নেতাজি সুভাষচন্দ্র বসুর অমর বাণী ও উক্তি ১. “তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।” (তাঁর সবচেয়ে বিখ্যাত উক্তি, যা প্রায়শই স্মরণ করা হয়) ২. “আলোচনার মাধ্যমে ইতিহাসের কোনো বাস্তব পরিবর্তন কখনোই অর্জিত হয়নি।” ৩. “স্বাধীনতা কেউ দেয় না, ছিনিয়ে নিতে হয়।” ৪. “আজ আমাদের একটাই আকাঙ্ক্ষা থাকা উচিত – মরার ইচ্ছা যাতে ভারত বাঁচতে পারে – একজন শহীদের মৃত্যুর মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা, যাতে শহীদের রক্তে স্বাধীনতার পথ প্রশস্ত করা যায়।” ৫. “আমাদের স্বাধীনতার মূল্য নিজের রক্ত দিয়ে দেওয়া আমাদের কর্তব্য।”
WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান
প্রশ্ন ১
মানবদেহের কর্ণে কটি হাড় বা অস্থি আছে ?
( a ) 6 টি
( b ) 4 টি
( c ) 8 টি
( d ) কোনটাই নয়
উত্তর : A
প্রশ্ন ২
উড়ন্ত বেলুনে কি গ্যাস থাকে ?
( a ) হিলিয়াম
( c ) নিওন
( b ) আর্গন
( d ) কোনটাই নয়
উত্তর : A
প্রশ্ন ৩
জোঁকের রেচন অঙ্গ কোনটি ?
( a ) নেফ্রিডিয়া
( b ) সিমালিয়া
( c ) এন্ড্রোফ্রিয়া
( d ) কোনটাই নয়
উত্তর : A
প্রশ্ন ৪
কোন মহাকাব্যের অনুবাদের সঙ্গে নদীয়া জড়িত ?
( a ) রামায়ণ
( b ) ইলিয়ড
( c ) মহাভারত
( d ) কোনটাই নয়
উত্তর : A
প্রশ্ন ৫
কোন রাজ্যে সব থেকে পুরাতন তেলের খনি রয়েছে ?
( a ) আসাম
( b ) মুম্বাই
( c ) মহারাষ্ট্র
( d ) কোনটাই নয়
উত্তর : A
প্রশ্ন ৬
‘প্রার্থনা সমাজ’-এর প্রতিষ্ঠাতা কে ?
( a ) দয়ানন্দ সরস্বতী
( b ) কেশব সেন
( c ) রাজা রামমোহন রায়
( d ) কোনটাই নয়
উত্তর : B
প্রশ্ন ৭
বক্সার যুদ্ধ কবে হয় ?
( a ) 1764 সালে
( b ) 1765 সালে
( c ) 1766 সালে
( d ) কোনটাই নয়
উত্তর : A
প্রশ্ন ৮
গঙ্গীর নদীর প্রধান প্রবাহ বাংলাদেশে কি নামে পরিচিত ?
( a ) গঙ্গা
( b ) পদ্মা
( c ) ভাগীরথি
( d ) কোনটাই নয়
উত্তর : B
প্রশ্ন ৯
শব্দ তরঙ্গের কম্পাঙ্ক কত ?
( a ) সেকেন্ডে 20 বারের কম
( b ) সেকেন্ডে 10 বারের কম
( c ) সেকেন্ডে 18 বারের কম
( d ) কোনটাই নয়
উত্তর : A

Comments
Post a Comment