এবং এর মুখ ঢেকে রাখা হয় না।
প্রশ্ন:৫
উদ্ভিদ প্রবর্তন কী ?
উত্তর:
কোনো স্থানের নিজস্ব পরিবেশে জন্মানো উদ্ভিদকে অপর কোনো স্থানের ভিন্ন পরিবেশ নিয়ে আসাকে উদ্ভিদ প্রবর্তন বলে।
প্রশ্ন:৬
সংকরায়ণ কী ?
উত্তর:
যে বিশেষ পদ্ধতির সাহায্যে দুই বা ততোধিক পৃথক জিনগত বৈশিষ্ট্যসম্পন্ন উদ্ভিদের মধ্যে কৃত্রিম উপায়ে যৌন জনন ঘটিয়ে উন্নত বৈশিষ্ট্যযুক্ত অপত্য উদ্ভিদের সৃষ্টি করা হয় তাকে সংকরায়ণ বলে।
প্রশ্ন:৭
মনোকালচার ও পলিকালচার কাকে বলে ?
উত্তর:
নির্দিষ্ট জলাশয়ে একটি বিশেষ প্রজাতির মাছ চাষকে মনোকালচার এবং একটি পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষকে পলিকালচার বলে।
প্রশ্ন:৮
উদ্ভিদ প্রজননবিদ্যা কাকে বলে ?
উত্তর:
উদ্ভিদ বিজ্ঞানের যে শাখায় কৃষি শস্যের বংশগতি বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটিয়ে যে নতুন ও উন্নত প্রকারের সস্যল উদ্ভিদ সৃষ্টির কৌশল সম্পর্কে আলোচনা করা হয়। তাকে উদ্ভিদ প্রজননবিদ্যা বলে।
প্রশ্ন:৯
হ্যাচারি কাকে বলে ? হ্যাচারি কত প্রকারের ?
উত্তর:
যে ছোটো অগভীর পুকুরে (20×15×2 ফুট) ডিম ফোটানো হয় তাকে হ্যাচারি বলে। হ্যাচারি বিভিন্ন প্রকারের হয়। যথা—হাপা হ্যাচারি, গ্লাসজার হ্যাচারি, চাইনিজ হ্যাচারি এবং পুকুর হ্যাচারি।
প্রশ্ন:১০
ইমাসকুলেশন কাকে বলে ?
উত্তর:
যে পদ্ধতিতে স্ত্রী জনিতৃরূপে চিহ্নিত উদ্ভিদের উভলিঙ্গ ফুলের পরাগধানীর বিদারণ ও পরাগরেণুর বিস্তারের পূর্বেই পুংকেশরগুলিকে অপসারিত করা হয় বা পরাগরেণুকে নিষ্ক্রিয় করা হয়। তাকে ইমাসকুলেশন বলে।
Comments
Post a Comment