নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান
প্রশ্ন ১
মানবদেহের কর্ণে কটি হাড় বা অস্থি আছে ?
( a ) 6 টি
( b ) 4 টি
( c ) 8 টি
( d ) কোনটাই নয়
উত্তর : A
প্রশ্ন ২
উড়ন্ত বেলুনে কি গ্যাস থাকে ?
( a ) হিলিয়াম
( c ) নিওন
( b ) আর্গন
( d ) কোনটাই নয়
উত্তর : A
প্রশ্ন ৩
জোঁকের রেচন অঙ্গ কোনটি ?
( a ) নেফ্রিডিয়া
( b ) সিমালিয়া
( c ) এন্ড্রোফ্রিয়া
( d ) কোনটাই নয়
উত্তর : A
প্রশ্ন ৪
কোন মহাকাব্যের অনুবাদের সঙ্গে নদীয়া জড়িত ?
( a ) রামায়ণ
( b ) ইলিয়ড
( c ) মহাভারত
( d ) কোনটাই নয়
উত্তর : A
প্রশ্ন ৫
কোন রাজ্যে সব থেকে পুরাতন তেলের খনি রয়েছে ?
( a ) আসাম
( b ) মুম্বাই
( c ) মহারাষ্ট্র
( d ) কোনটাই নয়
উত্তর : A
প্রশ্ন ৬
‘প্রার্থনা সমাজ’-এর প্রতিষ্ঠাতা কে ?
( a ) দয়ানন্দ সরস্বতী
( b ) কেশব সেন
( c ) রাজা রামমোহন রায়
( d ) কোনটাই নয়
উত্তর : B
প্রশ্ন ৭
বক্সার যুদ্ধ কবে হয় ?
( a ) 1764 সালে
( b ) 1765 সালে
( c ) 1766 সালে
( d ) কোনটাই নয়
উত্তর : A
প্রশ্ন ৮
গঙ্গীর নদীর প্রধান প্রবাহ বাংলাদেশে কি নামে পরিচিত ?
( a ) গঙ্গা
( b ) পদ্মা
( c ) ভাগীরথি
( d ) কোনটাই নয়
উত্তর : B
প্রশ্ন ৯
শব্দ তরঙ্গের কম্পাঙ্ক কত ?
( a ) সেকেন্ডে 20 বারের কম
( b ) সেকেন্ডে 10 বারের কম
( c ) সেকেন্ডে 18 বারের কম
( d ) কোনটাই নয়
উত্তর : A
Comments
Post a Comment