দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান
প্রশ্ন ১
'Blue Revolution' কিসের সঙ্গে সম্পর্কিত ?
a ) মৎস্য চাষ
b ) সরিষা চাষ
c ) কালি চাষ
d ) আকাশের বর্ণ
উত্তর - a
প্রশ্ন ২
মানুষের পরিপাক নালির কোন অংশটিতে যকৃত ও অগ্নাশয় থেকে ক্ষরিত পদার্থগুলি আসে ?
a ) ileum
b ) পাকস্থলি
c ) Jejunum এবং ileum এর সংযােগস্থল
d ) Duodenum
প্রশ্ন ৩
সবুজ উদ্ভিদের সালােকসংশ্লেষের সময় অক্সিজেন কোথা থেকে উৎপন্ন হয় ?
a ) কার্বন ডাই - অক্সাইড
b ) ফ্যাটি অ্যাসিড
c ) কার্বো-হাইড্রেট
d ) জল
উত্তর - d
প্রশ্ন ৪
মানব দেহে লালাতে যে উৎসেচক থাকে সেটি কোনটির ভাঙ্গন ঘটায় ?
a ) স্টার্চ থেকে মলটোজ
b ) প্রােটিন থেকে পেপটাইড
c ) পেপটাইড থেকে অ্যামাইনাে অ্যাসিড
d ) ফ্যাট থেকে ফ্যাটি অ্যাসিড
উত্তর - a
প্রশ্ন ৫
গ্লোবাল ওয়ার্মিং - এর প্রধান কারণ কোনটি ?
a ) নাইট্রোজেন
b ) কার্বন ডাই - অক্সাইড
c ) কার্বন মনােক্সাইড
d ) হাইড্রোজেন
উত্তর - b
প্রশ্ন ৬
বৃহত্তম উদ্ভিদের কোষ হল —
a ) সীভ নল
b ) সীভ কোষ
c ) Acetabularia
d ) কোনটাই নয়
উত্তর - c
প্রশ্ন ৭
ক্যাটাড্রোমাস ফিস - এর উদাহরণ হল —
a ) হিলসা
b ) সাইমন
c ) ইল
d ) ভেটকি মাছ
উত্তর - c
প্রশ্ন ৮
কোন দশায় ক্রশিংওভার ঘটে —
a ) লেপ্টোটিন
b ) জাইগােটিন
c ) প্যাকাইটিন
d ) মেটাফেজ
উত্তর - c
প্রশ্ন ৯
হীরক হল —
a ) নরম ও সুপরিবাহী
b ) নরম ও কুপরিবাহী
c ) কঠিন ও কুপরিবাহী
d ) কঠিন ও সুপরিবাহী
উত্তর - c
প্রশ্ন ১০
কোন্ কম্পাঙ্কের তড়িৎ চুম্বকিয় তরঙ্গ বাণিজ্যিক FM রেডিওতে ব্যবহার করা হয় ?
a ) 88 MHz থেকে 108 MHz
b ) 88 GHz থেকে 108 GHz
c ) 88 kHz থেকে 108kHz
d ) 88 Hz থেকে 108 Hz
উত্তর - a
✸✸✸
✸✸✸

Comments
Post a Comment