নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান
প্রশ্ন ১.
ভারতে কত ধরনের বৃষ্টিপাত দেখা যায় ?
a ) চার প্রকার
b ) তিন প্রকার
c ) ছয় প্রকার
d ) সাত প্রকার
উত্তর : b
প্রশ্ন ২.
ভারত প্রথম লৌহ - ইস্পাত কারখানা কোথায় স্থাপিত হয় ?
a ) জামসেদপুর
b ) বােকারাে
c ) ভিলাই
d ) বার্নপুর
প্রশ্ন ৩.
বহি হিমালয়ের অপর নাম কী ?
a ) কুমায়ুন
b ) হিমাদ্রী
c ) শিবালিক
d ) কোনটাই নয়
উত্তর : c
প্রশ্ন ৪.
স্যার ক্রীক কাদের মধ্যে সীমানা নির্ধারণ করে ?
a ) পাঞ্জাব - পাকিস্তান
b ) গুজরাট - পাকিস্তান
c ) পশ্চিমবঙ্গ - বাংলাদেশ
d ) অরুণাচলপ্রদেশ - চীন
উত্তর : b
প্রশ্ন ৫.
কোন অঞ্চলের ঝড় ‘ ম্যাঙ্গোসাওয়ার নামে পরিচিত ?
a ) উত্তর ভারত
b ) দক্ষিণ ভারত
c ) পূর্ব ভারত
d ) পশ্চিম ভারত
উত্তর : b
প্রশ্ন ৬.
ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
৪ ) দেরাদুন
b ) কলকাতা
c ) ইশ্যাল
d ) ব্যাঙ্গালাের
উত্তর : a
প্রশ্ন ৭.
ভারতের সর্বোচ্চ ‘ গ্রাভিটি বাঁধ ’ কোনটি ?
a ) হিরাকুদ
b ) ভাকরা
c ) মেত্তুর
c ) মৈথান
উত্তর : b
প্রশ্ন ৮.
ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি ?
a ) সিয়াচীন
b ) জেমু
c ) কোলাহই
d ) পিনডালি
উত্তর : a
প্রশ্ন ৯.
“ নেপানগর " কীসের জন্য বিখ্যাত ?
a ) তামা
b ) দুগ্ধ
c ) জাহাজ নির্মাণ
d ) নিউজপ্রিন্ট
উত্তর : d
প্রশ্ন ১০.
NH1A কাদের মধ্যে সংযোগ স্থাপন করে ?
a ) শ্রীনগর - লাদাখ
b ) কাশ্মীর - লাদাখ
c ) জলন্ধর - উরি
d ) জলন্ধর - শ্রীনগর
উত্তর : c
Comments
Post a Comment