প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর ১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন? উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন। ২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে? উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে। ৩। 'নাডিক' নামে কারা পরিচিত? উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত। ৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি? উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।
বেঙ্গুয়েলা স্রোত
দক্ষিণ আটলান্টিক মহাসাগরে প্রবাহিত অন্যতম শীতল জলের স্রোত হল বেঙ্গুয়েলা স্রোত। কুমেরু স্রোতের প্রধান অংশ পূর্ব দিকে অগ্রসর হয়ে আফ্রিকার দক্ষিণ পশ্চিম উপকূলে বাধা পেয়ে বিভক্ত হয়। কুমেরু স্রোতের একটি শাখা আফ্রিকার পশ্চিম উপকূল বরাবর উত্তরদিকে অ্যাঙ্গোলার বেঙ্গুয়েলা বন্দর পর্যন্ত প্রবাহিত হয়। এই শীতল স্রোতই বেঙ্গুয়েলা স্রোত নামে পরিচিত। বেঙ্গুয়েলা স্রোত উত্তর দিকে অগ্রসর হয়ে আটলান্টিক মহাসাগরে প্রবেশ করে। উত্তর দিকে অগ্রসর হয়ে এই স্রোত দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর প্রভাবে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিলিত হয়।
এই স্রোতের উৎস, উষ্ণতা ও প্রবাহপথের সঙ্গে প্রশান্ত মহাসাগরে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে প্রবাহিত পেরু স্রোত বা হামবোল্ড স্রোতের মিল খুঁজে পাওয়া যায়। আফ্রিকার দক্ষিণ-পশ্চিম উপকূলের জলবায়ু উষ্ণ ক্রান্তীয় প্রকৃতির হলেও শীতল বেঙ্গুয়েলা স্রোতের প্রভাবে উষ্ণতা যথেষ্ট কম থাকে। বেঙ্গুয়েলা স্রোতের দৈনিক গড় গতিবেগ প্রায় ১৮ কিমি।
Comments
Post a Comment