নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
দিন ০৩ এর অঙ্ক গুলির জন্য এখানে ক্লিক করুন।
প্রশ্ন 01
(Railways 2008)
200 এর 2/5 অংশ, 125 এর 3/5 অংশের চেয়ে কত বড়ো?
(A) 15
(B) 3
(C) 5
(D) 30
প্রশ্ন 02
(Bank P.O. 2008)
500 এর 6/11 অংশ, 895 এর 3/5 অংশের চেয়ে কত ছোটো?
(A) 178
(B) 219
(C) 143
(D) 261
প্রশ্ন 03
(MBA 2006)
15 বছর পর একটি লোকের বয়স, 15 বছর পূর্বের বয়সের চারগুণ হবে। ওই লোকটির বর্তমান বয়স কত?
(A) 10y
(B) 15y
(C) 20y
(D) 25y
প্রশ্ন 04
(MBA 2004)
রাজীবের 5 বছর পূর্বের বয়স এবং 9 বছর পরের বয়সের গুণফল 15 বছর হলে, রাজীবের বর্তমান বয়স কত?
(A) 6y
(B) 8y
(C) 9y
(D) 10y
প্রশ্ন 05
(Bank P.O. 2008)
27% of 36% of 5/9 of 4500 = ?
(A) 239
(B) 241
(C) 243
(D) 245
প্রশ্ন 06
(L.I.C. 2008)
36% of 450 - x% of 340 = 66.8.
X এর মান নির্ণয় করো।
(A) 28
(B) 32
(C) 24
(D) 18
প্রশ্ন 07
(SSC 2006)
2750 টি নারকেলের ক্রয়মূল্য সমান 2500 টি নারকেলের বিক্রয়মূল্য। তাহলে নারকেল বিক্রেতার কত লাভ বা ক্ষতি হলো?
(A) 5% loss
(B) 10% gain
(C) 15% loss
(D) 20% gain
প্রশ্ন 08
(Railways 2006)
একজন ফল বিক্রেতা 5 টাকায় 10 টি কমলা কেনেন এবং 6টি 15 টাকা দরে বিক্রি করেন, তাহলে তার শতকরা কত লাভ হলো?
(A) 50%
(B) 40%
(C) 30%
(D) 25%
প্রশ্ন 09
(Bank P.O. 2008)
If 38% of A = 52% of B, তাহলে A : B = ?
(A) 5 : 4
(B) 16 : 9
(C) 26 : 19
(D) কোনোটিই নয়।
প্রশ্ন 10
(SSC 2008)
If 2/3 of A = 75% of B = 0.6 of C, তাহলে A : B : C = ?
(A) 2 : 3 : 3
(B) 3 : 4 : 5
(C) 4 : 5 : 6
(D) 9 : 8 : 10
দিন ০৫ এর অঙ্ক গুলির জন্য এখানে ক্লিক করুন।
Comments
Post a Comment