নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান
প্রশ্ন ১
ব্যাঘ্র প্রকল্পের সূচনা কোন সালে ?
( a ) 1972
( b ) 1973
( c ) 1991
( d ) 1992
উত্তর :b
প্রশ্ন ২
অলিম্পিক ফ্ল্যাগ এ রিং এর সংখ্যা হল ?
( a ) 4
( b ) 3
( c ) 5
( d ) 6
প্রশ্ন ৩
নিম্নলিখিত কোনটি রাষ্ট্রসংঘের অফিসিয়াল ভাষা নয় ?
( a ) জাপানী
( b ) রাশিয়ান
( c ) চীন
( d ) ইংরাজী
উত্তর :a
প্রশ্ন ৪
কোন ভারতীয় প্লেয়ার সপ্তম বার অলিম্পিকে অংশগ্রহণ করেছে ?
( a ) লিয়েন্ডার পেজ
( b ) অভিনব বিন্দ্রা
( C ) সুশীল কুমার
( d ) মেরি কম
উত্তর :a
প্রশ্ন ৫
দক্ষিণ ভারতের ম্যাঞ্চেষ্টার বলা হয় ?
( a ) কোয়েম্বাটুর
( b ) মাদুরাই
( c ) চেন্নাই
( d ) গােয়া
উত্তর :a
প্রশ্ন ৬
রিও অলিম্পিক 2016 তে ভারতের পতাকা বহন করেছিলেন ?
( a ) অভিনব বিন্দ্রা
( b ) সুশীল কুমার
( c ) সানিয়া মির্জা
( d ) যােগেশ্বর দত্ত
উত্তর :a
প্রশ্ন ৭
কোন ক্রিকেট খেলােয়াড় এক ইনিংসে 1000 রান করেছেন ?
( a ) প্রণব দান্দে
( b ) বিরাট কোহলি
( c ) রােহিত শর্মা
( d ) সচীন তেন্ডুলকর
উত্তর :a
প্রশ্ন ৮
অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী -
( a ) অমরাবতী
( b ) হায়দ্রাবাদ
( c ) বিশাখাপত্তনাম
( d ) অনন্তপুর
উত্তর :a
প্রশ্ন ৯
বিশ্বের সব থেকে বেশি ইন্টারনেট ব্যবহারকারী দেশ হল ?
( a ) চীন
( b ) ভারত
( c ) আমেরিকা
( d ) জাপান
উত্তর :a
প্রশ্ন ১০
প্রজেক্ট সংকল্প সম্পর্কিত হল -
( a ) AIDS
( b ) TB
( c ) Dengu
( d ) COVID
উত্তর :a
Comments
Post a Comment