নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান
প্রশ্নঃ১
ইনকিলাব জিন্দাবাদ প্রথম বলেন কে ?
( a ) তিলক
( b ) সাভারকার
( e ) ভগৎসিং
( d ) চন্দ্রশেখর আজাদ
উত্তরঃ c
প্রশ্নঃ২
রাজীব গান্ধি ক্যান্সার ইনস্টিটিউট অ্যাণ্ড রিসার্চ সেন্টার অবস্থিত
( a ) দিল্লি
( b ) মুম্বাই
( c ) কলকাতা
( d ) চেন্নাই
উত্তরঃ a
প্রশ্নঃ৩
ভারতের চাল গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
( a ) কলকাতা
( b ) বেঙ্গালুরু
( c ) কটক
( d ) দিল্লী
উত্তরঃ c
প্রশ্নঃ৪
সব থেকে ছোট মহাদেশ কোনটি ?
( a ) এশিয়া
( b ) ওশিয়ানিয়া
( c ) দঃ আমেরিকা
( d ) উঃ আমেরিকা
উত্তরঃ b
প্রশ্নঃ৫
পাকিস্থানের সঙ্গে সীমানা চুক্তি হয় কবে ?
( a ) 1970
( b ) 1971
( c ) 1972
( d ) 1974
উত্তরঃ c
প্রশ্নঃ৬
ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি ?
( a ) ভাকরা - নাঙ্গাল
( b ) নগার্জুন সাগর
( c ) হীরাকুঁদ
( d ) চম্বল
উত্তরঃ c
প্রশ্নঃ৭
ভারতের সবচেয়ে বড় উপাজিত গোষ্ঠী কোনটি ?
( a ) টোডা
( b ) গোন্দ
( c ) চেঞ্চু
( d ) গারো
উত্তরঃ b
প্রশ্নঃ৮
ভারতের সবচেয়ে কম জনবসতি যুক্ত অঞ্চল
( a ) অরুণাচল প্রদেশ
( b ) সিকিম
( c ) গোয়া
( d ) মনিপুর
উত্তরঃ b
প্রশ্নঃ৯
জহর ট্যানেল কোন রাজ্যে অবস্থিত ?
( a ) মধ্যপ্রদেশ
( b ) হিমাচল প্রদেশ
( c ) উত্তরাখণ্ড
( d ) জম্মু ও কাশ্মীর
উত্তরঃ d
প্রশ্নঃ১০
আর্কিমিডিস হলেন কোন দেশের অধিবাসী ?
( a ) ব্রিটেন
( b ) জার্মানি
( c ) আমেরিকা
( d ) গ্রিস
উত্তরঃ d
Comments
Post a Comment