বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
দিন ০৩ এর অঙ্ক গুলির জন্য এখানে ক্লিক করুন।
প্রশ্ন 01
(Railways 2008)
200 এর 2/5 অংশ, 125 এর 3/5 অংশের চেয়ে কত বড়ো?
(A) 15
(B) 3
(C) 5
(D) 30
প্রশ্ন 02
(Bank P.O. 2008)
500 এর 6/11 অংশ, 895 এর 3/5 অংশের চেয়ে কত ছোটো?
(A) 178
(B) 219
(C) 143
(D) 261
প্রশ্ন 03
(MBA 2006)
15 বছর পর একটি লোকের বয়স, 15 বছর পূর্বের বয়সের চারগুণ হবে। ওই লোকটির বর্তমান বয়স কত?
(A) 10y
(B) 15y
(C) 20y
(D) 25y
প্রশ্ন 04
(MBA 2004)
রাজীবের 5 বছর পূর্বের বয়স এবং 9 বছর পরের বয়সের গুণফল 15 বছর হলে, রাজীবের বর্তমান বয়স কত?
(A) 6y
(B) 8y
(C) 9y
(D) 10y
প্রশ্ন 05
(Bank P.O. 2008)
27% of 36% of 5/9 of 4500 = ?
(A) 239
(B) 241
(C) 243
(D) 245
প্রশ্ন 06
(L.I.C. 2008)
36% of 450 - x% of 340 = 66.8.
X এর মান নির্ণয় করো।
(A) 28
(B) 32
(C) 24
(D) 18
প্রশ্ন 07
(SSC 2006)
2750 টি নারকেলের ক্রয়মূল্য সমান 2500 টি নারকেলের বিক্রয়মূল্য। তাহলে নারকেল বিক্রেতার কত লাভ বা ক্ষতি হলো?
(A) 5% loss
(B) 10% gain
(C) 15% loss
(D) 20% gain
প্রশ্ন 08
(Railways 2006)
একজন ফল বিক্রেতা 5 টাকায় 10 টি কমলা কেনেন এবং 6টি 15 টাকা দরে বিক্রি করেন, তাহলে তার শতকরা কত লাভ হলো?
(A) 50%
(B) 40%
(C) 30%
(D) 25%
প্রশ্ন 09
(Bank P.O. 2008)
If 38% of A = 52% of B, তাহলে A : B = ?
(A) 5 : 4
(B) 16 : 9
(C) 26 : 19
(D) কোনোটিই নয়।
প্রশ্ন 10
(SSC 2008)
If 2/3 of A = 75% of B = 0.6 of C, তাহলে A : B : C = ?
(A) 2 : 3 : 3
(B) 3 : 4 : 5
(C) 4 : 5 : 6
(D) 9 : 8 : 10
দিন ০৫ এর অঙ্ক গুলির জন্য এখানে ক্লিক করুন।
Comments
Post a Comment