বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান
প্রশ্ন ১
মানুষের স্বাভাবিক রক্ত
a ) আম্লিক
b ) ক্ষারীয়
c ) প্রশমিত
d ) পরিবর্তনশীল
উত্তর - b
প্রশ্ন ২
নীচের কোনটি সবচেয়ে উপযুক্ত নিউক্লীয় জ্বালানি ?
a ) ইউরেনিয়াম 238
b ) প্লুটোনিয়াম 239
c ) নেপচুনিয়াম 239
d ) থােরিয়াম 236
প্রশ্ন ৩
ধূমায়মান সালফিউরিক অ্যাসিডের সংকেত হল
a ) H২SO৫
b ) H২SO৭
c ) H২S২O৮
d ) H২S২O৭
উত্তর - d
প্রশ্ন ৪
দুধ থেকে দই প্রস্তুতির সময় কোন অ্যাসিড উৎপন্ন হয় ?
a ) ল্যাকটিক অ্যাসিড
b) সাইট্রিক অ্যাসিড
c ) ম্যালিক অ্যাসিড
d ) ফরমিক অ্যাসিড
উত্তর - a
প্রশ্ন ৫
সামুদ্রিক জলে সবচেয়ে বেশি প্রাপ্ত লবনটি –
a ) NaCl
b ) KCI
c ) NaOH
d ) AgCI
উত্তর - a
প্রশ্ন ৬
দাঁতের মাজনে যে অ্যান্টিসেপটিক ব্যবহার করা হয়
a ) NaCl
b ) NaOH
c ) Na২CO৩
d ) NaHCO৩
উত্তর - a
প্রশ্ন ৭
আইনস্টাইনের ভর - শক্তির সম্পর্কটি হল
a ) E = hv
b ) ১/২ mv^২
c ) E = mgh
d ) E = mc^2
উত্তর - d
প্রশ্ন ৮
অ্যাসপিরিন হল -
a ) স্যালিসাইলিক অ্যাসিড
b ) সালফিউরিক অ্যাসিড
c ) সালফার ডাই অক্সাইড
d ) অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড
উত্তর - d
প্রশ্ন ৯
নিম্নলিখিত কোন্ পেট্রোলিয়াম বিশােধিত (refinery) দ্রব্যের স্ফুটনাঙ্ক সর্বনিম্ন ?
a ) কেরােসিন
b ) ডিজেল
c ) গ্যাসােলিন
d ) পিচ্ছিলকারক তেল
উত্তর - c
প্রশ্ন ১০
নিম্নলিখিত কোনটি অক্সিজেনের সাথে দাহ করলে প্রচন্ড উত্তপ্ত শিখা উৎপন্ন করে যা ঝালাই এবং ধাতব দ্রব্য কাটতে ব্যবহার করা হয় ?
a ) বিউটেন
b ) মিথেন
c ) ইথিলিন
d ) অ্যাসিটিলিন
উত্তর - d

Comments
Post a Comment