নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
![]() |
Solve |
সেট এক এর জন্য এখানে ক্লিক করুন।
প্রশ্ন ১
হাইপারমেট্রোপিয়া সারাতে ব্যবহৃত হয়—
( a ) অবতল লেন্স
( b ) উত্তল লেন্স
( c ) কনট্যাক্ট লেন্স
( d ) সাধারণ লেন্স
উত্তর::
হাইপারমেট্রোপিয়া সারাতে ব্যবহৃত হয় উত্তল লেন্স ।
প্রশ্ন ২
চক্ষুবিন্দু দেখা যায় -
( a ) মাছে
( b ) বানরে
( e ) ইউগ্লিনায়
( d ) হাইড্রায়
উত্তর::
চক্ষুবিন্দু দেখা যায় ইউগ্লিনায় ।
প্রশ্ন ৩
মধ্যকর্ণ ও গলবিলের সংযােগকারী নালীটির নাম
( a ) ফ্যালােপিয়ান নালী
( b ) ইউস্টেচিয়ান নালী
( c ) জার্ম নালী
( d ) সংশ্লেষ নালী
উত্তর::
মধ্যকর্ণ ও গলবিলের সংযােগকারী নালীর্টির নাম ইউস্টেচিয়ান নালী ।
প্রশ্ন ৪
কানের সঙ্গে যুক্ত স্নায়ুটি হল
( a ) অপটিক স্নায়ু
( b ) অডিটরি স্নায়ু
( c ) অলফ্যাক্টরী স্নায়ু
( d ) অকিউলােমােটর স্নায়ু
উত্তর::
কানের সঙ্গে যুক্ত স্নায়ুটি হল অডিটরি স্নায়ু ।
প্রশ্ন ৫
দেহের ভারসাম্য নিয়ন্ত্রণে সাহায্যকারী ইন্দ্রিয়টি হল
( a ) চক্ষু
( b ) কর্ণ
( c ) নাসিকা
( d ) জিহ্বা
উত্তর::
দেহের ভারসাম্য নিয়ন্ত্রণে সাহায্যকারী ইন্দ্রিয়টি হল কর্ণ ।
প্রশ্ন ৬
কর্টিযন্ত্র অবস্থিত
( a ) রেটিনায়
( b ) অলফ্যাক্টরী এপিথেলিয়ামে
( c ) ককলিয়ায়
( d ) ভেসিকুলার যন্ত্রে
উত্তর::
কর্টিযন্ত্র অবস্থিত ককলিয়ায় ।
প্রশ্ন ৭
পঞ্চম করােটিয় স্নায়ুর নাম হল-
( a ) ট্রিকলিয়ার
( b ) ট্রাইজেমিনাল
( c ) অপটিক
( d ) ফেসিয়াল
উত্তর::
পঞ্চম করােটিয় স্নায়ুর নাম হল ট্রাইজেমিনাল
প্রশ্ন ৮
কানে বায়ুপ্রকোষ্ঠ হল
( a ) কর্ণকুহর
( b ) মধ্যকর্ণ
( c ) অর্ধবৃত্তাকার নালী
( d ) ককলিয়া
উত্তর::
কানে বায়ুপ্রকোষ্ঠ হল মধ্যকর্ণ ।
Very good
ReplyDeleteThank You..
Delete