দশম শ্রেণী-ভৌতবিজ্ঞান-পরিবেশের জন্য ভাবনা-ভৌতবিজ্ঞান ও পরিবেশ-এক নম্বরের প্রশ্ন বায়ুমণ্ডলের স্তর ও গঠন Q. বায়ুমণ্ডল কাকে বলে? Α. পৃথিবী পৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অদৃশ্য গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে. Q. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? Α. ৭৮.০৯%. Q. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? Α. ২০.৯৫%. Q. বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের শতকরা ভাগ কত? Α. ০.৯৩%. Q. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত? Α. ০.০৩%. Q. বায়ুর প্রকৃতি অনুসারে বায়ুমণ্ডলকে কটি স্তরে ভাগ করা যায়? Α. ছয়টি. Q. ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত? Α. প্রায় ১৬-১৮ কিমি. Q. উচ্চতা বাড়লে ট্রপোস্ফিয়ারে বায়ুর চাপের কী পরিবর্তন হয়? Α. বায়ুর চাপ কমে যায়. Q. ট্রপোপজ কাকে বলে? Α. ট্রপোস্ফিয়ারের উপরের দিকের স্থির উষ্ণতার অঞ্চলকে (১০-১৬ কিমি) ট্রপোপজ বলে. Q. স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত? Α. ২০ থেকে ৪৫ কিমি পর্যন...
WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান
প্রশ্ন ১
‘দানসাগর ’ ও ‘ অদ্ভুত সাগর ’ গ্রন্থ দুটির রচয়িতা কে ?
( a ) লক্ষণ সেন
( b ) বল্লাল সেন
( c ) আবুল ফজল
( d ) কোনটাই নয়
উত্তর : B
প্রশ্ন ২
সম্বর হ্রদটি কোন রাজ্যে রয়েছে ?
( a ) কেরল
( b ) উত্তরপ্রদেশ
( c ) রাজস্থান
( d ) কোনটাই নয়
উত্তর : C
প্রশ্ন ৩
ভারতে গঙ্গা নদীর উৎপত্তি কোন রাজ্যে হয়েছে ?
( a ) উত্তরপ্রদেশ
( b ) উত্তরাখন্ড
( c ) মধ্যপ্রদেশ
( d ) কোনটাই নয়
উত্তর : B
প্রশ্ন ৪
ভারতের কোন ফসল সর্বাধিক উৎপন্ন হয় ?
( a ) গম
( b ) ধান
( c ) ভুট্টা
( d ) কোনটাই নয়
উত্তর : B
প্রশ্ন ৫
সবচেয়ে বড় আয়তনের ভাইরাস
( a ) বসন্ত রোগের ভাইরাস
( b ) ইনফ্লুয়েঞ্জা
( c ) এইচ.আই.ভি.
( d ) কোনটাই নয়
উত্তর : D
প্রশ্ন ৬
সিগারেট লাইটারে কোন গ্যাস ব্যবহৃত হয় ?
( a ) মিথেন
( b ) বিউটেন
( c ) প্রোপেন
( d ) কোনটাই নয়
উত্তর : B
প্রশ্ন ৭
‘ ভানু সিংহ ’ কার ছদ্মনাম ?
( a ) রবীন্দ্রনাথ ঠাকুর
( b ) অবনীন্দ্রনাথ ঠাকুর
( c ) নজরুল ইসলাম
( d ) কোনটাই নয়
উত্তর : A
প্রশ্ন ৮
লক্ষ্ণৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
( a ) তিস্তা
( b ) গঙ্গা
( c ) গোমতী
( d ) কোনটাই নয়
উত্তর : C
প্রশ্ন ৯
ভারতের পশ্চিমদিকের প্রতিবেশী দেশ সমূহ কি ?
( a ) বাংলাদেশ - শ্রীলঙ্কা
( b ) ভুটান - সিকিম
( c ) পাকিস্থান ও আফগানিস্থান
( d ) কোনটাই নয়
উত্তর : C
প্রশ্ন ১০
ভারতের মরুভূমি অঞ্চল কোন রাজ্যের অংশ ?
( a ) গুজরাট
( b ) রাজস্থান
( c ) মহারাষ্ট্র
( d ) কোনটাই নয়
উত্তর : B

Comments
Post a Comment