বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান
প্রশ্ন ১
মানবদেহের কর্ণে কটি হাড় বা অস্থি আছে ?
( a ) 6 টি
( b ) 4 টি
( c ) 8 টি
( d ) কোনটাই নয়
উত্তর : A
প্রশ্ন ২
উড়ন্ত বেলুনে কি গ্যাস থাকে ?
( a ) হিলিয়াম
( c ) নিওন
( b ) আর্গন
( d ) কোনটাই নয়
উত্তর : A
প্রশ্ন ৩
জোঁকের রেচন অঙ্গ কোনটি ?
( a ) নেফ্রিডিয়া
( b ) সিমালিয়া
( c ) এন্ড্রোফ্রিয়া
( d ) কোনটাই নয়
উত্তর : A
প্রশ্ন ৪
কোন মহাকাব্যের অনুবাদের সঙ্গে নদীয়া জড়িত ?
( a ) রামায়ণ
( b ) ইলিয়ড
( c ) মহাভারত
( d ) কোনটাই নয়
উত্তর : A
প্রশ্ন ৫
কোন রাজ্যে সব থেকে পুরাতন তেলের খনি রয়েছে ?
( a ) আসাম
( b ) মুম্বাই
( c ) মহারাষ্ট্র
( d ) কোনটাই নয়
উত্তর : A
প্রশ্ন ৬
‘প্রার্থনা সমাজ’-এর প্রতিষ্ঠাতা কে ?
( a ) দয়ানন্দ সরস্বতী
( b ) কেশব সেন
( c ) রাজা রামমোহন রায়
( d ) কোনটাই নয়
উত্তর : B
প্রশ্ন ৭
বক্সার যুদ্ধ কবে হয় ?
( a ) 1764 সালে
( b ) 1765 সালে
( c ) 1766 সালে
( d ) কোনটাই নয়
উত্তর : A
প্রশ্ন ৮
গঙ্গীর নদীর প্রধান প্রবাহ বাংলাদেশে কি নামে পরিচিত ?
( a ) গঙ্গা
( b ) পদ্মা
( c ) ভাগীরথি
( d ) কোনটাই নয়
উত্তর : B
প্রশ্ন ৯
শব্দ তরঙ্গের কম্পাঙ্ক কত ?
( a ) সেকেন্ডে 20 বারের কম
( b ) সেকেন্ডে 10 বারের কম
( c ) সেকেন্ডে 18 বারের কম
( d ) কোনটাই নয়
উত্তর : A

Comments
Post a Comment