নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান
প্রশ্ন ১
ভানু বন্দ্যোপাধ্যায়ের আসল নাম কি ?
( a ) সৌম্য বন্দ্যোপাধ্যায়
( b ) সাম্যময় বন্দ্যোপাধ্যায়
( c ) সমীর বন্দ্যোপাধ্যায়
( d ) সুরেন বন্দ্যোপাধ্যায়।
উত্তর : b
প্রশ্ন ২
Nikkei কোন স্টক এক্সচেঞ্জ সম্পর্কিত ?
( a ) টোকিও
( b ) লন্ডন
( c ) মুম্বাই
( d ) সিঙ্গাপুর
প্রশ্ন ৩
Renminbi কোন দেশের মুদ্রা / Currency ?
( a ) জাপান
( b ) চীন
( c ) কানাডা
( d ) ভারত
উত্তর : b
প্রশ্ন ৪
কিরীটি গােয়েন্দা চরিত্রটি কার সৃষ্টি ?
( a ) নীহার রঞ্জন গুপ্ত
( b ) শরবিন্দু বন্দ্যোপাধ্যায়
( c ) সত্যজিৎ রায়
( d ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর : a
প্রশ্ন ৫
নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার পান নি -
( a ) দীপা কর্মকার
( b ) জিতু রাই
( c ) বিরাট কোহলি
( d ) সানিয়া মির্জা
উত্তর : c
প্রশ্ন ৬
বক্সা জাতীয় উদ্যানে বিশেষভাবে সংরক্ষিত করা হয়
( a ) এক শৃঙ্গ গণ্ডার
( b ) সিংহ
( c ) বাঘ
( d ) হাতি
উত্তর : c
প্রশ্ন ৭
Calcutta High Court এর প্রথম ভারতীয় বিচারপতি ছিলেন ( Court Exam . 2016 )
( a ) মঞ্জুলা চেল্লুর
( b ) গিরীশ চন্দ্র গুপ্ত
( c ) শম্ভুনাথ পণ্ডিত
( d ) দীপঙ্কর দত্ত
উত্তর : c
প্রশ্ন ৮
2016 রিও অলিম্পিকে কোন দেশ সর্বাধিক মেডেল জেতে ?
( a ) আমেরিকা
( b ) চীন
( c ) অস্ট্রেলিয়া
( d ) জাপান
উত্তর :a
প্রশ্ন ৯
টাটা মােটরস - এর প্রধান হলেন -
( a ) Guenter Butschek
( b ) Ratan Tata
( c ) Sairush Mistri
( d ) Natarajan Chandrusekaran
উত্তর : a
প্রশ্ন ১০
মায়ানমারের রাজধানী হল -
( a ) নেপিডাউ
( b ) বাগাে
( c ) কাবুল
( d ) রিয়াধ
উত্তর : a
Comments
Post a Comment