দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান
প্রশ্ন ১
কোষ বিভাজনের কোন দশাতে ক্রোমােজোমগুলি সব থেকে বেশি সঙ্কুচিত হয় ?
a ) প্রােফেজ
b ) মেটাফেজ
c ) টেলােফেজ
d ) অ্যানাফেজ
উত্তর - a
প্রশ্ন ২
এনজাইমের প্রােটিন অংশকে বলে—
a ) অ্যাপোএনজাইম
b ) হলােনাজাইন
c ) প্রোএনজাইম
d ) এন্ডােজাইম
প্রশ্ন ৩
C3 চক্রে কে কার্বন-ডাই-অক্সাইড গ্রহণ করে-
a ) OAA
b ) RUBP
c ) PEP
d ) Malic acid
উত্তর - a
প্রশ্ন ৪
' Malacophylly ' পরাগ সংযােগ নিম্নলিখিত কোন মাধ্যমের সঙ্গে সম্পর্কযুক্ত ?
a ) পতঙ্গ
b ) পাখি
c ) শামুক
d ) বাতাস
উত্তর - c
প্রশ্ন ৫
জীন প্রযুক্তি দিয়ে সৃষ্ট মানব দেহের প্রথম হরমােন হল
a ) ইস্ট্রোজেন
b ) টেস্টোস্টেরন
c ) থাইরক্সিন
d ) ইনসুলিন
উত্তর - d
প্রশ্ন ৬
নিচের উদ্ভিদের মধ্যে কোনটিতে স্কোটো অ্যাকটিভ স্টোমাটা পাওয়া যায় ?
a ) জলপদ্ম
b ) ক্যাকটাস
c ) সূর্যমুখী
d ) ফার্ণ
উত্তর - b
প্রশ্ন ৭
নিচের উদ্ভিদ কোষকলার মধ্যে কোনটি মৃত কোষ দিয়ে গঠিত ?
a ) জাইলেম
b ) ফ্লোয়েম
c ) প্যারেনকাইমা
d ) কর্টেক্স
উত্তর - a
প্রশ্ন ৮
নীচের কোনটির কারণ PbO2 ?
a ) যক্ষ্মা
b ) ফুসফুসের ক্যান্সার
c ) চর্মরােগ
d ) চোখের অসুখ ?
উত্তর - b
প্রশ্ন ৯
কোনাে সেতুর ওপর সৈনিকদের একসাথে কুচকাওয়াজ করতে নিষেধ করা হয় , কারণ -
a ) সেতুগুলি সাধারণত দুর্বল হয়
b ) আন্ট্রাসােনিক তরঙ্গ সৃষ্টি হয়
c ) অনুনাদ উৎপন্ন হয়
d ) শ্রুতিকটু শব্দ উৎপন্ন হয়
উত্তর - c
প্রশ্ন ১০
আমরা নিঃশ্বাস এর সাথে যে দূষিত বায়ুত্যাগ করি তা হল
a ) ঠান্ডা ও হাল্কা
b ) গরম ও ভারী
c ) গরম ও হাল্কা
d ) ঠান্ডা ও ভারী
উত্তর - c

Comments
Post a Comment