নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান
প্রশ্নঃ১
ইয়ং বেঙ্গল সোসাইটির প্রধান গুরু কে ছিলেন ?
( a ) হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও
( b ) রাজা রামমোহন রায়
( c ) দাদাভাই নৌরজী
( d ) কোনটাই নয়
উত্তরঃ a
প্রশ্নঃ২
‘ খানুয়ার যুদ্ধে ’ কে পরাজিত হয়েছিলেন ?
( a ) মেবারের রাণা সংগ্রাম সিংহ
( b ) বাবর
( b ) ইব্রাহিম লোদি
( d ) কোনটাই নয়
উত্তরঃ a
প্রশ্নঃ৩
কোন যন্ত্রের দ্বারা বিদ্যুৎ উৎপাদন করা হয় ?
( a ) পাম বল
( b ) ডায়নামো
( c ) অ্যানিমোমিটার
( d ) কোনটাই নয়
উত্তরঃ b
প্রশ্নঃ৪
বিশ্বের বৃহত্তম মহাসাগরের নাম কি ?
( a ) আটলান্টিক
( b ) প্রশান্ত মহাসাগর
( c ) ভারত মহাসাগর
( d ) কোনটাই নয়
উত্তরঃ b
প্রশ্নঃ৫
কত খ্ৰীষ্টাব্দে সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা হয়েছিল ?
( a ) 1946 খ্রীষ্টাব্দে
( b ) 1945 খ্রীষ্টাব্দে
( c ) 1947 খ্রীষ্টাব্দে
( d ) কোনটাই নয়
উত্তরঃ b
প্রশ্নঃ ৬
কোন শহরকে কেন্দ্র করে প্রাচীনকালে সর্ববৃহৎ সাম্রাজ্য গড়ে উঠেছিল ?
( a ) গ্রীস
( b ) রোম
( c ) প্যারিস
( d ) কোনটাই নয়
উত্তরঃ b
প্রশ্নঃ৭
কোন মুঘল সম্রাট জিজিয়া কর বাতিল করেছিলেন ?
( a ) জাহাঙ্গীর
( b ) শাহজাহান
( c ) আকবর
( d ) কোনটাই নয়
উত্তরঃ c
প্রশ্নঃ৮
দিল্লীতে দাস বংশের শাসন কে শুরু করেছিলেন ?
( a ) ইলতুৎমিস
( b ) গিয়াসউদ্দিন
( c ) কুতুবুদ্দিন আইবক
( d ) কোনটাই নয়
উত্তরঃ c
প্রশ্নঃ৯
ফা - হিয়েন কার রাজসভায় ভারতে এসেছিলেন ?
( a ) কুমারগুপ্ত
( b ) সম্রাট বিক্রমাদিত্য
( c ) সমুদ্রগুপ্ত
( d ) কোনটাই নয়
উত্তরঃ b
প্রশ্নঃ১০
হিউয়েন সাঙ কার রাজসভায় এসেছিলেন ?
( a ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
( b ) স্কন্ধগুপ্ত
( c ) রাজা হর্ষবর্ধন
( d ) কোনটাই নয়
উত্তরঃ c
Comments
Post a Comment