দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান
প্রশ্ন ১.
কঙ্গন উপকুলে নিচের কোন পােতাশ্রয়টি অবস্থিত ?
a ) কোচি
b ) খান্ডালা
c ) মাজাগান
d ) বিশাখাপত্তনম
উত্তর : c
প্রশ্ন ২.
পৃথিবীর কত শতাংশ ভূখণ্ড জুড়ে অবস্থিত ভারত ?
a ) 2.4 শতাংশ
b ) 3.4 শতাংশ
c ) 4.2 শতাংশ
d ) 4.৪ শতাংশ
প্রশ্ন ৩.
রেড ইণ্ডিয়ান -
a ) উত্তর আমেরিকার আদিবাসী
b ) নীলগিরি পাহাড়ের অধিবাসী
c ) অসমের পাহাড়ী উপজাতি
d ) দঃ আফ্রিকার যুদ্ধবাজ জাতি
উত্তর : a
প্রশ্ন ৪.
বাণিজ্যিক গাছের কয়েকটি জাতি যেমন - ইন্ডিয়ান রােজ উড , সেগুন প্রভৃতি গাছ হয়—
a ) চিরহরিৎ বনাঞ্চলে
b ) পশ্চিমঘাট পর্বতের মৌসুমী বনাঞ্চলে
c ) পাহাড়ী বনাঞ্চলে
d ) উপকূলীয় বনাঞ্চলে
উত্তর : b
প্রশ্ন ৫.
উত্তর থেকে দক্ষিণে ভারতের দুরত্ব কত ?
a ) 2,933 কিমি
b ) 3,214 কিমি
c ) 7,500 কিমি
d ) 5,000 কিমি
উত্তর : b
প্রশ্ন ৬.
শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত ?
a ) সিন্ধু
b ) চন্দ্রভাগা
c ) ইরাবতী
d ) ঝিলাম
উত্তর : d
প্রশ্ন ৭.
বিপাশা নদী থেকে 110 কিমি দূরত্বে যে খাল কেটে হরিয়ানায় জল আনার পরিকল্পনা হয়েছে , তার নাম -
a ) শতদ্রু - যমুনা সংযােগী খাল
b ) রাজস্থান খাল
৫ ) বিপাশা শীল
d ) দামােদর উপত্যকা পরিকল্পনা
উত্তর : a
প্রশ্ন ৮.
খারিফ মরশুম কখন শুরু হয় ?
a ) দক্ষিণ - পশ্চিম মৌসুমী বায়ুর আগমনকালে
b ) দক্ষিণ - পশ্চিম মৌসুমী বায়ুর শেষ লগ্নে
c ) ডিসেম্বরে
d ) মার্চে
উত্তর : a
প্রশ্ন ৯.
নিচের কোন ভৌগােলিক অঞ্চলে সবচেয়ে বেশি তুলাে উৎপন্ন হয় ?
a ) উত্তর - পশ্চিমাঞ্চলে
b ) মধ্যাঞ্চলে
c ) দাক্ষিণাত্যে
d ) উত্তর - পূর্বাঞ্চলে
উত্তর : c
প্রশ্ন ১০.
ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কোনটি ?
a ) ভিলাই
b ) বোকারো
c ) রৌরকেল্লা
d ) দুর্গাপুর
উত্তর : b

Comments
Post a Comment