নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান
প্রশ্ন ১
IPC 124A সম্পকিত হল।
( a ) রাষ্ট্রদ্রোহী
( b ) জাল টাকার কারবার
( C ) অর্থ লুঠ
( d ) হত্যামূলক
উত্তর : a
প্রশ্ন ২
প্রতিদিনের আবহাওয়া সংক্রান্ত ম্যাপ তৈরী ও ছাপা হয় কোথা থেকে ?
( a ) পুনে
( b ) মুম্বাই
( c ) কলকাতা
( d ) চেন্নাই
প্রশ্ন ৩
রিও অলিম্পিক 2016 স্লোগান হল -
( a ) A New World
( b ) A New Country
( C ) A New way
( d ) A New life
উত্তর : a
প্রশ্ন ৪
নিম্নলিখিত কোন দেশটি G-8 এর সদস্য নয় ?
( a ) ভারত
( b ) ফ্রান্স
( c ) জাপান
( d ) ইতালি
উত্তর : a
প্রশ্ন ৫
ভারতের প্রথম পােষ্ট অফিস ATM চালু করে ?
( a ) বিশাখাপত্তনাম
( b ) হায়দ্রাবাদ
( c ) চেন্নাই
( d ) কলকাতা
উত্তর : a
প্রশ্ন ৬
Sattriya ( সত্ৰীয়া ) ডান্স কোন রাজ্যের
( a ) আসাম
( b ) তামিলনাড়ু
( c ) বাংলা
( d ) কেরল
উত্তর : a
প্রশ্ন ৭
ভারতের সব থেকে ব্যস্ততম বন্দর হল—
( a ) জওহরলাল নেহেরু বন্দর
( b ) কান্ডালা বন্দর
( c ) কোচী বন্দর
( d ) কলকাতা বন্দর
উত্তর : a
প্রশ্ন ৮
নিম্নলিখিত কোন কাপটি Badminton ( পুরুষ ) খেলার সাথে সম্পর্কিত ?
( a ) উবের কাপ
( b ) থমাস কাপ
( c ) জুলে রিমাে কাপ
( d ) সন্তোষ কাপ
উত্তর : b
প্রশ্ন ৯
নিম্নলিখিত কোন তথ্য সঠিক Pusarla Venkata Sindhu সম্পর্কিত -
i ) তিনি হায়দ্রবাদের মেয়ে ( তেলেঙ্গানা )
ii ) তিনি ভারতের হয়ে সাউথ এশিয়ান গেমসে সােনা জিতেছেন
iii ) তিনি রিও অলিম্পিক 2016 - তে ফাইনাল ম্যাচে স্পেনের carolina Maria কাছে হেরে যান
iv ) তিনি হলেন প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিকে রূপা জেতেন ?
v ) রিও অলিম্পিক 2016 - তে তার কোচ ছিলেন প্রকাশ পাড়ুকোন ।
( a ) সবগুলিই সঠিক
( b ) ( i ) & ( ii )
( c ) i , ii & iii
( d ) i , ii , iii & iv
উত্তর : d
প্রশ্ন ১০
নিম্নলিখিত কোন তথ্য সঠিক Sakshi Malik সম্পর্কিত
i ) তিনি হরিয়ানার মেয়ে
ii ) তিনি রিও অলিম্পিক 2016 - তে 58 Kg freestyle বিভাগে ব্রোঞ্জ পদক জেতেন
iii ) তিনি রিও অলিম্পিক 2016 - তে ভারতের হয়ে প্রথম পদক লাভ করেন
iv ) তিনি এই ব্রোঞ্জ পদক জেতেন Kyrgyzston- এর Aisuluu Tynybekova কে হারিয়ে
( a ) ( ii ) , ( iii ) & ( iv )
( b ) ( i ) & ( iii )
( c ) ( i ) , ( ii ) & ( iii )
( d ) All
উত্তর : d
Comments
Post a Comment