দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান
প্রশ্ন ১
লিঙ্গধর জনুর প্রথম কোষ হল -
a ) গ্যামেট
b ) রেনু
c ) জাইগােট
d ) কোনটাই নয়
উত্তর - b
প্রশ্ন ২
কোন ক্ষেত্রে কোরকোদগম পদ্ধতিতে অযৌন জনন ঘটে ?
a ) লাইকেন
b ) ইস্ট
c ) অ্যাগারিকাস
d ) মিউকর
প্রশ্ন ৩
পলিটিন ক্রোমােজোম কোথায় দেখা যায় ?
a ) মানুষ
b ) ফলের মাছি
c ) প্রজাপতি
d ) সিলভার ফিস
উত্তর - b
প্রশ্ন ৪
স্বাভাবিকভাবে পাতা খসে পড়ার সময় নীচের কোনটির পরিমাণ অত্যাধিক হয় ?
a ) অক্সিন
b ) সাইটোকাইনিন
c ) অ্যাবসেসিক অ্যাসিড
d ) ইথিলিন
উত্তর - c
প্রশ্ন ৫
নিম্নের মধ্যে কোনটি ব্যাকটেরিয়ার দ্বারা ঘটে না ?
a ) Leprosy
b ) Cholera
c ) Typhoid
d ) Small pox
উত্তর - d
প্রশ্ন ৬
বায়ো গ্যাসের মুখ্য উপাদান হল
a ) Ammonia
b ) Amide
c ) Ethylene
d ) Methane
উত্তর - d
প্রশ্ন ৭
কালো, বাদামি ও হলুদ মরিচা রোগ কোন উদ্ভিদে দেখা যায় ?
a ) ধান
b ) মিলেট
c ) গম
d ) কোনটাই নয়
উত্তর - c
প্রশ্ন ৮
প্রাকৃতিক নির্বাচন তত্তটি কার ?
a ) Mendel
b ) Dalton
c ) Darwin
d ) Kepler
উত্তর - c
প্রশ্ন ৯
জলের উপরিতলে একটি সূচ বা পিন ভাসে , কারণ—
a ) পৃষ্ঠটান
b ) সান্দ্রতা
c ) হালকা ওজন
d ) আসঞ্জন বল
উত্তর - a
প্রশ্ন ১০
সূর্যের তাপমাত্রা মাপা হয় কিসের সাহায্যে ?
a ) প্লাটিনাম রােধক থার্মোমিটার
b ) বাষ্পচাপ থামোমিটার
c ) গ্যাস থার্মোমিটার
d ) পাইরােমিটার
উত্তর - d

Comments
Post a Comment