দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান
প্রশ্ন ১
ম্যাঙ্গানিজ উৎপাদনে ভারতের কোন্ রাজ্য প্রথম ?
a ) ওড়িশা
b ) তামিলনাড়ু
c ) মহারাষ্ট্র
d ) মধ্যপ্রদেশ
উত্তর : a
প্রশ্ন ২
নিচের কোনটি একটি অর্থকরী ফসল নয় ?
a ) চা
b ) পাট
c ) রাবার
d ) যব
প্রশ্ন ৩
নিচের কোনটি ভারতের বৃহত্তম নগর ?
a ) মুম্বাই
b ) বেঙ্গালুরু
c ) চেন্নাই
d ) নয়ডা
উত্তর : a
প্রশ্ন ৪
নিচের কোন শিল্পটি ঝাড়খন্ডে সবচেয়ে বেশি সমৃদ্ধিলাভ করেছে ?
a ) অ্যালুমিনিয়াম
b ) স্টিল
c ) তামা
d ) হস্তশিল্প
উত্তর : b
প্রশ্ন ৫
নিচের কোন নদীটি নৌবহনের উপযােগী নয় ?
a ) ব্রহ্মপুত্র
b ) গােদাবরী
c ) নমর্দা
d ) চন্দ্রভাগা
উত্তর : d
প্রশ্ন ৬
নিম্নলিখিত কোন নদীটি পশ্চিমবাহিনী ?
a ) মহানদী
b ) গােদাবরী
c ) তাপী
d ) কাবেরী
উত্তর : c
প্রশ্ন ৭
নিচের কোন দ্বীপটি ভারত ও শ্রীলঙ্কার মাঝে অবস্থিত ?
a ) এলিফ্যান্টা
b ) নিকোবর
c ) রামেশ্বরম
d ) সালসেট
উত্তর : c
প্রশ্ন ৮
নিচের কোন নদীটি একাধিক দেশের উপর দিয়ে প্রবাহিত হায়েছে ?
a ) ব্রহ্মপুত্র
b ) গঙ্গা
c ) সিন্ধু
d ) উপরের সবকটি
উত্তর : d
প্রশ্ন ৯
নিম্নলিখিত কোন রাজ্যে সবচেয়ে বেশি পরিমানে কয়লা পাওয়া যায় ?
a ) পশ্চিমবঙ্গ
b ) ঝাড়খন্ড
c ) ওড়িশা
d ) মধ্যপ্রদেশ
উত্তর : b
প্রশ্ন ১০
নিচের কোন রাজ্যে কৃষিকার্যের জন্য সবচেয়ে বেশি জলাধার দেখা যায় ?
a ) পাঞ্জাব
b ) তামিলনাড়ু
c ) উত্তর প্রদেশ
d ) কর্ণাটক
উত্তর : b

Comments
Post a Comment