নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান
প্রশ্নঃ১
ভারতের সর্বোচ্চ শৃঙ্গ
( a ) এভারেস্ট
( b ) কাঞ্জনজঙ্ঘা
( c ) K2
( d ) নন্দাদেবী
উত্তরঃ c
প্রশ্নঃ২
চারমিনার কোথায় অবস্থিত ?
( a ) সেকেন্দ্রাবাদ
( b ) আমেদাবাদ
( c ) হায়দ্রাবাদ
( d ) দিল্লী
উত্তরঃ c
প্রশ্নঃ৩
Isohyet দিয়ে মাপা হয় ?
( a ) সমতাপযুক্ত অঞ্চল
( b ) সমচাপযুক্ত অঞ্চল
( c ) সমানবৃষ্টিপাত যুক্ত অঞ্চল
( d ) সমান উষ্ণতাযুক্ত অঞ্চল
উত্তরঃ c
প্রশ্নঃ৪
আগরওয়াল কাপ কোন খেলার সাথে যুক্ত ?
( a ) টেনিস
( b ) ব্যাডমিন্টন
( c ) হকি
( d ) দাবা
উত্তরঃ d
প্রশ্নঃ৫
ভারতের প্রথম কমিউনিস্ট মুখ্যমন্ত্রী কে ?
( a ) জ্যোতিবসু
( b ) অজয় মুখার্জী
( c ) অচ্যুতানন্দ
( d ) ই.এস. স্বামী
উত্তরঃ d
প্রশ্নঃ৬
ভারতের নদী যাদের ব - দ্বীপ দেখা যায়
( a ) গঙ্গা , মহানদী , নর্মদা
( b ) কৃষ্ণা , গঙ্গা , তাপী
( c ) কাবেরী , গঙ্গা , মহানদী
( d ) কোনটিই নয়
উত্তরঃ c
প্রশ্নঃ৭
ভারত ও চীনের মধ্যে অবস্থিত
( a ) তুন্ডার লাইন
( b ) রাডক্লিফ
( c ) ম্যাকমোহন লাইন
( d ) কোনটিই নয়
উত্তরঃ c
প্রশ্নঃ৮
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
( a ) প্যারিস
( b ) জেনিভা
( c ) সুইজারল্যাণ্ড
( d ) ম্যানিলা
উত্তরঃ d
প্রশ্নঃ৯
আন্তর্জাতিক বিমান বন্দর নয় কোনটি ?
( a ) ভুবনেশ্বর
( b ) কলকাতা
( c ) দিল্লী
( d ) মুম্বাই
উত্তরঃ a
প্রশ্নঃ১০
হাইড্রোজেন বোমা আবিষ্কার করেন কে ?
( a ) স্যামুয়েল কোহেন
( b ) এডওয়ার্ড স্টেলর
( c ) ওটেনহাম
( d ) কেভনয়
উত্তরঃ b
Comments
Post a Comment