নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান
প্রশ্ন ১
কলিকাতার এশিয়াটিক সোসাইটি কে স্থাপন করেছিলেন ?
(a) স্যার উইলিয়াম জোন্স
(b) রাজা রামমোহন রায়
(c) উইলসন জেমস্
(d) কোনটাই নয়
উত্তর : A
প্রশ্ন ২
‘বিক্রমশিলা মহাবিহার’ কে স্থাপন করেছিলেন ?
(a) রাজা ধর্মপাল
(b) কোনটাই নয়
(c) রাজা গোপাল
(d) সম্রাট অশোক
উত্তর : A
প্রশ্ন ৩
‘বাবর’ কথার অর্থ কি ?
(a) বাঘ
(b) সিংহ
(c) বীর
(d) কোনটাই নয়
উত্তর : B
প্রশ্ন ৪
সতীদাহ প্রথা প্রথম কে নিষিদ্ধ করেন ?
(a) লর্ড উইলিয়াম বেন্টিক
(b) রামমোহন
(c) বিদ্যাসাগর
(d) কোনটাই নয়
উত্তর : A
প্রশ্ন ৫
'মৌসুমী জলবায়ুর দেশ’ কাকে বলা হয় ?
(a) বাংলাদেশ
(b) ভারতকে
(c) অস্ট্রেলিয়া
(d) কোনটাই নয়
উত্তর : B
প্রশ্ন ৬
হিমালয় কোন ধরণের পর্বত শৃঙ্গ ?
(a) স্তূপ শ্রেণীর পর্বত
(b) ভঙ্গিল পর্বত শৃঙ্গ
(c) ক্ষয়জাত শ্রেণীর পর্বত
(d) কোনটাই নয়
উত্তর : B
প্রশ্ন ৭
‘মৌসিন’ শব্দের অর্থ কি ?
(a) ফল
(b) ঋতু
(c) বীজ
(d) কোনটাই নয়
উত্তর : B
প্রশ্ন ৮
ভুটানের রাজধানীর নাম কি ?
(a) দিসপুর
(b) ভুটান
(c) থিম্পু
(d) কোনটাই নয়
উত্তর : C
প্রশ্ন ৯
জাপান দেশটির প্রাচীন নাম কি ?
(a) নিয়ন
(b) নিপ্পন
(c) নিপ্পীন
(d) কোনটাই নয়
উত্তর : B
প্রশ্ন ১০
ভারতের কোন অঞ্চলকে ‘খনিজ ভান্ডার’ বলা হয় ?
(a) পুরুলিয়া
(b) আসানসোল
(c) ছোটনাগপুর মালভূমি
(d) কোনটাই নয়
উত্তর : C
Comments
Post a Comment