নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
![]() |
Solve |
প্রশ্ন ১
বীজের সুপ্তদশা ভঙ্গকারী হরমােনটি হল
( a ) অক্সিন
( b ) জিব্বারেলিন
( c ) সাইটোকাইনিন
( d ) কাইনিন
উত্তর::
বীজের সুপ্তদশা ভঙ্গকারী হরমােনটি হল জিব্বারেলিন ।
প্রশ্ন ২
উদ্ভিদের বার্ধক্যরােধকারী হরমােনটি হল
( a ) জিব্বারেলিন
( b ) অ্যান্টিজিব্বারেলিন
( c ) অক্সিন
( d ) কাইনিন
উত্তর::
উদ্ভিদের বার্ধক্যরােধকারী হরমােনটি হল কাইনিন ।
প্রশ্ন ৩
ফুল ফোটাতে সাহায্যকারী হরমােনটি হল—
( a ) ভারনালিন
( b ) ডরমিন
( c ) ফ্লোরিজেন
( d ) রাইজোক্যালিন
উত্তর::
ফুল ফোটাতে সাহায্যকারী হরমােনটি হল ফ্লোরিজেন ।
প্রশ্ন ৪
সমস্ত ট্রফিক হরমােনগুলি নিঃসৃত হয়—
( a ) পিটুইটারি গ্রন্থি থেকে
( b ) অগ্র পিটুইটারি থেকে
( c ) পশ্চাদ পিটুইটারি থেকে
( d ) পিনিয়াল বডি থেকে
উত্তর::
সমস্ত ট্রফিক হরমােনগুলি নিঃসৃত হয় অগ্র পিটুইটারি থেকে ।
প্রশ্ন ৫
নিম্নলিখিত গ্রন্থির মধ্যে কোনটি মিশ্র প্রকৃতির ?
( a ) থাইরয়েড
( b ) পিটুইটারি
( c ) অগ্ন্যাশয়
( d ) অ্যাড্রিনাল
উত্তর::
অগ্ন্যাশয় গ্রন্থিটি মিশ্র প্রকৃতির ।
প্রশ্ন ৬
ডিম্বাশয় নিঃসৃত একটি হরমােনের নাম
( a ) ইস্ট্রোজেন
( b ) GTH
( c ) ACTH
( d ) টেস্টোস্টেরন
উত্তর::
ডিম্বাশয় নিঃসৃত একটি হরমােনের নাম ইস্ট্রোজেন ।
প্রশ্ন ৭
নেফ্রনের বৃক্ক নালিকার উপর প্রভাব বিস্তারকারী হরমােনটি হল -
( a ) ACTH
( b ) GTH
( C ) ADH
( d ) TSH
উত্তর::
নেফ্রনের বৃক্ক নালিকার উপর প্রভাব বিস্তারকারী হরমােনটি হল ADH
প্রশ্ন ৮
একটি নিউরাে-হরমােন হল -
( a ) ইনসুলিন
( b ) গ্লুকাগন
( c ) অ্যাড্রিনালিন
( d ) থাইমােসিন
উত্তর::
একটি নিউরাে - হরমােন হল অ্যাড্রিনালিন ।
প্রশ্ন ৯
কোন হরমােনটি রক্ত শর্করা কমায় –
( a ) গ্লুকাগন
( b ) ইনসুলিন
( c ) থাইরক্সিন
( d ) থাইরােক্যালসিটোনিন
উত্তর::
ইনসুলিন হরমােনটি রক্ত শর্করা কমায়।
প্রশ্ন ১০
আগাছা বিনাশকারী কৃত্রিম উদ্ভিদ হরমােনটি হল
( a ) IPA
( b ) IBA
( C ) 2. 4 - D
( d ) NAA
উত্তর::
আগাছা বিনাশকারী কৃত্রিম উদ্ভিদ হরমােনটি হল 2 , 4-D
হরমোন সেট ২ এর জন্য এখানে ক্লিক করুন
Comments
Post a Comment