এক নজরে হরপ্পা সভ্যতা - Harappan civilization at a glance আবিষ্কারের সময় : ১৯২২ খ্রিস্টাব্দ। আবিষ্কারক : রাখালদাস বন্দ্যোপাধ্যায় ও দয়ারাম সাহানি। অবস্থান : সিন্ধুনদের উপত্যকায়। সময়কাল : ৩০০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ১৫০০ খ্রিস্টপূর্বাব্দ।
চ্যুতি বা ফল্ট
ভূ-আলোড়নের প্রভাবে ভূত্বকে দু-ধরনের চাপ ক্রিয়া করে। যথা—(ক) সংকোচন বা সংনমন চাপ এবং (খ) টান বা প্রসারণ চাপ।
প্রবল ভূ-আলোড়নের সময় ভূপৃষ্ঠের শিলাস্তর সংনমন এবং টান ধরলে গভীর ফাটলের সৃষ্টি হয় , যা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। পরবর্তীকালে ওই স্থানে যদি আবার ভূমিকম্প হয়, তবে ওই ফাটল বরাবর শিলাস্তরের এক অংশ থেকে আর এক অংশ পরস্পর বিচ্ছিন্ন হয়ে যায়, একে চ্যুতি বা ফল্ট বলা হয়। আর যে তল বরাবর চ্যুতি সংগঠিত হয় তাকে চ্যুতিতল বলে। দুটি ফাটলের মধ্যবর্তী অংশ যখন চ্যুতির ফলে নীচে বসে যায় উঁচু অংশটি তখন পর্বতের রূপ নিলে সেই পর্বতকে স্তূপ পর্বত বলে। চ্যুতির ফলে স্তূপ পর্বত, গ্রস্ত উপত্যকা প্রভৃতি ভূমিরূপ গঠিত হয়।
Comments
Post a Comment