প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) ভারতবর্ষ' নামকরণ: আমাদের প্রিয় মাতৃভূমি 'ভারতবর্ষ'-বিশ্বের অন্যতম প্রাচীনতম দেশ। ডঃ রামশরণ শর্মা-র মতে, 'ভারত'-নামক এক প্রাচীন উপজাতির নামানুসারে আমাদের দেশের নাম হয় 'ভারতবর্ষ'। ভারবর্ষকে 'ইন্ডিয়া'ও বলা হয়ে থাকে। সম্ভবত 'সিন্ধু' শব্দ থেকে 'হিন্দু'র শব্দটির উৎপত্তি হয়েছে; আর গ্রিক ও রোমানদের 'হিন্দু' উচ্চারণ হত 'ইন্ডুস্' বা Indus থেকে। এই প্রাচীন Indus থেকেই বর্তমান India শব্দটির উৎপত্তি। আর, এ-থেকেই গ্রিস লেখক মেগাস্থিনিস-এর বিখ্যাত গ্রন্থটির নাম হয়েছে 'ইন্ডিকা'। ভারতবর্ষের মোট আয়তন ৩২,৮০,৪৮৩ বর্গকিলোমিটার। উত্তর-দক্ষিণে ৩,২০০ কিলোমিটার লম্বা এবং পূর্ব-পশ্চিমে ৩,০০০ কিলোমিটার চওড়া। ভারতবর্ষের উত্তরদিকে চিন, নেপাল ও ভুটান; উত্তর-পশ্চিম দিকে পাকিস্তান; পশ্চিমদিকে আরব সাগর; দক্ষিণদিকে ভারত মহাসাগর এবং পূর্ব দিকে ব্রহ্মদেশ, বাংলাদেশ ও বঙ্গোপসাগর অবস্থিত। এ ছাড়া আরবসাগরে অবস্থিত লাক্ষা, মিনিকয়; বঙ্গোপসাগরের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ...
ক্যালডেরা অথবা জ্বালামুখী গহ্বর
ভূগর্ভের উত্তপ্ত গলিত তরল পদার্থ বা ম্যাগমা নিঃসারী অগ্ন্যুৎপাতের মাধ্যমে ভূপৃষ্ঠে বেরিয়ে এসে যে শঙ্কু আকৃতির পর্বত গঠন করে তাকে আগ্নেয় পর্বত বলে। যে ছিদ্রপথের মাধ্যমে ভূগর্ভের ম্যাগমা এবং তার সঙ্গে আগত ছাই, ভস্ম, গ্যাস প্রভৃতি ভূপৃষ্ঠে নির্গত হয় সেই উন্মুক্ত ছিদ্রপথকে ‘জ্বালামুখ’ বলে।
প্রতিটি জ্বালামুখ এক একটি নলের মতো পথের মাধ্যমে ভূগর্ভের ম্যাগমা গহ্বরের সঙ্গে যুক্ত থাকে। অগ্ন্যুৎপাতজনিত ভূমিকম্পের সময়ে কখনো কখনো আগ্নেয়গিরির জ্বালামুখের গর্ভ বসে গিয়ে রান্নার কড়াইয়ের মতো আকারে বিশাল ও অগভীর জ্বালামুখের সৃষ্টি হলে আফ্রিকার ক্যানারি দ্বীপের লা-ক্যালডেরা আগ্নেয়গিরিটির নাম অনুসারে তাকে ‘ক্যালডেরা’ বলা হয়। অন্যদিকে, পরবর্তী প্রবল বিস্ফোরণের ফলে আগ্নেয়পর্বতের শঙ্কু আকৃতির শীর্ষদেশ উড়ে গিয়েও ক্যালডেরা সৃষ্টি হতে পারে। আগ্নেয় পর্বতে একাধিক জ্বালামুখ থাকে। এর মধ্যে প্রধান জ্বালামুখটিকে বলা হয় মুখ্য জ্বালামুখ এবং অন্যান্য ছোটোছোটো জ্বালামুখগুলিকে বলা হয় গৌণ জ্বালামুখ।
Comments
Post a Comment