নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান
প্রশ্নঃ ১
এরোপ্লেনের আবিষ্কারক কে ?
( a ) অরভিল রাইট
( b ) উইলবার রাইট
( c ) দুইজনেই
( d ) কোনটাই নয়
উত্তরঃ c
প্রশ্নঃ২
বাংলায় প্রথম উপন্যাস কে লিখেছিলেন ?
( a ) প্যারিচাঁদ মিত্র
( b ) বুদ্ধদেব বসু
( c ) প্রবোধ সান্যাল
( d ) কোনটাই নয়
উত্তরঃ a
প্রশ্নঃ৩
কোন বাঙালী মহিলা সর্বপ্রথম বহু ইংরেজি কবিতা লিখেছিলেন ?
( a ) পদ্মজা নাইডু
( b ) বিজয়লক্ষ্মী পন্ডিত
( c ) সরোজিনী নাইডু
( d ) কোনটাই নয়
উত্তরঃ c
প্রশ্নঃ৪
হুসাইন সাগর কোন রাজ্যে রয়েছে ?
( a ) উত্তর প্রদেশ
( b ) মধ্যপ্রদেশ
( c ) অন্ধ্রপ্রদেশ
( d ) কোনটাই নয়
উত্তরঃ c
প্রশ্নঃ৫
ভারতের 'আয়ুর্বেদ' চিকিৎসাশাস্ত্রের আবিষ্কর্তা কে ছিলেন ?
( a ) মহর্ষি আত্রেয়ী
( b ) মহর্ষি কালিদাস
( c ) মহর্ষি রামদাস
( d ) কোনটাই নয়
উত্তরঃ a
প্রশ্নঃ৬
পৃথিবীর কয়টি উপগ্রহ রয়েছে ?
( a ) 2 টি
( b ) 3 টি
( c ) 1 টি ( চাঁদ )
( d ) কোনটাই নয়
উত্তরঃ c
প্রশ্নঃ৭
আহ্নিক গতির কারণে পৃথিবীতে কি ঘটে ?
( a ) দিন রাত্রি হয় এবং এর প্রভাবে জোয়ারভাটা হয় ।
( b ) পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে
( c ) শুধুমাত্র দিনরাত্রি হয়
( d ) কোনটাই নয়
উত্তরঃ a
প্রশ্নঃ৮
রূপনারায়ণপুর কোন শিল্পের জন্য বিখ্যাত ?
( a ) বিদ্যুৎ ও টেলিফোন তার তৈরীর কারখানার জন্য
( b ) রেলওয়ে ট্রাক তৈরীর জন্য
( c ) জাহাজ কারখানার জন্য
( d ) কোনটাই নয়
উত্তরঃ a
প্রশ্নঃ৯
আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
( a ) স্বামী দয়ানন্দ সরস্বতী
( b ) আম্বেদকার
( c ) রাজা রামমোহন
( d ) কোনটাই নয়
উত্তরঃ a
প্রশ্নঃ১০
‘ আকবর নামা ’ বইটি কে লিখেছেন ?
( a ) হুমায়ুন
( b ) আবুল ফজল
( c ) জাহাঙ্গীর
( d ) কোনটাই নয়
উত্তরঃ b
✸✸✸
✸✸✸
Comments
Post a Comment