Skip to main content

Posts

Showing posts with the label ভূগোল

সাম্প্রতিক পোস্ট

নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও।

নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও।   অথবা,  একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও।  অথবা,  নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও।             উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়।  এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়।  নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা:       পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...

প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা

প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা ‘মেখলা’ শব্দের মানে হল ‘কোমর বন্ধনী’। অসংখ্য আগ্নেয়গিরি মেখলা বা কোমর বন্ধনীর আকারে কোনো বিস্তীর্ণ অঞ্চলে যখন অবস্থান করে, তখন তাকে ‘আগ্নেয় মেখলা’ বলা হয়। ভূবিজ্ঞানীর মতে, উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশীয় পাতের সঙ্গে ও এশীয় মহাদেশীয় পাতের সঙ্গে প্রশান্ত মহাসাগরীয় পাতের ক্রমাগত সংঘর্ষের ফলে পাত সীমায় ফাটল বরাবর অগ্ন্যুৎপাত ঘটে থাকে এবং আগ্নেয়গিরির সৃষ্টি হয়। 

চ্যুতি বা ফল্ট

চ্যুতি বা ফল্ট                 ভূ-আলোড়নের প্রভাবে ভূত্বকে দু-ধরনের চাপ ক্রিয়া করে। যথা—(ক) সংকোচন বা সংনমন চাপ এবং  (খ) টান বা প্রসারণ চাপ।               প্রবল ভূ-আলোড়নের সময় ভূপৃষ্ঠের শিলাস্তর সংনমন এবং টান ধরলে গভীর ফাটলের সৃষ্টি হয় , যা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। পরবর্তীকালে ওই স্থানে যদি আবার ভূমিকম্প হয়, তবে ওই ফাটল বরাবর শিলাস্তরের এক অংশ থেকে আর এক অংশ পরস্পর বিচ্ছিন্ন হয়ে যায়, একে চ্যুতি বা ফল্ট বলা হয়। আর যে তল বরাবর চ্যুতি সংগঠিত হয় তাকে চ্যুতিতল বলে। দুটি ফাটলের মধ্যবর্তী অংশ যখন চ্যুতির ফলে নীচে বসে যায় উঁচু অংশটি তখন পর্বতের রূপ নিলে সেই পর্বতকে স্তূপ পর্বত বলে। চ্যুতির ফলে স্তূপ পর্বত, গ্রস্ত উপত্যকা প্রভৃতি ভূমিরূপ গঠিত হয়।

প্লাবন সমভূমি

প্লাবন সমভূমি          নদী তার নিম্নগতিতে সমুদ্রের কাছাকাছি চলে এলে নদীর ভূমির ঢাল হ্রাস পায় এবং নদীবাহিত শিলাখণ্ড, নুড়ি, বালি প্রভৃতি নদীগর্ভে সঞ্চিত হতে থাকে, যার ফলে নদীর গভীরতা ক্রমশ কমে যায়। বর্ষাকালে হঠাৎ জল বেড়ে গেলে এই অগভীর নদী উপত্যকা অতিরিক্ত জল বহন করতে পারে না, এর ফলে নদীতে বন্যা দেখা যায়। 

ক্যালডেরা অথবা জ্বালামুখী গহ্বর

ক্যালডেরা অথবা জ্বালামুখী গহ্বর       ভূগর্ভের উত্তপ্ত গলিত তরল পদার্থ বা ম্যাগমা নিঃসারী অগ্ন্যুৎপাতের মাধ্যমে ভূপৃষ্ঠে বেরিয়ে এসে যে শঙ্কু আকৃতির পর্বত গঠন করে তাকে আগ্নেয় পর্বত বলে। যে ছিদ্রপথের মাধ্যমে ভূগর্ভের ম্যাগমা এবং তার সঙ্গে আগত ছাই, ভস্ম, গ্যাস প্রভৃতি ভূপৃষ্ঠে নির্গত হয় সেই উন্মুক্ত ছিদ্রপথকে ‘জ্বালামুখ’ বলে।

ডেকান ট্র্যাপ

ডেকান ট্র্যাপ       ‘ডেকান’ (Deccan) শব্দের অর্থ ‘দাক্ষিণাত্য’। সুইডিস শব্দ ‘ট্র্যাপ’ কথাটির অর্থ হল ‘ধাপ’ বা ‘সিঁড়ি’। ভারতের দাক্ষিণাত্য মালভূমির উত্তর পশ্চিমাংশে (৩,০০,০০০ বর্গমাইল) প্রায় ১৫ কোটি বছর আগে (ক্রিটেসিয়াস যুগে) কোনো রকম বিস্ফোরণ না ঘটিয়ে ভূপৃষ্ঠের ফাটল দিয়ে ভূগর্ভের ম্যাগমা নিঃশব্দে লাভা রূপে ক্রমাগত বেরিয়ে এসে ভূপৃষ্ঠের ওপরে স্তরে স্তরে সঞ্চিত হয় ও পরবর্তীকালে শীতল ও কঠিন হয়ে লাভা সমভূমি গঠন করে।

উপকূলীয় সমভূমি

উপকূলীয় সমভূমি         সমুদ্রোপকূলের কাছাকাছি অবস্থিত মহাদেশগুলির বিভিন্ন অংশ থেকে প্রচুর পরিমাণে নুড়ি, কাঁকর, বালি, মাটি, কাদা, পলি প্রভৃতি প্রাকৃতিক শক্তির মাধ্যমে পরিবাহিত হয়ে সমুদ্রের অগভীর অংশে সঞ্চিত হতে থাকে। এইভাবে দীর্ঘদিন ধরে সমুদ্রের অগভীর অংশ নদীবাহিত পলিদ্বারা ভরাট হয়ে বা ভূমিকম্পের ঊর্ধ্বচাপের ফলে উঁচু হয়ে যে সমতল ভূমির সৃষ্টি হয়—তাকে উপকূলীয় সমভূমি বলে।

সমপ্রায় ভূমি

সমপ্রায় ভূমি             অনুচ্চ পার্বত্যভূমি কিংবা প্রাচীন মালভূমি ও উচ্চভূমি বিভিন্ন সূর্যের তাপ, নদী, বায়ু, হিমবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তির প্রভাবে দীর্ঘদিন ধরে ক্ষয় পেতে পেতে এক সময় উঁচু-নীচু ঢেউ খেলানো ‘প্রায় সমতলভূমিতে’ পরিণত হয়, এদের সমপ্রায় ভূমি বলে।

পর্বতবেষ্টিত মালভূমি

পর্বতবেষ্টিত মালভূমি      ভূমিকম্পের ফলে ভঙ্গিল পর্বতশ্রেণি সৃষ্টি হওয়ার সময় দুটি সমান্তরাল পর্বতশ্রেণির মধ্যবর্তী অপেক্ষাকৃত নীচু স্থানগুলি কিছুটা উঁচু ও খাড়া ঢালযুক্ত হয়ে মালভূমির আকৃতি নেয় । চারদিকে পর্বতবেষ্টিত হওয়ায় এই সব মালভূমিগুলিকে পর্বতবেষ্টিত মালভূমি বলে।

মহীখাত

মহীখাত        জে.হল, জে.ডি.ডানা ও কোবার প্রথম মহীখাত বা Geosyncline ধারণার অবতারণা করেন। তাঁদের মতে, পৃথিবীর আদি ভূভাগ দ্বারা বেষ্টিত ভূপৃষ্ঠের সংকীর্ণ, অবনমিত ও অগভীর সমুদ্রখাত হল মহীখাত। অর্থাৎ, ভূতাত্ত্বিকদের মতে, এখন যেসব জায়গায় ভঙ্গিল পর্বতগুলো অবস্থান করছে, অতি প্রাচীনকালে সেখানে ছিল বিস্তীর্ণ অবনত অঞ্চল— ভূতাত্ত্বিকগণের ভাষায় যার নাম মহীখাত বা অগভীর সমুদ্র।

ক্ষয়জাত পর্বত

ক্ষয়জাত পর্বত       ভূপৃষ্ঠের উপরিভাগ বৃষ্টিপাত, নদীপ্রবাহ, বায়ুপ্রবাহ, হিমবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয় কাজের ফলে সবসময় ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এইভাবে অনেক সময় শক্ত শিলায় গঠিত জায়গা কম ক্ষয় পেয়ে যখন আশপাশের বেশি ক্ষয়প্রাপ্ত হওয়া নরম শিলায় গঠিত জায়গা থেকে আলাদা হয়ে উঁচুতে থেকে যায়, তখন তাকে ক্ষয়জাত পর্বত বলে। কম ক্ষয় হওয়া অবশিষ্ট অংশ পর্বতে পরিণত হয় বলে একে অবশিষ্ট পর্বত-ও বলা হয়।

আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত

আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত         পৃথিবীর অভ্যন্তরভাগের উত্তপ্ত ও গলিত ম্যাগমা বা লাভা আগ্নেয়গিরির জ্বালামুখ কিংবা ভূস্তরের ফাটল দিয়ে বাইরে বেরিয়ে এসে ঠাণ্ডা হয়ে জমাট বেঁধে যে শঙ্কু আকৃতির পর্বতের সৃষ্টি হয়, তাকে সঞ্চয়জাত পর্বত বা আগ্নেয় পর্বত বলে।

স্তূপ পর্বত

স্তূপ পর্বত             ভূ-আলোড়নজনিত প্রসারণ বলের প্রভাবে পাশাপাশি অবস্থিত দুটি ফাটলের মধ্যবর্তী অংশ চাপের ফলে বিচ্যুত হয়ে ওপরে উঠে যায় বা দুটি ফাটলের মধ্যবর্তী অংশ চাপের ফলে নীচে বসে যায় তখন অপেক্ষাকৃত উঁচু অংশকে স্তূপ পর্বত বলে। প্রবল ভূ-আলোড়নের ফলে ভূত্বকের বিভিন্ন অংশে চাপের পার্থক্য ঘটে। ফলে শিলায় টান ও সংনমনের সৃষ্টি হয়। টান ও সংনমনের মাত্রা বৃদ্ধি পেলে শিলায় ফাটলের সৃষ্টি হয় এবং ফাটলরেখা বরাবর শিলার এক অংশ অপর অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। একে চ্যুতি বলে। সংনমন বল বৃদ্ধি পেলে দুটি উল্লম্ব চ্যুতির মাঝের অংশটি নীচে বসে গেলে দু-পাশ ওপরে উঠে আসে। আবার মাঝের অংশটি ওপরে উঠে গেলে দু-পাশ নীচে বসে যায়। তখন ওপরে উঠে আসা অংশকে স্তূপ পর্বত বলে।

ভঙ্গিল পর্বত

ভঙ্গিল পর্বত           গিরিজনি ভূ-আলোড়নের ফলে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কোমল পাললিক শিলাস্তরে ঢেউ-এর মতো ভাঁজ পড়ে যে পর্বতের সৃষ্টি হয় তাকে ভঙ্গিল বা ভাঁজ পর্বত বলে। ভূতাত্ত্বিকগণ মনে করেন যে, বর্তমানে যেসব অঞ্চলে ভঙ্গিল পর্বতগুলো অবস্থিত, প্রাচীনকালে সেখানে ছিল বিস্তীর্ণ নীচু অঞ্চল— ভূতাত্ত্বিক ভাষায় যার নাম মহীখাত বা অগভীর সমুদ্র। কালক্রমে যুগ যুগ ধরে পলি পড়ে ধীরে ধীরে এই অগভীর সমুদ্রটি ভরাট হয়ে যায়।

সমুদ্রস্রোতের বৈশিষ্ট্য কী ?

সমুদ্রস্রোতের বৈশিষ্ট্য কী ?   সাধারণভাবে সমুদ্রস্রোতের কতকগুলি বৈশিষ্ট্য দেখা যায় । সেগুলি হল— 👉 উষ্ণ বা শীতল স্রোত যে উপকূলের পাশ দিয়ে প্রবাহিত হয় সেই উপকূলের জলবায়ুকে নিজের অনুকূলে প্রভাবিত করে। 👉 পৃথিবীর বামাবর্তে আবর্তনের ফলে সমুদ্রস্রোত উত্তর গোলার্ধে ডানদিকে এবং দক্ষিণ গোলার্ধে বামদিকে বেঁকে প্রবাহিত হয়।  👉 শীতল সমুদ্রস্রোত মেরু অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে অন্তঃস্রোতরূপে প্রবাহিত হয়।

বেঙ্গুয়েলা স্রোত

বেঙ্গুয়েলা স্রোত    দক্ষিণ আটলান্টিক মহাসাগরে প্রবাহিত অন্যতম শীতল জলের স্রোত হল বেঙ্গুয়েলা স্রোত। কুমেরু স্রোতের প্রধান অংশ পূর্ব দিকে অগ্রসর হয়ে  আফ্রিকার দক্ষিণ পশ্চিম উপকূলে বাধা পেয়ে  বিভক্ত হয়। কুমেরু স্রোতের একটি শাখা আফ্রিকার পশ্চিম উপকূল বরাবর উত্তরদিকে অ্যাঙ্গোলার বেঙ্গুয়েলা বন্দর পর্যন্ত প্রবাহিত হয়। এই শীতল স্রোতই বেঙ্গুয়েলা স্রোত নামে পরিচিত। বেঙ্গুয়েলা স্রোত উত্তর দিকে অগ্রসর হয়ে আটলান্টিক মহাসাগরে প্রবেশ করে। উত্তর দিকে অগ্রসর হয়ে এই স্রোত দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর প্রভাবে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিলিত হয়।

দিনে দু'বার জোয়ারভাটা হয় কেন?

দিনে দু'বার জোয়ারভাটা হয় কেন?        আবর্তনের ফলে পৃথিবীর যে অংশ চাঁদের সামনে আসে সেখানে মুখ্য জোয়ার এবং তার বিপরীত প্রান্তে গৌণ জোয়ার হয়। এই দুই স্থানের সমকোণে অবস্থিত স্থানগুলিতে ভাটা হয়। পৃথিবীর একবার আবর্তনের মধ্যে অর্থাৎ, ২৪ ঘণ্টায় পৃথিবীর প্রতিটি স্থান একবার করে চাঁদের সামনে আসে। ফলে সেই স্থানে মুখ্য জোয়ার এবং তার প্রতিপাদস্থানে গৌণ জোয়ার হয়।

জোয়ারভাটা

জোয়ারভাটা        প্রধানত চাঁদ ও সূর্যের মহাকর্ষজনিত আকর্ষণ শক্তি এবং পৃথিবীর আবর্তনজনিত বিকর্ষণ শক্তির প্রভাবে নির্দিষ্ট সময়ের ব্যবধানে, নিয়মিতভাবে সাগর-মহাসাগরের জলরাশি পর্যায়ক্রমে স্ফীত ও অবনমিত হয়। বিপুল জলরাশির স্ফীতিকে জোয়ার এবং অবনমনকে ভাটা বলে। চাঁদ ও সূর্যের আকর্ষণে সংঘটিত জোয়ারকে যথাক্রমে চান্দ্র জোয়ার ও সৌর জোয়ার বলে।

বায়ুদূষণ

বায়ুদূষণ         মানুষ খাবার ছাড়া বাঁচতে পারে প্রায় 50 দিন, জল ছাড়া প্রায় সাত দিন, আর বাতাস ছাড়া মাত্র পাঁচ মিনিট। এই বাতাসে থাকে অক্সিজেন, যা আমরা শ্বাসের সঙ্গে গ্রহণ করি।        ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (WHO)-এর মতে, পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে অনিষ্টকর পদার্থের সমাবেশ যখন মানুষ ও তার পরিবেশের ক্ষতি করে, সেই অবস্থাকে বায়ুদূষণ বলে। আবহমণ্ডলের দূষিত ধোঁয়া, গ্যাস, গন্ধ, বাষ্প ইত্যাদি যে পরিমাণে ও যতক্ষণ স্থায়ী হলে মানুষ, জীবজন্তু ও উদ্ভিদজগতের ক্ষতি হয় বা বায়ুমণ্ডলে জমে থাকা যে সমস্ত দূষিত পদার্থ মানুষের জীবন ও স্বাচ্ছন্দ্যে বাধা দেয় তাকে বায়ুদূষণ বলে।

গ্রিনহাউস গ্যাস ও গ্রিনহাউস প্রভাব

গ্রিনহাউস গ্যাস ও গ্রিনহাউস প্রভাব          গ্রিনহাউস প্রভাব হল দূষিত পরিবেশের অন্যতম ফল। বায়ুমণ্ডলে মূলত কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ঘনত্ব বৃদ্ধির জন্য পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির ঘটনাকে গ্রিনহাউস প্রভাব বলে। কাচঘরের কাচ যেমন ঘরের ভিতরের তাপকে বিকিরিত হয়ে বাইরে নির্গত হতে বাধা দেয়, বায়ুমণ্ডলীয় কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড ইত্যাদি গ্যাসগুলিও পৃথিবী থেকে বিকিরিত তাপকে শোষণ করে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি করে। এই ঘটনাটিকেই গ্রিনহাউস এফেক্ট বা সবুজ ঘর প্রভাব বলে।

আঁধি

আঁধি         ‘আঁধি’ শব্দটি হিন্দি শব্দ ‘আন্ধেরা’ থেকে এসেছে, যার অর্থ অন্ধকার। ‘আঁধি’ হল ধূলিঝড়  যা  দীর্ঘ, শুষ্ক প্রকৃতির হয়। গ্রীষ্মকালে উত্তর-পশ্চিম ভারতে এইরূপ ধূলিঝড় সৃষ্টি হয়। ধূলিঝড়ে আকাশ যেন আঁধার হয়ে আসে, তাই এর এরূপ নাম।