নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান
প্রশ্ন ১.
কঙ্গন উপকুলে নিচের কোন পােতাশ্রয়টি অবস্থিত ?
a ) কোচি
b ) খান্ডালা
c ) মাজাগান
d ) বিশাখাপত্তনম
উত্তর : c
প্রশ্ন ২.
পৃথিবীর কত শতাংশ ভূখণ্ড জুড়ে অবস্থিত ভারত ?
a ) 2.4 শতাংশ
b ) 3.4 শতাংশ
c ) 4.2 শতাংশ
d ) 4.৪ শতাংশ
প্রশ্ন ৩.
রেড ইণ্ডিয়ান -
a ) উত্তর আমেরিকার আদিবাসী
b ) নীলগিরি পাহাড়ের অধিবাসী
c ) অসমের পাহাড়ী উপজাতি
d ) দঃ আফ্রিকার যুদ্ধবাজ জাতি
উত্তর : a
প্রশ্ন ৪.
বাণিজ্যিক গাছের কয়েকটি জাতি যেমন - ইন্ডিয়ান রােজ উড , সেগুন প্রভৃতি গাছ হয়—
a ) চিরহরিৎ বনাঞ্চলে
b ) পশ্চিমঘাট পর্বতের মৌসুমী বনাঞ্চলে
c ) পাহাড়ী বনাঞ্চলে
d ) উপকূলীয় বনাঞ্চলে
উত্তর : b
প্রশ্ন ৫.
উত্তর থেকে দক্ষিণে ভারতের দুরত্ব কত ?
a ) 2,933 কিমি
b ) 3,214 কিমি
c ) 7,500 কিমি
d ) 5,000 কিমি
উত্তর : b
প্রশ্ন ৬.
শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত ?
a ) সিন্ধু
b ) চন্দ্রভাগা
c ) ইরাবতী
d ) ঝিলাম
উত্তর : d
প্রশ্ন ৭.
বিপাশা নদী থেকে 110 কিমি দূরত্বে যে খাল কেটে হরিয়ানায় জল আনার পরিকল্পনা হয়েছে , তার নাম -
a ) শতদ্রু - যমুনা সংযােগী খাল
b ) রাজস্থান খাল
৫ ) বিপাশা শীল
d ) দামােদর উপত্যকা পরিকল্পনা
উত্তর : a
প্রশ্ন ৮.
খারিফ মরশুম কখন শুরু হয় ?
a ) দক্ষিণ - পশ্চিম মৌসুমী বায়ুর আগমনকালে
b ) দক্ষিণ - পশ্চিম মৌসুমী বায়ুর শেষ লগ্নে
c ) ডিসেম্বরে
d ) মার্চে
উত্তর : a
প্রশ্ন ৯.
নিচের কোন ভৌগােলিক অঞ্চলে সবচেয়ে বেশি তুলাে উৎপন্ন হয় ?
a ) উত্তর - পশ্চিমাঞ্চলে
b ) মধ্যাঞ্চলে
c ) দাক্ষিণাত্যে
d ) উত্তর - পূর্বাঞ্চলে
উত্তর : c
প্রশ্ন ১০.
ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কোনটি ?
a ) ভিলাই
b ) বোকারো
c ) রৌরকেল্লা
d ) দুর্গাপুর
উত্তর : b
Comments
Post a Comment