দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান
প্রশ্ন ১
IPC 124A সম্পকিত হল।
( a ) রাষ্ট্রদ্রোহী
( b ) জাল টাকার কারবার
( C ) অর্থ লুঠ
( d ) হত্যামূলক
উত্তর : a
প্রশ্ন ২
প্রতিদিনের আবহাওয়া সংক্রান্ত ম্যাপ তৈরী ও ছাপা হয় কোথা থেকে ?
( a ) পুনে
( b ) মুম্বাই
( c ) কলকাতা
( d ) চেন্নাই
প্রশ্ন ৩
রিও অলিম্পিক 2016 স্লোগান হল -
( a ) A New World
( b ) A New Country
( C ) A New way
( d ) A New life
উত্তর : a
প্রশ্ন ৪
নিম্নলিখিত কোন দেশটি G-8 এর সদস্য নয় ?
( a ) ভারত
( b ) ফ্রান্স
( c ) জাপান
( d ) ইতালি
উত্তর : a
প্রশ্ন ৫
ভারতের প্রথম পােষ্ট অফিস ATM চালু করে ?
( a ) বিশাখাপত্তনাম
( b ) হায়দ্রাবাদ
( c ) চেন্নাই
( d ) কলকাতা
উত্তর : a
প্রশ্ন ৬
Sattriya ( সত্ৰীয়া ) ডান্স কোন রাজ্যের
( a ) আসাম
( b ) তামিলনাড়ু
( c ) বাংলা
( d ) কেরল
উত্তর : a
প্রশ্ন ৭
ভারতের সব থেকে ব্যস্ততম বন্দর হল—
( a ) জওহরলাল নেহেরু বন্দর
( b ) কান্ডালা বন্দর
( c ) কোচী বন্দর
( d ) কলকাতা বন্দর
উত্তর : a
প্রশ্ন ৮
নিম্নলিখিত কোন কাপটি Badminton ( পুরুষ ) খেলার সাথে সম্পর্কিত ?
( a ) উবের কাপ
( b ) থমাস কাপ
( c ) জুলে রিমাে কাপ
( d ) সন্তোষ কাপ
উত্তর : b
প্রশ্ন ৯
নিম্নলিখিত কোন তথ্য সঠিক Pusarla Venkata Sindhu সম্পর্কিত -
i ) তিনি হায়দ্রবাদের মেয়ে ( তেলেঙ্গানা )
ii ) তিনি ভারতের হয়ে সাউথ এশিয়ান গেমসে সােনা জিতেছেন
iii ) তিনি রিও অলিম্পিক 2016 - তে ফাইনাল ম্যাচে স্পেনের carolina Maria কাছে হেরে যান
iv ) তিনি হলেন প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিকে রূপা জেতেন ?
v ) রিও অলিম্পিক 2016 - তে তার কোচ ছিলেন প্রকাশ পাড়ুকোন ।
( a ) সবগুলিই সঠিক
( b ) ( i ) & ( ii )
( c ) i , ii & iii
( d ) i , ii , iii & iv
উত্তর : d
প্রশ্ন ১০
নিম্নলিখিত কোন তথ্য সঠিক Sakshi Malik সম্পর্কিত
i ) তিনি হরিয়ানার মেয়ে
ii ) তিনি রিও অলিম্পিক 2016 - তে 58 Kg freestyle বিভাগে ব্রোঞ্জ পদক জেতেন
iii ) তিনি রিও অলিম্পিক 2016 - তে ভারতের হয়ে প্রথম পদক লাভ করেন
iv ) তিনি এই ব্রোঞ্জ পদক জেতেন Kyrgyzston- এর Aisuluu Tynybekova কে হারিয়ে
( a ) ( ii ) , ( iii ) & ( iv )
( b ) ( i ) & ( iii )
( c ) ( i ) , ( ii ) & ( iii )
( d ) All
উত্তর : d

Comments
Post a Comment