পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
![]() |
| Solve |
স্নায়ুতন্ত্র সেট ২ এর জন্য এখানে ক্লিক করুন।
প্রশ্ন ১
গুরুমস্তিষ্কের বাইরের স্তর বা সেরিব্রাল কর্টেক্সের অপর নাম -
( a ) নিওপ্যালিয়াম
( b ) প্যালিয়াম
( C ) সালকাস
( d ) জাইরাস
উত্তর::
গুরুমস্তিষ্কের বাইরের স্তর বা সেরিব্রাল কর্টেক্সের অপর নাম - নিওপ্যালিয়াম ।
প্রশ্ন ২
মস্তিষ্কের সবচেয়ে বেশির ভাগ স্থান জুড়ে থাকে—
( a ) লঘুমস্তিষ্ক
( b ) গুরুমস্তিষ্ক
( c ) মধ্যমস্তিষ্ক
( d ) সেতুমস্তিষ্ক
উত্তর::
মস্তিষ্কের সবচেয়ে বেশির ভাগ স্থান জুড়ে অবস্থিত থাকে গুরুমস্তিষ্ক ।
প্রশ্ন ৩
মনরাের ছিদ্র দেখা যায় -
( a ) হৃৎপিণ্ডে
( b ) বৃক্কে
( c ) মস্তিষ্কে
( d ) শুক্রাশয়ে
উত্তর::
মনরাের ছিদ্র দেখ যায় মস্তিষ্কে ।
প্রশ্ন ৪
নিউরােসিল অবস্থিত
( a ) মস্তিষ্কে
( b ) হাইপােথ্যালামামে
( c ) সুষুম্নাকাণ্ডে
( d ) নিউরােনে
উত্তর::
নিউরােসিল অবস্থিত সুষুম্নাকাণ্ডে ।
প্রশ্ন ৫
সেরিব্রাম কোন্ মস্তিস্ক এর অংশ ?
( a ) অগ্রমস্তিষ্ক
( b ) মধ্যমস্তিষ্ক
( c ) পশ্চাদমস্তিস্ক
( d ) যোজকমস্তিষ্ক
উত্তর::
সেরিব্রাম অগ্রমস্তিষ্কের অংশ ।

Comments
Post a Comment