নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান
প্রশ্নঃ১
বায়ু মন্ডলের সর্বনিম্ন স্তরের নাম কি ?
( a ) স্ট্রটোস্ফিয়ার
( b ) ট্রপোস্ফিয়ার
( c ) আয়নোস্ফিয়ার
( d ) কোনটাই নয়
উত্তরঃ a
প্রশ্নঃ২
কোন ধরণের ঘড়িতে গ্রীণিজ সময় প্রদর্শিত হয় ?
( a ) মাইক্রোমিটার
( b ) অ্যানিমোমিটার
( c ) ক্রেনোমিটার
( d ) কোনটাই নয়
উত্তরঃ c
প্রশ্নঃ৩
আইহোল প্রশস্তি কোন রাজার সম্পর্কে ছিল ?
( a ) আকবর
( b ) হুমায়ুন
( c ) দ্বিতীয় পুলকেশী
( d ) কোনটাই নয়
উত্তরঃ c
প্রশ্নঃ৪
শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে
( a ) কবির
( b ) রামদাস
( c ) গোবিন্দ সিং
( d ) নানক
উত্তরঃ d
প্রশ্নঃ৫
কোন আইনে প্রথম যুক্তরাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে ?
( a ) 1935 সালে ভারত শাসন আইন
( b ) 1947 সালে ভারত শাসন আইন
( c ) 1943 সালে ভারত শাসন আইন
( d ) কোনটাই নয়
উত্তরঃ a
প্রশ্নঃ৬
রান্নার গ্যাসে কি থাকে ?
( a ) বিউটেন ও প্রোপেন
( b ) বিউটেন
( c ) প্রোপেন
( d ) কোনটাই নয়
উত্তরঃ a
প্রশ্নঃ৭
কোন বিপ্লবী ‘ পি এন ঠাকুর ’ ছদ্মনাম গ্রহণ করেছিলেন ?
( a ) নানাসাহেব
( b ) রাশবিহারী বসু
( c ) তাঁতিয়াটোপি
( d ) কোনটাই নয়
উত্তরঃ b
প্রশ্নঃ৮
কানপুর কোন নদীর তীরে অবস্থিত ?
( a ) যমুনা
( b ) গঙ্গা
( c ) তুঙ্গভদ্রা
( d ) কোনটাই নয়
উত্তরঃ b
প্রশ্নঃ৯
কেন্দ্রীয় মন্ত্রীরা ব্যক্তিগতভাবে কার কাছে দাবি থাকেন ?
( a ) স্পীকার
( b ) রাষ্ট্রপতি
( c ) প্রধানমন্ত্রী
( d ) কোনটাই নয়
উত্তরঃ c
প্রশ্নঃ১০
বিশ্বের মধ্যে সব থেকে উন্নত দেশ কোনটি ?
( a ) মার্কিন যুক্তরাষ্ট্র
( b ) রাশিয়া
( c ) অস্ট্রেলিয়া
( d ) কোনটাই নয়
উত্তরঃ a
Comments
Post a Comment