নেতাজি সুভাষচন্দ্র বসুর অমর বাণী ও উক্তি ১. “তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।” (তাঁর সবচেয়ে বিখ্যাত উক্তি, যা প্রায়শই স্মরণ করা হয়) ২. “আলোচনার মাধ্যমে ইতিহাসের কোনো বাস্তব পরিবর্তন কখনোই অর্জিত হয়নি।” ৩. “স্বাধীনতা কেউ দেয় না, ছিনিয়ে নিতে হয়।” ৪. “আজ আমাদের একটাই আকাঙ্ক্ষা থাকা উচিত – মরার ইচ্ছা যাতে ভারত বাঁচতে পারে – একজন শহীদের মৃত্যুর মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা, যাতে শহীদের রক্তে স্বাধীনতার পথ প্রশস্ত করা যায়।” ৫. “আমাদের স্বাধীনতার মূল্য নিজের রক্ত দিয়ে দেওয়া আমাদের কর্তব্য।”
WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান
প্রশ্ন ১
‘দানসাগর ’ ও ‘ অদ্ভুত সাগর ’ গ্রন্থ দুটির রচয়িতা কে ?
( a ) লক্ষণ সেন
( b ) বল্লাল সেন
( c ) আবুল ফজল
( d ) কোনটাই নয়
উত্তর : B
প্রশ্ন ২
সম্বর হ্রদটি কোন রাজ্যে রয়েছে ?
( a ) কেরল
( b ) উত্তরপ্রদেশ
( c ) রাজস্থান
( d ) কোনটাই নয়
উত্তর : C
প্রশ্ন ৩
ভারতে গঙ্গা নদীর উৎপত্তি কোন রাজ্যে হয়েছে ?
( a ) উত্তরপ্রদেশ
( b ) উত্তরাখন্ড
( c ) মধ্যপ্রদেশ
( d ) কোনটাই নয়
উত্তর : B
প্রশ্ন ৪
ভারতের কোন ফসল সর্বাধিক উৎপন্ন হয় ?
( a ) গম
( b ) ধান
( c ) ভুট্টা
( d ) কোনটাই নয়
উত্তর : B
প্রশ্ন ৫
সবচেয়ে বড় আয়তনের ভাইরাস
( a ) বসন্ত রোগের ভাইরাস
( b ) ইনফ্লুয়েঞ্জা
( c ) এইচ.আই.ভি.
( d ) কোনটাই নয়
উত্তর : D
প্রশ্ন ৬
সিগারেট লাইটারে কোন গ্যাস ব্যবহৃত হয় ?
( a ) মিথেন
( b ) বিউটেন
( c ) প্রোপেন
( d ) কোনটাই নয়
উত্তর : B
প্রশ্ন ৭
‘ ভানু সিংহ ’ কার ছদ্মনাম ?
( a ) রবীন্দ্রনাথ ঠাকুর
( b ) অবনীন্দ্রনাথ ঠাকুর
( c ) নজরুল ইসলাম
( d ) কোনটাই নয়
উত্তর : A
প্রশ্ন ৮
লক্ষ্ণৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
( a ) তিস্তা
( b ) গঙ্গা
( c ) গোমতী
( d ) কোনটাই নয়
উত্তর : C
প্রশ্ন ৯
ভারতের পশ্চিমদিকের প্রতিবেশী দেশ সমূহ কি ?
( a ) বাংলাদেশ - শ্রীলঙ্কা
( b ) ভুটান - সিকিম
( c ) পাকিস্থান ও আফগানিস্থান
( d ) কোনটাই নয়
উত্তর : C
প্রশ্ন ১০
ভারতের মরুভূমি অঞ্চল কোন রাজ্যের অংশ ?
( a ) গুজরাট
( b ) রাজস্থান
( c ) মহারাষ্ট্র
( d ) কোনটাই নয়
উত্তর : B

Comments
Post a Comment