ভারতীয় ইতিহাসে এবং জনজীবনে নদনদীর প্রভাব ভারত-একটি নদীমাতৃক দেশ। ভারতীয় সভ্যতার সূচনা ঘটে নদী-অববাহিকা অঞ্চল থেকে। ভারতীয় ইতিহাসের ওপরও সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, গোদাবরী, যমুনা প্রভৃতি নদনদীর যথেষ্ট প্রভাব বর্তমান। নদনদীগুলি ভারতের উপকূলবর্তী অঞ্চলগুলিকে সিক্ত করেছে, পলি মৃত্তিকায় উর্বর করেছে, আর শস্য-শ্যামলা করে ভারতীয় কৃষি-অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। অন্য দিকে নদী-উপকূলবর্তী অঞ্চলেই গড়ে উঠেছে জনপদ, নগর, বাণিজ্যকেন্দ্র বা তীর্থস্থান। (১) সভ্যতার বিকাশ: সিন্ধুনদের অববাহিকাতেই জন্ম নেয় পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা। পঞ্চনদীর তীরে বিকাশ ঘটে বৈদিক সভ্যতার। পরবর্তীকালে গঙ্গা-অববাহিকা ধরে বৈদিক সভ্যতার বিকাশ ঘটে। সিন্ধু সভ্যতা: ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম এবং অন্যতম উন্নত সভ্যতা সিন্ধু নদ এবং তার উপনদীগুলির তীরে গড়ে উঠেছিল। হরপ্পা ও মহেঞ্জোদারোর মতো শহরগুলি নদীর উর্বর পলিমাটি এবং জল সরবরাহকে কাজে লাগিয়ে কৃষিভিত্তিক অর্থনীতি গড়ে তুলেছিল। গঙ্গা সভ্যতা: গঙ্গা নদী এবং তার অববাহিকা বরাবর পরবর্তীকালে বৈদিক সভ্যতা, মহাজনপদ এ...
পর্বতবেষ্টিত মালভূমি
ভূমিকম্পের ফলে ভঙ্গিল পর্বতশ্রেণি সৃষ্টি হওয়ার সময় দুটি সমান্তরাল পর্বতশ্রেণির মধ্যবর্তী অপেক্ষাকৃত নীচু স্থানগুলি কিছুটা উঁচু ও খাড়া ঢালযুক্ত হয়ে মালভূমির আকৃতি নেয় । চারদিকে পর্বতবেষ্টিত হওয়ায় এই সব মালভূমিগুলিকে পর্বতবেষ্টিত মালভূমি বলে।
প্রধানত দুটি কারণে ভূপৃষ্ঠে এই ধরনের মালভূমির উদ্ভব হয়।
যথা—
(ক) দুটি অভিসারী পাতের প্রবল পার্শ্বচাপের ফলে এবং
(খ) সঞ্চরণশীল দুটি পাতের সংঘর্ষ ঘটলে পর্বতবেষ্টিত মালভূমির সৃষ্টি হয়। বিভিন্ন প্রকার মালভূমির মধ্যে পর্বতবেষ্টিত মালভূমি হল পৃথিবীর উচ্চতম ও দীর্ঘতম মালভূমি।
যেমন— পামির মালভূমি যার গড় উচ্চতা (৪৮৭৮ মিটার)–এর বেশি। আবার তিব্বত মালভূমি হল পৃথিবীর বৃহত্তম মালভূমি যার আয়তন হল প্রায় ১২ লক্ষ বর্গকিমি। উচ্চতা বেশি হবার জন্য এই মালভূমি অনেক বরফপুষ্ট নদীর জন্ম দেয়।
পর্বতবেষ্টিত মালভূমির বৈশিষ্ট্য—
(১) পর্বতবেষ্টিত মালভূমির চারদিক পর্বত দ্বারা বেষ্টিত। যেমন—তিব্বত মালভূমি উত্তরে কুয়েনলুন ও দক্ষিণে হিমালয় পর্বতশ্রেণি দ্বারা বেষ্টিত।
(২) নবীন ভঙ্গিল পর্বতের জন্মের সময় দুটি পর্বতের মধ্যবর্তী স্থান ভূ-আলোড়নের প্রভাবে উঁচু হয়ে মালভূমিতে পরিণত হয়।
(৩) বিভিন্ন প্রকার মালভূমির মধ্যে পর্বতবেষ্টিত মালভূমি হল পৃথিবীর উচ্চতম ও দীর্ঘতম মালভূমি। যেমন— পামির মালভূমি, যার গড় উচ্চতা ৪৮৭৮ মিটারের বেশি। আবার তিব্বত মালভূমি হল পৃথিবীর বৃহত্তম মালভূমি যার আয়তন প্রায় ১২ লক্ষ বর্গকিমি।
(৪) পর্বতবেষ্টিত মালভূমির শিখরদেশ তরঙ্গায়িত না হয়ে সমতল ছাদের মতো হয়ে থাকে। যেমন— পামির মালভূমি (Roof of the World)।
(৫) মূলত দুটি অভিসারী পাতের প্রবল পার্শ্বচাপের ফলে বা সঞ্চরণশীল দুটি পাতের সংঘর্ষের ফলে পর্বতবেষ্টিত মালভূমির উদ্ভব ঘটে।
(৬) উচ্চতা বেশি হওয়ার জন্য এই ধরনের মালভূমি বহু বরফগলা জলে পুষ্ট নদীর জন্ম দেয়। যেমন— তিব্বত মালভূমি থেকে ব্রষ্মপুত্র, হোয়াংহো, মেকং প্রভৃতি নদীর উৎপত্তি হয়েছে।
উদাহরণ::
মধ্য এশিয়ার পামির মালভূমি, তিব্বত মালভূমি, ইরানের মালভূমি, আনাতোলিয়ার মালভূমি, বলিভিয়ার মালভূমি প্রভৃতি মালভূমিগুলি পর্বতবেষ্টিত মালভূমির উদাহরণ।
Comments
Post a Comment