দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - গুরুত্বপূর্ণ তথ্য ১. উদ্ভিদের চলন (Plant Movement) উদ্ভিদ সাধারণত এক জায়গায় স্থির থাকে, তবে উদ্দীপকের প্রভাবে বা জৈবিক প্রয়োজনে তাদের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালিত হয়। একেই চলন বলে। চলন ও গমন: চলনে প্রাণীর মতো সামগ্রিক স্থান পরিবর্তন হয় না (ব্যতিক্রম: ক্ল্যামাইডোমোনাস, ভলবক্স)। গমনে সামগ্রিক স্থান পরিবর্তন হয়। আচার্য জগদীশচন্দ্র বসুর অবদান: তিনি প্রমাণ করেন উদ্ভিদের প্রাণ আছে এবং তারা উদ্দীপনায় সাড়া দেয়। তার আবিষ্কৃত যন্ত্র হলো— ক্রেসকোগ্রাফ (Crescograph) ।
সমুদ্রস্রোতের বৈশিষ্ট্য কী ?
সাধারণভাবে সমুদ্রস্রোতের কতকগুলি বৈশিষ্ট্য দেখা যায় । সেগুলি হল—
👉 উষ্ণ বা শীতল স্রোত যে উপকূলের পাশ দিয়ে প্রবাহিত হয় সেই উপকূলের জলবায়ুকে নিজের অনুকূলে প্রভাবিত করে।
👉 পৃথিবীর বামাবর্তে আবর্তনের ফলে সমুদ্রস্রোত উত্তর গোলার্ধে ডানদিকে এবং দক্ষিণ গোলার্ধে বামদিকে বেঁকে প্রবাহিত হয়।
👉 সমুদ্রস্রোতের বেগ বায়ুপ্রবাহের মতো দ্রুত নয়। সমুদ্রস্রোতের বেগ অগভীর সমুদ্রে বেশি, কিন্তু গভীর সমুদ্রে কম।
👉 উষ্ণ সমুদ্রস্রোত নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে বহিঃস্রোতরূপে প্রবাহিত হয়।
👉 সমুদ্রস্রোতের নামকরণ করা হয় বায়ুপ্রবাহের বিপরীতভাবে যেমন—দক্ষিণ-পশ্চিমদিক থেকে আগত বায়ুকে দক্ষিণ-পশ্চিম বায়ু বলা হয়, কিন্তু দক্ষিণ-পশ্চিমদিকে প্রবাহিত স্রোতকে দক্ষিণ-পশ্চিম স্রোত বলা হয়।
👉 নিয়ত বায়ুপ্রবাহের দ্বারা সৃষ্ট সমুদ্রস্রোেত নিম্ন অক্ষাংশে আয়ন বায়ুর প্রভাবে পূর্ব থেকে পশ্চিমে , মধ্য অক্ষাংশে পশ্চিমা বায়ুর প্রভাবে পশ্চিম থেকে পূর্বে এবং উচ্চ অক্ষাংশে মেরু বায়ুর প্রভাবে পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়।
Comments
Post a Comment