বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
![]() |
| Solve |
সেট এক এর জন্য এখানে ক্লিক করুন।
প্রশ্ন ১
হাইপারমেট্রোপিয়া সারাতে ব্যবহৃত হয়—
( a ) অবতল লেন্স
( b ) উত্তল লেন্স
( c ) কনট্যাক্ট লেন্স
( d ) সাধারণ লেন্স
উত্তর::
হাইপারমেট্রোপিয়া সারাতে ব্যবহৃত হয় উত্তল লেন্স ।
প্রশ্ন ২
চক্ষুবিন্দু দেখা যায় -
( a ) মাছে
( b ) বানরে
( e ) ইউগ্লিনায়
( d ) হাইড্রায়
উত্তর::
চক্ষুবিন্দু দেখা যায় ইউগ্লিনায় ।
প্রশ্ন ৩
মধ্যকর্ণ ও গলবিলের সংযােগকারী নালীটির নাম
( a ) ফ্যালােপিয়ান নালী
( b ) ইউস্টেচিয়ান নালী
( c ) জার্ম নালী
( d ) সংশ্লেষ নালী
উত্তর::
মধ্যকর্ণ ও গলবিলের সংযােগকারী নালীর্টির নাম ইউস্টেচিয়ান নালী ।
প্রশ্ন ৪
কানের সঙ্গে যুক্ত স্নায়ুটি হল
( a ) অপটিক স্নায়ু
( b ) অডিটরি স্নায়ু
( c ) অলফ্যাক্টরী স্নায়ু
( d ) অকিউলােমােটর স্নায়ু
উত্তর::
কানের সঙ্গে যুক্ত স্নায়ুটি হল অডিটরি স্নায়ু ।
প্রশ্ন ৫
দেহের ভারসাম্য নিয়ন্ত্রণে সাহায্যকারী ইন্দ্রিয়টি হল
( a ) চক্ষু
( b ) কর্ণ
( c ) নাসিকা
( d ) জিহ্বা
উত্তর::
দেহের ভারসাম্য নিয়ন্ত্রণে সাহায্যকারী ইন্দ্রিয়টি হল কর্ণ ।
প্রশ্ন ৬
কর্টিযন্ত্র অবস্থিত
( a ) রেটিনায়
( b ) অলফ্যাক্টরী এপিথেলিয়ামে
( c ) ককলিয়ায়
( d ) ভেসিকুলার যন্ত্রে
উত্তর::
কর্টিযন্ত্র অবস্থিত ককলিয়ায় ।
প্রশ্ন ৭
পঞ্চম করােটিয় স্নায়ুর নাম হল-
( a ) ট্রিকলিয়ার
( b ) ট্রাইজেমিনাল
( c ) অপটিক
( d ) ফেসিয়াল
উত্তর::
পঞ্চম করােটিয় স্নায়ুর নাম হল ট্রাইজেমিনাল
প্রশ্ন ৮
কানে বায়ুপ্রকোষ্ঠ হল
( a ) কর্ণকুহর
( b ) মধ্যকর্ণ
( c ) অর্ধবৃত্তাকার নালী
( d ) ককলিয়া
উত্তর::
কানে বায়ুপ্রকোষ্ঠ হল মধ্যকর্ণ ।

Very good
ReplyDeleteThank You..
Delete