দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান
প্রশ্ন ১
কোনটি পিচ্ছিলকারক পদার্থ হিসাবে ব্যবহৃত হয় ?
a ) গ্রাফাইট
b ) সিলিকা
c ) হীরক
d ) আয়রণ অক্সাইড
উত্তর - a
প্রশ্ন ২
লেবু টক হয় যার জন্য
a ) টাটারিক অ্যাসিড
b ) হাইড্রোক্লোরিক অ্যাসিড
c ) সাইট্রিক অ্যাসিড
d ) অ্যাসিটিক অ্যাসিড
প্রশ্ন ৩
একটি মৌলের সবচেয়ে বড় পরিচয় হল –
a ) ইলেকট্রনীয় বিন্যাস
b ) পরমাণু ক্রমাঙ্ক
c ) পারমাণবিক ভর
d ) পারমাণবিক আয়তন
উত্তর - b
প্রশ্ন ৪
পেট্রোল ইঞ্জিনে ব্যবহৃত ঝাঁকানো নিরােধক পদার্থটি হল
a ) ডাই ইথাইল লেড
b ) ট্রেটা ইথাইল লেড
c ) ট্রাই ইথাইল লেড
d ) মনাে ইথাইল লেড
উত্তর - b
প্রশ্ন ৫
স্টেপ ডাউন ট্রান্সফরমার কি বর্ধিত করে ?
a ) ভােল্টেজ
b ) বিদ্যুৎ
c ) ক্ষমতা (wattage)
d ) বিদ্যুৎ ঘনত্ব
উত্তর - a
প্রশ্ন ৬
কিছু মােটর গাড়িতে হলুদ রংয়ের হেড লাইট থাকে কেন ?
a ) হলুদ আলাে কম বিদ্যুৎ ব্যয় করে
b ) হলুদ আলাে পথ চারীদের চোখে কোনাে ধাঁধানাে পতিক্রিয়া সৃষ্টি করে না
c ) হলুদ আলাে কুয়াশা ভেদ করতে পারে । তাই কুয়াশাঘন রাতে রাস্তা ভালাে দেখা যায়।
d ) হলুদ হেড লাইট থাকায় গাড়িটিকে মনােরম দেখতে লাগে ।
উত্তর - c
প্রশ্ন ৭
হ্যালােজেন এর মধ্যে সবথেকে বেশী কার্যকরী হল --
a ) ফ্লুরিন
b ) ক্লোরিন
c ) ব্রোমিন
d ) আয়ােডিন
উত্তর - a
প্রশ্ন ৮
সমুদ্রজল থেকে বিশুদ্ধ জল পাওয়া যায়-----এর দ্বারা ।
a ) সেনট্রিফিউগেশন
b ) প্লাসমােলাইসিস
c ) বিপরীত অভিস্রবন
d ) অধঃক্ষেপন
উত্তর - c
প্রশ্ন ৯
নিম্নলিখিত কোন্ জোড়া ভৌতরাশি সমমাত্রা বিশিষ্ট ?
a ) কার্য ও ক্ষমতা
b ) কার্য ও শক্তি
c ) বল ও ক্ষমতা
d ) ভরবেগ ও ক্ষমতা
উত্তর - b
প্রশ্ন ১০
যখন একটি প্রিজম এর মধ্য দিয়ে সাদা আলাে যায় তখন কোন্ রঙটি সবথেকে কম বিচ্যুত হয় ?
a ) লাল
b ) বেগুনী
c ) নীল
d ) সবুজ
উত্তর - a

Comments
Post a Comment