পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
দিন ০৩ এর অঙ্ক গুলির জন্য এখানে ক্লিক করুন।
প্রশ্ন 01
(Railways 2008)
200 এর 2/5 অংশ, 125 এর 3/5 অংশের চেয়ে কত বড়ো?
(A) 15
(B) 3
(C) 5
(D) 30
প্রশ্ন 02
(Bank P.O. 2008)
500 এর 6/11 অংশ, 895 এর 3/5 অংশের চেয়ে কত ছোটো?
(A) 178
(B) 219
(C) 143
(D) 261
প্রশ্ন 03
(MBA 2006)
15 বছর পর একটি লোকের বয়স, 15 বছর পূর্বের বয়সের চারগুণ হবে। ওই লোকটির বর্তমান বয়স কত?
(A) 10y
(B) 15y
(C) 20y
(D) 25y
প্রশ্ন 04
(MBA 2004)
রাজীবের 5 বছর পূর্বের বয়স এবং 9 বছর পরের বয়সের গুণফল 15 বছর হলে, রাজীবের বর্তমান বয়স কত?
(A) 6y
(B) 8y
(C) 9y
(D) 10y
প্রশ্ন 05
(Bank P.O. 2008)
27% of 36% of 5/9 of 4500 = ?
(A) 239
(B) 241
(C) 243
(D) 245
প্রশ্ন 06
(L.I.C. 2008)
36% of 450 - x% of 340 = 66.8.
X এর মান নির্ণয় করো।
(A) 28
(B) 32
(C) 24
(D) 18
প্রশ্ন 07
(SSC 2006)
2750 টি নারকেলের ক্রয়মূল্য সমান 2500 টি নারকেলের বিক্রয়মূল্য। তাহলে নারকেল বিক্রেতার কত লাভ বা ক্ষতি হলো?
(A) 5% loss
(B) 10% gain
(C) 15% loss
(D) 20% gain
প্রশ্ন 08
(Railways 2006)
একজন ফল বিক্রেতা 5 টাকায় 10 টি কমলা কেনেন এবং 6টি 15 টাকা দরে বিক্রি করেন, তাহলে তার শতকরা কত লাভ হলো?
(A) 50%
(B) 40%
(C) 30%
(D) 25%
প্রশ্ন 09
(Bank P.O. 2008)
If 38% of A = 52% of B, তাহলে A : B = ?
(A) 5 : 4
(B) 16 : 9
(C) 26 : 19
(D) কোনোটিই নয়।
প্রশ্ন 10
(SSC 2008)
If 2/3 of A = 75% of B = 0.6 of C, তাহলে A : B : C = ?
(A) 2 : 3 : 3
(B) 3 : 4 : 5
(C) 4 : 5 : 6
(D) 9 : 8 : 10
দিন ০৫ এর অঙ্ক গুলির জন্য এখানে ক্লিক করুন।
Comments
Post a Comment