নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান
প্রশ্নঃ ১
কাকে IMF ( International Monetory Fund ) এর MD বা প্রধান হিসাবে দ্বিতীয়বারের জন্য নিয়োগ করা হয়—
( a ) ক্রিস্টাইন লাগার্দে
( b ) হোস্ট কোহিলের
( c ) জিম ইয়ংকিম
( d ) রঘুরাম রাজন
উত্তরঃ a
প্রশ্নঃ২
ব্র্যান্ডন ম্যাককালাম কোন দলের বিপক্ষে দ্রুততম টেস্ট সেঞ্চুরি করেন ?
( a ) পাকিস্তান
( b ) অস্ট্রেলিয়া
( c ) দক্ষিণ আফ্রিক
( d ) ইংল্যান্ড
উত্তরঃ b
প্রশ্নঃ৩
কোন দেশ সফলভাবে ASTRO - H মহাকাশ পর্যবেক্ষণ উপগ্রহ পাঠিয়েছে ?
( a ) চীন
( b ) জাপান
( c ) ফ্রান্স
( d ) ভারত
উত্তরঃ b
প্রশ্নঃ৪
পশ্চিমবঙ্গ সরকার দ্বারা চালু উৎকর্ষ বাংলা স্কিমের লক্ষ্য কি ?
( a ) মহিলাদের আর্থিক সাহায্য
( b ) জৈব চাষ উন্নতি করা
( c ) মানব পাচার বন্ধ করা
( d ) স্কুলছুট ছাত্র - ছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া
উত্তরঃ d
প্রশ্নঃ৫
বিশ্ব সামাজিক ন্যয়বিচার দিবস কবে পালিত হয় ?
( a ) 21 ফেব্রুয়ারি
( b ) 20 ফেব্রুয়ারি
( c ) 22 ফেব্রুয়ারি
( d ) 15 ফেব্রুয়ারি
উত্তরঃ b
প্রশ্নঃ৬
ভারতের SEBI বোর্ডের চেয়ারম্যান হলেন—
( a ) উপেন্দ্র কুমার সিনহা
( b ) নিশান্ত রাঠি
( c ) অরুণ জেটলী
( d ) রঘুরাম রাজন
উত্তরঃ a
প্রশ্নঃ৭
নিচের কোন্ বাংলা মিষ্টি GI ( Geographical Indication ) ট্যাগ পায় নি ?
( a ) মিহিদানা
( b ) চমচম
( b ) মোয়া
( d ) সরপুরিয়া
উত্তরঃ b
প্রশ্নঃ৮
ভারতীয় বংশোদ্ভূত শিল্পী প্রেমী ইসমাইল মোহম্মদকে কোন্ দেশের সরকার ‘ নাইট ’ উপাধি দিয়ে ভূষিত করেছে ?
( a ) আমেরিকা
( b ) ফ্রান্স
( c ) বাংলাদেশ
( d ) ইংল্যান্ড
উত্তরঃ b
প্রশ্নঃ৯
বিশ্বের প্রথম কোন্ সংসদ যেটি সম্পূর্ণরূপে সৌরবিদ্যুৎ দ্বারা চালিত ( শক্তি সম্পদের ব্যবহার সৌরবিদ্যুৎ দ্বারা ) ?
( a ) চীন
( b ) পাকিস্তান
( c ) জাপান
( d ) আমেরিকা
উত্তরঃ b
প্রশ্নঃ১০
নিচের কোন্ দেশটি বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারক ?
( a ) চীন
( b ) পাকিস্তান
( c ) জাপান
( d ) ভারত
উত্তরঃ d
Comments
Post a Comment