নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান
প্রশ্ন ১
লিঙ্গধর জনুর প্রথম কোষ হল -
a ) গ্যামেট
b ) রেনু
c ) জাইগােট
d ) কোনটাই নয়
উত্তর - b
প্রশ্ন ২
কোন ক্ষেত্রে কোরকোদগম পদ্ধতিতে অযৌন জনন ঘটে ?
a ) লাইকেন
b ) ইস্ট
c ) অ্যাগারিকাস
d ) মিউকর
প্রশ্ন ৩
পলিটিন ক্রোমােজোম কোথায় দেখা যায় ?
a ) মানুষ
b ) ফলের মাছি
c ) প্রজাপতি
d ) সিলভার ফিস
উত্তর - b
প্রশ্ন ৪
স্বাভাবিকভাবে পাতা খসে পড়ার সময় নীচের কোনটির পরিমাণ অত্যাধিক হয় ?
a ) অক্সিন
b ) সাইটোকাইনিন
c ) অ্যাবসেসিক অ্যাসিড
d ) ইথিলিন
উত্তর - c
প্রশ্ন ৫
নিম্নের মধ্যে কোনটি ব্যাকটেরিয়ার দ্বারা ঘটে না ?
a ) Leprosy
b ) Cholera
c ) Typhoid
d ) Small pox
উত্তর - d
প্রশ্ন ৬
বায়ো গ্যাসের মুখ্য উপাদান হল
a ) Ammonia
b ) Amide
c ) Ethylene
d ) Methane
উত্তর - d
প্রশ্ন ৭
কালো, বাদামি ও হলুদ মরিচা রোগ কোন উদ্ভিদে দেখা যায় ?
a ) ধান
b ) মিলেট
c ) গম
d ) কোনটাই নয়
উত্তর - c
প্রশ্ন ৮
প্রাকৃতিক নির্বাচন তত্তটি কার ?
a ) Mendel
b ) Dalton
c ) Darwin
d ) Kepler
উত্তর - c
প্রশ্ন ৯
জলের উপরিতলে একটি সূচ বা পিন ভাসে , কারণ—
a ) পৃষ্ঠটান
b ) সান্দ্রতা
c ) হালকা ওজন
d ) আসঞ্জন বল
উত্তর - a
প্রশ্ন ১০
সূর্যের তাপমাত্রা মাপা হয় কিসের সাহায্যে ?
a ) প্লাটিনাম রােধক থার্মোমিটার
b ) বাষ্পচাপ থামোমিটার
c ) গ্যাস থার্মোমিটার
d ) পাইরােমিটার
উত্তর - d
Comments
Post a Comment