নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান
প্রশ্ন ১
নিম্নের কোনটিতে রক্তবাহ নেই -
a ) অক্ষিগােলক
b ) লেন্স
c ) কর্নিয়া
d ) রেটিনা
উত্তর - c
প্রশ্ন ২
নিম্নের কোনটি প্রােটিনের সঙ্গে বিক্রিয়া করে হলুদ বর্ণ দেয়—
a ) ফসফোরিক অ্যাসিড
b ) অক্সালিক অ্যাসিড
c ) হাইড্রোক্লোরিক অ্যাসিড
d ) নাইট্রিক অ্যাসিড
প্রশ্ন ৩
নিম্নের কোনটি হলুদ বর্ণের রঞ্জক ?
a ) ক্যারােটিন
b ) জ্যান্থোফিল
c ) লাইকোপিন
d ) অ্যানথােসায়ানিন
উত্তর - b
প্রশ্ন ৪
Escherichia coli ব্যাকটিরিয়াটি প্রধানত পাওয়া যায় -
a ) শিম্ব গােত্রীয় উদ্ভিদের অর্বুদে
b ) মানুষের অন্ত্রে
c ) উচ্চ শ্রেণীর উদ্ভিদে
d ) সবগুলি
উত্তর - b
প্রশ্ন ৫
কোন স্তন্যপায়ী প্রানীর পরিণত লােহিত কণিকায় নিউক্লিয়াস আছে ?
a ) মানুষ
b ) গরিলা
c ) উট
d ) তিমি
উত্তর - c
প্রশ্ন ৬
পলিটিন ক্রোমােজোমের বৃহদাকৃতির কারণ হল—
a ) মিয়ােসিস
b ) ক্যারিওকাইনেসিস
c ) প্যারামাইটোসিস
d ) এন্ডােমাইটোসিস
উত্তর - d
প্রশ্ন ৭
গ্লাইকোলিসিস ও ক্রেবসচক্রের মধ্যে সংযােজকটি হল—
a ) অক্সালাে অ্যাসিটেট
b ) PEP
c ) পাইরুভেট
d ) অ্যাসিটাইল CoA
উত্তর - d
প্রশ্ন ৮
খর্বজাতের উদ্ভিদের দৈর্ঘ্য বাড়াতে কোনটি ব্যবহৃত হয় ?
a ) অক্সিন
b ) কাইনিন
c ) জিব্বারেলিন
d ) ফ্লোরিজেন
উত্তর - c
প্রশ্ন ৯
আকাশকে পৃথিবী থেকে নীল দেখায় কারণ –
a ) আলাের মেরুকরণ
b ) আলাের প্রতিফলন
c ) আলাের প্রতিসরণ
d ) আলাের বিচ্ছুরন
উত্তর - d
প্রশ্ন ১০
নিচের কোনটি তড়িৎ চুম্বকিয় তরঙ্গ নয় ?
a ) X- রশ্মি
b ) গামা রশ্মি
c ) রেডিও তরঙ্গ
d ) শব্দ তরঙ্গ
উত্তর - d
Comments
Post a Comment