নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান
প্রশ্ন ১
'Blue Revolution' কিসের সঙ্গে সম্পর্কিত ?
a ) মৎস্য চাষ
b ) সরিষা চাষ
c ) কালি চাষ
d ) আকাশের বর্ণ
উত্তর - a
প্রশ্ন ২
মানুষের পরিপাক নালির কোন অংশটিতে যকৃত ও অগ্নাশয় থেকে ক্ষরিত পদার্থগুলি আসে ?
a ) ileum
b ) পাকস্থলি
c ) Jejunum এবং ileum এর সংযােগস্থল
d ) Duodenum
প্রশ্ন ৩
সবুজ উদ্ভিদের সালােকসংশ্লেষের সময় অক্সিজেন কোথা থেকে উৎপন্ন হয় ?
a ) কার্বন ডাই - অক্সাইড
b ) ফ্যাটি অ্যাসিড
c ) কার্বো-হাইড্রেট
d ) জল
উত্তর - d
প্রশ্ন ৪
মানব দেহে লালাতে যে উৎসেচক থাকে সেটি কোনটির ভাঙ্গন ঘটায় ?
a ) স্টার্চ থেকে মলটোজ
b ) প্রােটিন থেকে পেপটাইড
c ) পেপটাইড থেকে অ্যামাইনাে অ্যাসিড
d ) ফ্যাট থেকে ফ্যাটি অ্যাসিড
উত্তর - a
প্রশ্ন ৫
গ্লোবাল ওয়ার্মিং - এর প্রধান কারণ কোনটি ?
a ) নাইট্রোজেন
b ) কার্বন ডাই - অক্সাইড
c ) কার্বন মনােক্সাইড
d ) হাইড্রোজেন
উত্তর - b
প্রশ্ন ৬
বৃহত্তম উদ্ভিদের কোষ হল —
a ) সীভ নল
b ) সীভ কোষ
c ) Acetabularia
d ) কোনটাই নয়
উত্তর - c
প্রশ্ন ৭
ক্যাটাড্রোমাস ফিস - এর উদাহরণ হল —
a ) হিলসা
b ) সাইমন
c ) ইল
d ) ভেটকি মাছ
উত্তর - c
প্রশ্ন ৮
কোন দশায় ক্রশিংওভার ঘটে —
a ) লেপ্টোটিন
b ) জাইগােটিন
c ) প্যাকাইটিন
d ) মেটাফেজ
উত্তর - c
প্রশ্ন ৯
হীরক হল —
a ) নরম ও সুপরিবাহী
b ) নরম ও কুপরিবাহী
c ) কঠিন ও কুপরিবাহী
d ) কঠিন ও সুপরিবাহী
উত্তর - c
প্রশ্ন ১০
কোন্ কম্পাঙ্কের তড়িৎ চুম্বকিয় তরঙ্গ বাণিজ্যিক FM রেডিওতে ব্যবহার করা হয় ?
a ) 88 MHz থেকে 108 MHz
b ) 88 GHz থেকে 108 GHz
c ) 88 kHz থেকে 108kHz
d ) 88 Hz থেকে 108 Hz
উত্তর - a
✸✸✸
✸✸✸
Comments
Post a Comment