নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান
প্রশ্ন ১
কোষ বিভাজনের কোন দশাতে ক্রোমােজোমগুলি সব থেকে বেশি সঙ্কুচিত হয় ?
a ) প্রােফেজ
b ) মেটাফেজ
c ) টেলােফেজ
d ) অ্যানাফেজ
উত্তর - a
প্রশ্ন ২
এনজাইমের প্রােটিন অংশকে বলে—
a ) অ্যাপোএনজাইম
b ) হলােনাজাইন
c ) প্রোএনজাইম
d ) এন্ডােজাইম
প্রশ্ন ৩
C3 চক্রে কে কার্বন-ডাই-অক্সাইড গ্রহণ করে-
a ) OAA
b ) RUBP
c ) PEP
d ) Malic acid
উত্তর - a
প্রশ্ন ৪
' Malacophylly ' পরাগ সংযােগ নিম্নলিখিত কোন মাধ্যমের সঙ্গে সম্পর্কযুক্ত ?
a ) পতঙ্গ
b ) পাখি
c ) শামুক
d ) বাতাস
উত্তর - c
প্রশ্ন ৫
জীন প্রযুক্তি দিয়ে সৃষ্ট মানব দেহের প্রথম হরমােন হল
a ) ইস্ট্রোজেন
b ) টেস্টোস্টেরন
c ) থাইরক্সিন
d ) ইনসুলিন
উত্তর - d
প্রশ্ন ৬
নিচের উদ্ভিদের মধ্যে কোনটিতে স্কোটো অ্যাকটিভ স্টোমাটা পাওয়া যায় ?
a ) জলপদ্ম
b ) ক্যাকটাস
c ) সূর্যমুখী
d ) ফার্ণ
উত্তর - b
প্রশ্ন ৭
নিচের উদ্ভিদ কোষকলার মধ্যে কোনটি মৃত কোষ দিয়ে গঠিত ?
a ) জাইলেম
b ) ফ্লোয়েম
c ) প্যারেনকাইমা
d ) কর্টেক্স
উত্তর - a
প্রশ্ন ৮
নীচের কোনটির কারণ PbO2 ?
a ) যক্ষ্মা
b ) ফুসফুসের ক্যান্সার
c ) চর্মরােগ
d ) চোখের অসুখ ?
উত্তর - b
প্রশ্ন ৯
কোনাে সেতুর ওপর সৈনিকদের একসাথে কুচকাওয়াজ করতে নিষেধ করা হয় , কারণ -
a ) সেতুগুলি সাধারণত দুর্বল হয়
b ) আন্ট্রাসােনিক তরঙ্গ সৃষ্টি হয়
c ) অনুনাদ উৎপন্ন হয়
d ) শ্রুতিকটু শব্দ উৎপন্ন হয়
উত্তর - c
প্রশ্ন ১০
আমরা নিঃশ্বাস এর সাথে যে দূষিত বায়ুত্যাগ করি তা হল
a ) ঠান্ডা ও হাল্কা
b ) গরম ও ভারী
c ) গরম ও হাল্কা
d ) ঠান্ডা ও ভারী
উত্তর - c
Comments
Post a Comment