দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান
প্রশ্ন ১
কলিকাতার এশিয়াটিক সোসাইটি কে স্থাপন করেছিলেন ?
(a) স্যার উইলিয়াম জোন্স
(b) রাজা রামমোহন রায়
(c) উইলসন জেমস্
(d) কোনটাই নয়
উত্তর : A
প্রশ্ন ২
‘বিক্রমশিলা মহাবিহার’ কে স্থাপন করেছিলেন ?
(a) রাজা ধর্মপাল
(b) কোনটাই নয়
(c) রাজা গোপাল
(d) সম্রাট অশোক
উত্তর : A
প্রশ্ন ৩
‘বাবর’ কথার অর্থ কি ?
(a) বাঘ
(b) সিংহ
(c) বীর
(d) কোনটাই নয়
উত্তর : B
প্রশ্ন ৪
সতীদাহ প্রথা প্রথম কে নিষিদ্ধ করেন ?
(a) লর্ড উইলিয়াম বেন্টিক
(b) রামমোহন
(c) বিদ্যাসাগর
(d) কোনটাই নয়
উত্তর : A
প্রশ্ন ৫
'মৌসুমী জলবায়ুর দেশ’ কাকে বলা হয় ?
(a) বাংলাদেশ
(b) ভারতকে
(c) অস্ট্রেলিয়া
(d) কোনটাই নয়
উত্তর : B
প্রশ্ন ৬
হিমালয় কোন ধরণের পর্বত শৃঙ্গ ?
(a) স্তূপ শ্রেণীর পর্বত
(b) ভঙ্গিল পর্বত শৃঙ্গ
(c) ক্ষয়জাত শ্রেণীর পর্বত
(d) কোনটাই নয়
উত্তর : B
প্রশ্ন ৭
‘মৌসিন’ শব্দের অর্থ কি ?
(a) ফল
(b) ঋতু
(c) বীজ
(d) কোনটাই নয়
উত্তর : B
প্রশ্ন ৮
ভুটানের রাজধানীর নাম কি ?
(a) দিসপুর
(b) ভুটান
(c) থিম্পু
(d) কোনটাই নয়
উত্তর : C
প্রশ্ন ৯
জাপান দেশটির প্রাচীন নাম কি ?
(a) নিয়ন
(b) নিপ্পন
(c) নিপ্পীন
(d) কোনটাই নয়
উত্তর : B
প্রশ্ন ১০
ভারতের কোন অঞ্চলকে ‘খনিজ ভান্ডার’ বলা হয় ?
(a) পুরুলিয়া
(b) আসানসোল
(c) ছোটনাগপুর মালভূমি
(d) কোনটাই নয়
উত্তর : C

Comments
Post a Comment